নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

মূর্তি ভাঙা ইজ হোয়াইট সুপ্রিমেসি

১৭ ই জুন, ২০২০ সকাল ৯:০৫



শ্বেতাঙ্গরা যে অন্যান্য রঙের অঙ্গদের সঙ্গে স্বাভাবিক না থাইকা সর্বদা বাধ্যতামূলক ভ্রাতৃ কিম্বা ভগ্নি আচরণ করে, এগুলি হইতেছে নব্য বর্ণবাদ।

এই ভ্রাতৃ কিম্বা ভগ্নি আচরণের খ্রীষ্টিয় জেশ্চারটি পূর্বপুরুষদের পাপ মোচন জনিত।

সে অর্থে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, দাস ব্যবসায় ও উপনিবেশ স্থাপন থেকে আহরিত সম্পদ উৎস ভূমিগুলিতে ফেরত না দিয়া কেবলই মূর্তি ভাঙার রোমান্টিকতাও নব্য বর্ণবাদের অংশ।

এই জিনিস শেষ পর্যন্ত 'ব্ল্যাক লাইভস ম্যাটার' এর ভণিতায় হোয়াইট সুপ্রিমেসি বা নিখিল সাদা রাজ্য সুপ্রতিষ্ঠিত রাখে।

নব্য বর্ণবাদের অপ্রধান কাজ পুরাতন বর্ণবাদের কালিমা মোচন। প্রধান লক্ষ্য পুরাতন বর্ণবাদ আহরিত অর্থ ও সম্পদের ঐতিহাসিক মালিকানাকে প্রশ্নহীন করতে থাকা।

মূর্তি ভাঙা উৎসবের কলকাকলিতে পুরাতন বর্ণবাদকে প্রাপ্য শাস্তি প্রদানের ছদ্মবেশে মূলত তাদের আহরিত সম্পদের সাদা উত্তরাধিকারকে আন্তর্জাতিক বৈধতা প্রদান করা হচ্ছে।

বর্ণবাদ কেবলই ঘৃণা করবে তা নয়, তা এমনকি অবজ্ঞা বা জোরপূর্বক ভালোবাসাও দেখাইতে পারে।

কিন্তু সর্বদাই নেতৃত্বের জায়গাটিতে থাকবে।

নো মোর হোয়াইট সুপ্রিমেসি। সাদা সম্পদের পুনর্বণ্টন হউক।

১৭/৬/২০২০

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ সকাল ৯:৫৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জ্ঞাত হইলুম!

২| ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫০

কাজী মেহেদী হাসান বলেছেন: আমি সাদা অধ্যুষিত এলাকায় থাকি, সাদা আধিপত্যের প্রভাব সমাজের এত গভীরে মূর্তি ভাঙ্গায় তাতে কোন দাগ কাটে না।

৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:০৮

সাইন বোর্ড বলেছেন: ভবিষ্যতের কথা বাদ দিলেও এই মুহূর্তে অন্ততঃ বর্ণবাদ বিরোধীদের ক্ষোভের কিছুটা প্রশমন হচ্ছে, এটাই বা কম কি ?

৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: দাদা একটূ সহজ করে কি লেখা যায় না? ব্লগে তো আমার মতো কম জ্ঞানের মানুষও রয়েছে। তাদের কথা বিবেচনা করবেন না?

৫| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ইতিহাসের দিকে তাকালে জানা যায় যে সাদা-রা নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলো, অনেক ক্ষেত্রে এখনো আছে। তবে সাদাদের দেশে থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, সাদাদের তুলনায় অশ্বেতাঙ্গরাই বেশী বর্ণবাদী। অনেকটাই ভিকটিম থেকে অপ্রেসরের স্থানে চলে গেছে। ভিক্টিমহুড মেন্টালিটি থেকে বেরিয়ে আসা জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.