নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

জগদীশ্বর

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

অসীম আকাশে, নয় সমুদ্র গর্জনে;
সুউচ্চ পর্বত, নয় পাতাল গহ্বরে,
ধুঁ ধুঁ মরুভূমি, নয় গহীন কাননে;
তাওরাত, বেদ, নয় পুরাণ, যাবুরে ।
কুরআন, ত্রিপিটক, নয় রামায়নে;
গ্রন্থসাহেব, মহাভারত, গীতা 'পরে,
নয় বাইবেল কিংবা শ্রীকৃষ্ণকীর্তনে;
জগদীশ্বর থাকেন মনুষ্য অন্তরে ।

মসজিদে, সিনামোমে নয় প্যাগোডায়;
গীর্জায়, মন্দিরে নয় গুরুদুয়ারায়;
বৈরাগ্য সাধনে, নয় নামায-রোযায়
রাত্রি উপবাসে, নয় পুজা-অর্চনায়;
তাঁরে যদি পেতে চাও শুদ্ধ করো মন,
নিজের মাঝেই করো তাঁর অন্বেষণ (!)

২৮ অাষাঢ় ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৬

আরণ্যক রাখাল বলেছেন: লালন-টালন হয়ে গেলেন নাকি? !:#P

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সাঁইজির কথা তো মনে করিয়ে দিলেন! "অাত্ম-তত্ত্ব যে জেনেছে, দিব্য জ্ঞানী সে হয়েছে; কু-বৃক্ষে সুফল মিলেছে কীর্তিকর্মার কী কারখানা!

২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:

ওকে, মোটামুটি

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য । লেখালেখিতে অামি বড্ড সেকেলে । দেখুন না, ছন্দ-মাত্রা মেপে মেপে কিছু একটা লিখতে চেয়েছি । ছন্দের বাইরে যেতে পারিনা । মন খুলেও লিখতে পারিনা, ভয় লাগে; কারো অনুভূতিতে না অাঘাত লেগে যায় ।

৩| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ভীষণ ভালো লেগেছে। এই কথাগুলো বুঝতে অনেকের পুরো একটা জীবন কেটে যায়। হাত খুলে লিখে যান।

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনাকে অশেষ ধন্যবাদ । অাপনি যথার্থই বলেছেন ।

৪| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৬

মহা সমন্বয় বলেছেন: আহা কবির এই কবিতা তো আমার হ্রদয়ে কাঁপন ধরিয়ে দিল। আমি নিজেও তো ইশ্বরকে খুঁজতেছি।
ইশ্বরকে পেতে হলে সবার আগে নিজেকে চিনতে হবে এটাই হচ্ছে কবিতার মর্মকথা।
হ্যাঁ আমি নিজেকে চিনার চেষ্টায় সর্বদা তৎপর। :)

০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ইশ্বরকে পেতে হলে সবার আগে নিজেকে চিনতে হবে এটাই হচ্ছে কবিতার মর্মকথা।" নিজের ভেতরেই ঈশ্বরের বাস ।

৫| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৭

নীলপরি বলেছেন: মহা সমন্বয়ের পোষ্ট থেকে এখানে আসলাম ।

তাঁরে যদি পেতে চাও শুদ্ধ করো মন,
নিজের মাঝেই করো তাঁর অন্বেষণ (!)


সহমত । কবিতা ভালো হয়েছে ।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লালনাদর্শে অনুপ্রাণিত হয়ে মূলত এই লেখা । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.