নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

ইনস্টলেশন—গুরুত্বহীন আর্ট

১০ ই জুন, ২০২০ দুপুর ১২:০৫

পেইন্টিং ছাড়া অন্য আর্টরে—যথা ইনস্টলেশন, ফিনস্টলেশন, ফটোগ্রাফি ইত্যাদিরে—আমি গুরুত্বহীন আর্ট মনে করি।

আর্টিস্টদের এই রকম মনে করার স্বাধীনতা আছে।

যেমন ইনস্টলেশন বা ফটোগ্রাফি অলারা চাইলে মনে করতে পারে পেইন্টিং এর আর সেই দিন নাই, এইগুলি এখন আর আর্ট না।

অনেক রকম আর্ট আছে। কোন আর্টরে গুরুত্ব দিবেন, কার বা কোন কোম্পানির কারণে দিবেন, তা ভাবতে হবে।

এই যে "ইনস্টলেশন!" শুনলেই না বুইঝাই লেজটা ভিতরে ঢুকাইয়া আহা উহু করেন—এইটা আর্টের সমঝদার না হওয়ার গুণে হয়।

যেই আর্ট আপনার ভালো লাগবে না, আর্ট মনে হবে না, তারে আপনার আর্ট মনে করাও লাগবে না। আর্ট মানে তাই।

সোসাইটিতে কারা একটা গ্যালারির রুম খালি কইরা তার মধ্যে দুইটা ইটের খণ্ড আর তিনটা বালুর গুড়া রাইখা সেইটা আর্ট বইলা ‌আপনারে খাওয়াইতে পারতেছে, তা কীসের জোরে পারতেছে আগে ভাবেন, দেখবেন আপনি আসলে আর্টের লোকই না।

যারা আর্ট সাব্যস্ত করতেছে তারাই আর্টের মালিক, তারা আর্টিস্টদেরও মালিক, গ্যালারিও মালিক তারাই এবং আপনি এই আর্টচক্রে জাস্ট সায় দিয়া যাইতেছেন।

এই রকম আর্টের গুষ্টি মারি। সব আর্ট আমার করা লাগবে না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: আমারও মনে হয় ফটোগ্রাফি আর্ট না। বড় জোর সেটা ক্রাফ্ট হতে পারে হয়তো! আসলে ক্রাফটও না ...

রং তুলি বা পেন্সিল দিয়ে যেই আঁকাআঁকি সেটাই আমার কাছে আর্ট মনে হয় তবে যেহেতু গুণীজন বলছেন আর্ট কি আর করবো ভাবি হয়তো তারা বেশি জানে ...

ইনস্টলেশন কি রকম আর্ট!

যাইহোক ফটোগ্রাফি ভালো লাগে আমার তবুও আর্ট মনে হয় না। ফটোগ্রাফীতে ফটোগ্রাফারের চাইতে ক্যামেরাকেই মনে হয় বেশি দক্ষ হতে হয়....

২| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: কোন আর্টই পারি না! তাই আর্টিস্টদেরকে এবং তাদের কাজ দেখে অবাক হই!

৩| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আহ হা আর্টের উপর রাগ করছেন কেন?

৪| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সর্বজ্ঞানী কোন উত্তর দিয়ে জ্ঞান বিতরণ করেন না; তাই মন্তব্যের কি প্রয়োজন??

৫| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সবুরে মেওয়া ফলে।

৬| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: সম অধিকার নিশ্চিত হবে কোনদিন হয়ত!

৭| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: সম অধিকার নিশ্চিত হবে কোনদিন হয়ত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.