নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

প্রেম

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪২





এই মহাজগতে

তোমাকে স্বীকার করা মানে

নিজেকে স্বীকার করা

শুধূ একা বেঁচে উঠা

আর একসাথে ত্রিশলক্ষ

সহোদরের মৃত্যু মেনে নেয়া



আর বিরোধীতাশূন্য এক

কুরুক্ষেত্র পার হয়ে

একা একা

অশ্রুময় যুধীষ্ঠিরের মতো

স্বজনহীন

স্বর্গের দিকে চলা

আর তোমার দ্বারে এসে

ক্লান্ত স্বরে বলা

এবার আমাকে

গ্রহণ করো হে পৃথিবী



আরো শতকোটি

মৃত্যুতেও

যেনো ম্লান হবার নয়

তোমার ওই অন্তহীন

প্রতীক্ষা



যারা পেছনে পড়ে আছে

মৃত ও বিস্মৃত

তারা তা জানে না

জানে না তোমার অস্তিত্ব

আছে কি নেই



আর তাদের

ওই নিরাশ্রয় ব্যাকুলতা

তুমিও জানো না



আর ওই অন্তহীন দৌড়

তারা জানে

শুধু সামনের দিকে

আর সব দিক

শুধু মৃত্যুরই দিক



তারা এখন

মৃত মাছের মতো

হয়তো ভেসে যাচ্ছে

মহাঅন্ধকারে



তুমি কোনোদিন

শত্রুশূন্য ওই কুরুক্ষেত্র

দেখতে পাবে না

হেলেন

জানতেও পাবে না

ওই কুরুক্ষেত্র

পার না হয়ে

তোমার কাছে কেন

আসা যায় না

কোনোদিন



তুমি শুধু জানো

একমাত্র প্রেমিক আমি

আর আমি তো জানি

আমরা ত্রিশ লক্ষ

সহদোর ছিলাম



কেন তুমি দ্বার

চিরদিন একজনের

জন্যই খোলো

হয়তো তুমি শুধু

ওই মহাজাগতিক

দুর্ঘটনা থেকে

বাঁচাতে চাও পথিকেরে

যেই হোক

তুমি দ্বার একবারই

খোলো

আর বন্ধ করো

ততোধিক দ্রুত



যেনো পেছনে পেছনে

ছুটে আসা আমারই

চিরছায়া ওই মৃত্যু

তোমার আত্মায়

কোনোভাবেই

ঢুকতে না পারে আর



তবু মৃত্যুর

মুখোমুখি হতে হবে

আমাকে আবার

কারণ ছুটতে ছুটতে

ছুটতে ছুটতে

জেনে গেছি

আমার আত্মাতেই

ওই মুত্যুর চিরআবাস



আমার অপরাধ

তাকে শুধু করিনি স্বীকার!

২২.০২.২০১৪



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.