নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

নুরুল হক নুরের মিথ্যাচার তার রাজনৈতিক কৌশলের অংশ, তাতে দোষ কী?

২৬ শে জুন, ২০২৩ রাত ৮:১৪

ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির এক নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেখা করছেন কিনা সে ব্যাপারে তার সত্য বলার দায়রে আর যাই হউক 'রাজনৈতিক' বলা যায় না।

নুর দেখা কইরাও বলতে পারেন তিনি দেখা করেন নাই। আবার দেখা না কইরাও ডট ডট ডট।

মোট কথা, জনসাধারণের কাছে সত্য বলা সব সময় কাজের জিনিস না। এই তো সেই জনসাধারণ, যার বড় একটা অংশ ফ্যাসিবাদী ভাবধারার রক্ষক ও চর্চাকারী। তাদের জানবার আকাঙ্ক্ষা বা কৈফিয়ত গ্রহণের মধ্যেও প্রাইভেসি লংঘন ও ফ্যাসিবাদের উপস্থিতি থাকে।

ব্যাপার হইল, জনসাধারণরে ধোয়া তুলসী পাতা ভাইবা নেওয়ার কারণ নাই। তাদের কৃতকর্মরে মাফ কইরা শিশুর সারল্য লইয়া তাদের দেখতে থাকার নাম জনসেবা হইতে পারে, কিন্তু রাজনীতি ভিন্ন বিষয়।

যতই বলা হউক তবু জনগণ রাজনীতিবিদদের বিবেক না, অভিভাবক না, অথরিটিও না। জনগণের চিন্তা ও চরিত্র বদলাইয়া দিবেন বইলাই রাজনীতিবিদরা কাজ করেন। এই রূপান্তর কেবল সত্য বলার মাধ্যমে সাধন হইবার নয়।

নেতাদের যদি সারাক্ষণ জনতার আদালতে সত্য বলার আর কৈফিয়ত দেওয়ার হাজিরা খাতা লইয়া দৌড়াদৌড়ি করতে হয় তাইলে তাদের আর রাজনীতি করতে হবে না! নুরও তা করেন নাই বইলাই মনে হয়।

তিনি তার রাজনীতি হিসাবে কখন কী কথা বলবেন আর কখন বলবেন না সেইটা অন্য দল, নেতা বা বুদ্ধিজীবীদের মাধ্যমে নির্ধারণ করবেন কি তিনি? তা ঠিক হবে না।

ক্ষমতাসীনদের টিকা থাকার একটা বড় শর্ত হইল সত্যবাদিতা। তারা নিজেরা মিথ্যা বলবেন কিন্তু বিরোধীদের পেট থিকা বাইর কইরা নিবেন সত্য। সে কারণেই নির্যাতন, জুলুম ও ডিম থেরাপির উদ্ভব।

জনসাধারণ যখন সত্য তলব করে, তাদের হাতে ডিম না থাকলেও সত্য জানার আকাঙ্ক্ষার ধরন একই।

এইটা কি হাস্যকর না যে লড়াইয়ের ময়দানে যেই সত্য আপনি ক্ষমতাসীনদের কাছ থিকা আড়াল করতে চান, সেই সত্যই নাকি প্রকাশ করতে জনতার আদালতে! হাঃ হাঃ। হাঃ।

মনে রাখবেন সত্য বলার অনুরোধ বা শর্ত মূলত কৈফিয়ত তলবের মিহি বা চড়া সুর মাত্র। রাজনীতিবিদরা জনসাধারণের সত্য জানার চাহিদা পূরণের চাকরি করতে আসেন নাই। তাদের কাজ অবশ্যই অভিসন্ধিমূলক। এবং যার লক্ষ্য খারাপ সে সেভাবেই সেদিকে আগাবে। যার ভাল সে সেদিকে।

আমরা নেতাদের বা রাজনীতিবিদদের লক্ষ্য বা গন্তব্য লইয়া সমালোচনা করতে পারি কিন্তু তাদের কী কৌশল হবে তা অর্ডার করতে পারি না।

রাজনীতির মাঠে অসংখ্য শত্রু, আপনি একটা মাত্র পদ্ধতিতে তাদের সঙ্গে লড়াই করবেন, বা তাদের পরাজিত করবেন! তা হয় না।

আমাদের দেশে ফ্যাসিবাদ অতিক্রমে ক্ষমতাসীন সরকার যেমন একটা বাধা, জনগণ তার দ্বিগুণ বাধা। পিপলকে সংগঠিত করতে বা ফ্যাসিবাদ থিকা সরাইয়া আনার ক্ষেত্রে সত্যবাদীতা (বা ক্ষমতার স্ট্রাকচার) ব্যবহার মানে সেই ফ্যাসিবাদের ভূতই বহন করতে থাকা।

ফ্যাসিবাদের বড় একটা টুল বা হাতিয়ার হইল সত্য। সে লুঙ্গি খুইলা দেখতে চায় আপনি কাটা না আকাটা? আপনার ট্রাকে তেরপলের তলে গরু না পাঠা?

জনসাধারণের স্বার্থ প্রতিষ্ঠার যুদ্ধ বা কৌশলের জন্যে মিথ্যা আর জনসাধারণের উপর কর্তৃত্ব ও একনায়কত্ব কায়েমের জন্যে মিথ্যায় ফারাক আছে। সব মিথ্যারে এক কইরা দেখা আরেক বড় মিথ্যাচার।

বড় সত্যের ভিতরে কিছু ছোট মিথ্যা লুকাইয়া থাকবেই, তারে বড় করতে হয় না। নয়ত হয়ত আসল সত্যের দেখাই পাইবেন না আর।

২.
জনসাধারণরে আশ্বস্ত করাটাই বড়, সেই জোর তার আছে মনে হয়। নেতারে সাপোর্ট করলে তার মিথ্যারেও সাপোর্ট করে অনুসারীরা। এখন যদি তিনি পাবলিকরে আশ্বস্ত করতে পারেন যে তিনি সরকারের কাছে তথ্য প্রকাশ না করতে চাওয়ার কারণেই সত্যটা বলতে পারেন নাই, তাতে লোকে তার কৌশলরেই নিবে, মিথ্যারে না। রাজনৈতিক নেতারা এই ধরনের সিচ্যুয়েশনে বরং আরো বেশি লাভ তুইলা নিতে পারেন।

আদর্শবাদী নেতাদের ভালবাসে বা করুণা করে লোকে, কিন্তু এরশাদ ধরনের নেতাদের কৌশলরে রহস্য আকারেই দেখে মানুষ। আমার মনে হয় না, নুর এই কারণে আদৌ ধরা খাইবেন।

"রাজনীতিতে সব সময় সব কথা বলা যায় না।"--এই রকম একটা কথা বললেই তার চলবে।

৩.
রাজনীতিতে মিথ্যা বলা বা কৌশল করার কারণে ধরা খাইতে হইলে এরশাদ এত জনপ্রিয় হইতে পারতেন না।

আদর্শবাদী লেবাসের কারণে ক্ষমতাহীন বা গরীব লাগত নুরুল হক নুরকে। গরীবের কথা বলতে হয় রাজনীতিতে বটে, তবে কেউ গরীব নেতার নির্দেশ মানে না।

এখন সেইটা নাই, কাটাইয়া উঠছেন নুর। এখন বরং তার আন্তর্জাতিক যোগাযোগ অনেকের মধ্যেই আশার সঞ্চার করবে।

এরপর নুর ইসলামিক ওয়ার্ল্ডের বড় একজন নেতার লগে মিটিং করার মাধ্যমে--ধরা যাক সৌদি রাজপুত্রের লগে, কিংবা এরদোয়ানের লগে--মেন্দি অপবাদ তো দূর করতে পারবেনই, বরং উভয় পক্ষে তার কানেকশন যে ভাল এইটা তার রাজনৈতিক ক্যারিয়াররে অনেক বেশি শক্তিশালী করবে।

যারা নুরুল হক নুররে আওয়ামী বিটিম হিসাবে ভাবতেন তারা আগের জায়গাই আছেন। অন্য দল না গেলেও তিনি ইলেকশনে যাবেন সেইটা তারা বহু দিন যাবৎই ভাইবা আসতেছে।

বরং বুদ্ধিজীবীদের মধ্যে যারা ভাইবা নিছিলেন তিনি স্বাধীন রাজনীতিবিদ, তিনি সেই মণ্ডলীর চাইতে বিদেশী কানেকশনরে যদি বড় কইরা ভাবেন, তাইলে তার রাজনীতিতে তিনি অটল আছেন বলতে হবে।

তিনি বিদেশী কানেকশনের রাজনীতি করলে জনগণ তার কাছে গুরুত্বপূর্ণ ইস্যু না, সরকার বিরোধী বুদ্ধিজীবীরাও না। তাই তাদের সমর্থনেও কিছু যায় আসে না। অসমর্থনে যায় আসে। কিন্তু তার প্রতি পাবলিকের অসমর্থন তো চোখে দেখা যাবে না। আর বুদ্ধিজীবীদের অসমর্থন?

সেইটা কি তেমন কিছু?

২৬/৬/২০২৩



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৩৫

নতুন বলেছেন: রাজনিতিকরা যখন সত্য বলে সেটার পেছনে বড় কোন লাভের সম্ভবনা আছে বলেই করে। নতুবা মিথ্য বলা তো রাজনিতিকদের একটা নিতি মাত্র।

আগেতো জনসভায় চিক্কুর পাইরা মিছা কইতো রের্কডিং থাকতো না। তাই পরে আরেকটা মিছা কইতো যে আমি এমনটা বলি নাই।

এখন জামানা ডিজিটাল হইছে তাই এখন মিথ্যা বললে লুকানো একটু সমস্যা।

২| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: যে যায় লংকায় সেই হয় রাবন। কথাটা আমাদের দেশে মনে হয় সবচেয়ে বেশি প্রযোয্য। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে সামনে আসে নুর। ফ্যসিবাদী সরকারের রোষের শিকার হয়ে অনেক মারধোর খেয়েছে, তারপরেও দমে যায়নি। প্রবল প্রতিকুল পরিস্থিতিতে ডাকসু ভিপি নির্বাচিত হয়েছে। সোজা কথায় জনগনে যোগ্য প্রতিনিধি হবার হবার সকল ধাপই সাফল্যের সাথে পাড়ি দিতে সমর্থ হয়েছে। কিন্ত শেষ পর্যন্ত লোভের কাছে পরাজিত হয়েছে।

৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ৯:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:


মোট কথা, জনসাধারণের কাছে সত্য বলা সব সময় কাজের জিনিস না



অপবাদ ঘোচাতে এরপর নুর ইসলামিক ওয়ার্ল্ডের বড় একজন নেতার লগে মিটিং সৌদি রাজপুত্রের লগে, কিংবা এরদোয়ানের লগে--মেন্দি অপবাদ তো দূর করতে পারবেনই,

এইজন্য আরেকটা বিকাশ একাউন্ট দরকার। দুবাইতেও একটা একাউন্ট লাগবে।

৪| ২৬ শে জুন, ২০২৩ রাত ১০:০১

কামাল১৮ বলেছেন: নুরুর রাজনীতি এখনো স্পষ্ট নয়।কিছুদিন পর বুঝা যাবে।

৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: পড়লাম। এবং ভাবতে শুরু করলাম।

৬| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:২৪

জ্যাক স্মিথ বলেছেন: রাজনীতিকরা যখন সত্য কথা বলে সেটার পেছনে বড় কোন লাভের সম্ভবনা আছে বলেই বলে। নতুবা মিথ্য বলাই তো রাজনিতিকদের সবচেয়ে বড় নীতি।

৭| ২৭ শে জুন, ২০২৩ রাত ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: আর রাজনৈতিক কৌশলের নামে অনেক সময় খুন হয়, গুম হয়, দাঙ্গা, হাঙ্গামা, জ্বালাও-পোড়াও অনেক কিছুই হয়, আসলে সবই রাজনৈতিক কলা কৌশল। ;)

৮| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকার বা বিরোধী দল যে ক্ষমতায় থাকে, তার কাছে
টিকে থাকার জন্য সত্য মিথ্যা সব যায়েজ ,
আর বিরোধী দলে থাকলে , তার মত জনদরদী আর
কেউ এই বিশ্বে হয়না ।

৯| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ৮:০১

রানার ব্লগ বলেছেন: নুরুর টাকা কামানোর দরকার ছিলো সে কামিয়েছে ব্যাস। খেল খতম!! তবে কতোটুকু সে হজম করতে পারবে এইটা দেখার বিষয়।

১০| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ৮:১৯

কিরকুট বলেছেন: বিকাশ নুরুর যোগ্যতা সম্পর্কে মানুষের আইডিয়া হয়ে গেছে। মানুষ এরে নিয়া এখন বান্দর নাচ দেখার অপেক্ষায় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.