নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

পরিমণির কুরুচি নৃত্য আমার ভালো লাগছে

২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭



জন্মদিনে লুঙ্গি কাছা দিয়া নাইচা পরিমণি রুচিহীনতা প্রদর্শন করছেন। আমার তা ভালো লাগছে।

রুচিহীনতা বা কুরুচি প্রদর্শন করার অধিকার তার আছে। তেমনি রুচিহীনতারে রুচিহীনতা বলার অধিকারও ভদ্র সমাজের আছে তো!

অনেকে দেখলাম কেবলই পরিমণির রুচিহীনতার অধিকাররেই অধিকার হিসাবে দেখে, তা নিয়া সমালোচনার অধিকাররে আর দেখতে পায় না।

এমনিতে কুরুচিকে অনেকে এক্সপেরিমেন্ট হিসাবেও দেখে। যেমন প্রতিক্রিয়া, বিরোধ, বাইনারি অপজিশনরেও অনেকে এক্সপেরিমেন্ট মনে করে।

আমার কুরুচি বা ব্যাড টেস্ট ভালোই লাগে। সেইটারে সুরুচি বানাইয়া দেখতে হয় না। কারণ কুরুচিরে সুরুচি বানাইলে তা শেষ পর্যন্ত সুরুচিরই আওতা বৃদ্ধি করে। তাতে কুরুচি বা অশ্লীলতা দেখার আনন্দ লাভ ঘটে না।

যার যার রুচি তার তার হয় সমাজ না থাকলে। সমাজ থাকলে রুচিরও একটা সমাজ সম্মত অবস্থান থাকে। পরিমণি সেইটাতে ফেইল করছেন।

২.
এইখানে বেশ জনপ্রিয় যে, আপনি অরুচিকর বা কুরুচির কোনো কাজ করলেন মানে রুচির বিরুদ্ধে ফাইট কইরা সারলেন! হাঃ হাঃ।

রুচি মানে সিস্টেমও। আপনি খাওয়ার ঘরে খাইলেন আর হাগার ঘরে হাগলেন। তাতে রুচি বিপর্যয় ঘটে না। এর সবই রুচিসম্মত। অরুচি বা কুরুচি হয় যখন খাওয়ার ঘরে হাগলেন বা হাগার ঘরে খাইলেন।

এই জিনিসরে আপনি বলতেই পারেন রুচির বিরুদ্ধে ফাইট। বলতে কে নিষেধ করে!

এই রকম একটা দৃশ্য আছে বুনুয়েলের কোনো একটা ছবিতে। 'ডিসক্রিট চার্ম অব দ্য বুর্জোয়া'তে কি? যেখানে সবাই কমোডে বইসা খাইতে খাইতে গম্ভীর আলাপ করে।

অরুচি বা কুরুচিরে যদি কুরুচি বইলা স্বীকার না করেন তবে রুচির বিরুদ্ধে আপনি কী লইয়া ফাইট করতেছেন? কোন রুচির বিরুদ্ধে?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০২

অক্পটে বলেছেন: পরিমণি ড্রামা তো শেষ। আমাদের সামনে এখন যা দেয়া হয়েছে আমরা তাই খাইতেছি। হাহাহা!
লেখা ভালো লেগেছে।

২| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৬

ইসলামিক_নলেজ বলেছেন: সহমত ভাই

৩| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৭

সুদীপ কুমার বলেছেন: কঠিন লাগলো।

৪| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নাচ দেখিনি তাই মন্তব্য করতে পারছি না।

৫| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: মেয়েটির মানসিক ডাঃ এর শরণাপন্ন হওয়া উচিত অতিসত্ত্বর।

৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: তার নাচ এবং জামা ভালো লাগে নি। পরীমনিকে নিজেকে কেন এভাবে সস্তা করছে?

৭| ২৮ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
শো বিজ বা বিনোদন তারকাদের জায়গাটা আলাদা একটা বিষয়।
পরিমনির গেট আপ নিয়ে কেন এত কথা? সিনেমা শিল্পীরা কি হিজাব বোরখা পড়ে ঘরে বসে থাকবে?
বিনোদন মানে কি বোঝেন? হলিউডি বলিউডি মুভি বাদ দিলাম বাংলা সিনেমা কি কখনো দেখেন নি?
বাংলা সিনেমা শিল্পিদের রান কি এই প্রথম দেখলেন?

৮| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১

নেওয়াজ আলি বলেছেন: জয় হয়েছে তার এবং তাদের সমাজ

৯| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৫

ফুয়াদের বাপ বলেছেন: যা বলতে চাচ্ছিলাম তা ব্লগার "হাসান কালবৈশাখী" বলে দিয়েছেন। রুচিসম্মত হয়নি বলে যে সব সুশীল(চুশীল) হাত কচলাচ্ছেন তারা কেন তাকে অনুসরন করেন!

১০| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৪

রানার ব্লগ বলেছেন: তারে নিয়া যারা কচলাইতাছে তারা যেনো খুব রুচিবান !!!!

১১| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৫

মেহেদি_হাসান. বলেছেন: তারে নিয়ে আলোচনা সমালোচনা করে কারা? তার নাচ এতো ভাইরাল করলো কারা? নিউজ মিডিয়ায় তারে নিয়ে আর্টিকেল লিখছে কারা? তার ফলোয়ারই বা কারা? সুশীল সমাজই এসব করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.