নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]
যে কবিতাটি লিখেছি
তা ঠিকঠাক করতে
ব্যয় করলাম একটি ঘন্টা
একটি ঘন্টা
মানে: এ সময়ে
১৪০০ কচি শিশু ক্ষুধায় মরে গেছে
প্রতি আড়াই সেকেন্ডে
পাঁচের নিচের বয়সের একটি শিশু ক্ষধুায়
মরে আমাদের পৃথিবীতে
এছাড়া এক ঘন্টায়
অস্ত্র প্রতিযোগিতাও চলেছে
আর ৬২০ লক্ষ আট শ হাজার ডলার
এই এক ঘণ্টায় ব্যয় হয়েছে
ক্ষমতাবানদেরকে
একে-অপরের হাত থেকে রক্ষা করতে
বিশ্বের সামরিক ব্যয়
এ মুহর্তের হিসেবে
বছরে ৫৫০ বিলিয়ন ডলার
আমাদের দেশও সাধ্যমত
অবদান রাখছে তাতে
প্রশ্ন উঠে এরপরও
এসব পরিস্থিতি নিয়ে
যদি কবিতা
লেখার কোনো মানে থাকে
এ কারণ হয়তো সত্যই
যে কিছু কবিতা
সামরিক ব্যয় আর যুদ্ধ
আর ক্ষুধার্ত শিশু নিয়ে লেখা হয়
তবে অন্যসব কবিতা লেখা হয়
প্রেম আর বার্ধক্য আর
সবুজ মাঠ আর গাছপালা আর পাহাড়পর্বত
আর তাছাড়া কবিতা আর ছবি নিয়েও
আর তাছাড়া কবিতা যদি
অন্যসব বিষয়-আশয়ের কারণেও না হয়
তাহলে শিশু এবং শান্তি কোনটা নিয়ে
কেউই আর আসলে চিন্তত নয়
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলেছেন: