নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ শামসুল হক ও পাকিস্তান থেকে বাংলাদেশ

১২ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯



১৯৭১ সালে বা তার আগে সৈয়দ শামসুল হক সহ আরো অনেক লেখক-সাহিত্যিকরা পাকিস্তান সরকারের পক্ষে কী কী বক্তব্য দিছিলেন বা কার কার নামে কবিতা লিখছিলেন তা সেইভাবে সমালোচনার যোগ্য নয়।

তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের পক্ষে ছিলেন কিনা বা আছেন কিনা তাই বিচার্য বিষয়।

পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী লোক যারা ছিলেন তারা বাংলাদেশের অভ্যুদয়ের পরে তাদের মত পরিবর্তনের সুযোগ পাইবেন, এইটা খুবই স্বাভাবিক ঘটনা।

দেখতে হবে সেই লোক সকল যুদ্ধাপরাধী ছিলেন কিনা।

পাকিস্তানের পরাজয়ের কারণে যারা পাকিস্তান ত্যাগ কইরা বাংলাদেশের পক্ষে আসছেন তাদের প্রতি বৈরী আচরণের কোনো কারণ নাই।

যুদ্ধে বিজয় প্রতিশোধ গ্রহণের যাবতীয় পথ রুদ্ধ কইরা দেয়।

২৮/৯/২০১৬

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০৪

ডার্ক ম্যান বলেছেন: কথা না ঘুরিয়ে সরাসরি বলুন । আমার মত আমজনতার বুঝতে সুবিধা হবে।
মুক্তিযুদ্ধের সময়ে যারা পাকিস্তানকে সমর্থন করেছে তাদের জন্য এত মায়া কেন ? পাকিস্তানের পরাজয়ের পর যারা দল পরিবর্তন করলো তারা তো দালালই রইয়ে গেল। বাংলাদেশের জন্য তারা কি করেছেন ???
সুবিধাবাদীদের কোন আদর্শ থাকে না দল থাকে না । এরা যে কারো সঙ্গে তাল মিলাতে পারে। মুক্তমনা থেকে শুরু করে উগ্রবাদী , ধর্মবিদ্বেষী থেকে শুরু করে রক্ষণশীল সবার সাথে এরা মিশে যেতে পারে নিজের স্বার্থে । নিজের ব্যক্তিত্ব কিংবা আদর্শ কোনকিছুর তোয়াক্কা করে না ।

২| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

আমি সাজিদ বলেছেন: অনেকেই তো জেলে বসে ছিলেন। স্বাধীনতার পর অবাক হয়ে মন্তব্য করলেন 'ও স্বাধীন হয়ে গেছে! ' এমন মানুষদের ইতিহাসে স্রষ্টার পরের স্থানে বসিয়ে তার ব্যক্তিপূজা করা হচ্ছে না? সেখানে অন্যদের দোষ অতো চোখে পড়ে না।

৩| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:২১

শূন্য সারমর্ম বলেছেন: পক্ষে ছিলাম, আছি, থাকবো মানুষদের বড়ই অভাব বলেই আমরা সামান্য ছাড় দিয়ে উনার দিকটা বুঝতে তালিকায় আনতে চাই।

৪| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সৈয়দ শামসুল হক এর সাথে একবার ভারত বিচিত্রার অফিসে এক ঘন্টা কথা বলার সুযোগ হয়েছিলো। উনি অনেক জানেন।

৫| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: যুদ্ধ বিজয় হয়েছি এবার অর্থনৈতিক বিজয় চাই

৬| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: শুনেছিলাম গোবর ঘাটাঘাটিতে নাকি শুধু দুর্গন্ধই ছড়ায়।

পিছন না ফিরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে যারা বাধ সাজছে তাদের বিরুদ্ধে কলম চালানো খুবই প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.