নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া দ্বীপ

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

তখন আমি ময়মনসিংহ শহরে থাকি। প্রায় প্রতিদিনই ত্রিশালে যাতায়াত করতে হয়। ক্যাম্পাসে এসে প্রতিদিন, বিশেষ করে সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক-দু’ঘণ্টা আগে যে জায়গাটায় বসি, সেটা একটা দ্বীপের মতো। নির্জন জায়গা। হালকা বাতাস আসে। মাঝেমাঝে পাখিরা কিচিরমিচির ডাকে।

অনেক গাছপালা। সেগুলোর যেকোনো একটায় হেলান দিয়ে পড়ালেখা করি। পড়তে ভালো না লাগলে হালকা গানও করা যায়। গান বলতে ‘সেদিন দু’জনে দুলেছিনু বনে’, ‘শাওন রাতে যদি স্মরণে আসে মোরে’, ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে’, ‘যখন এসেছিলে অন্ধকারে চাঁদ উঠেনি সিন্ধুপারে’, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’- এসব গান। দুপুরের দিকে এসবই সই। আর মন খারাপ থাকলে ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, ‘হে গোবিন্দ রাখো চরণে, ‘শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়’, ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুর আনমনে’- জাতীয় গান। এসব গান গাইলে নিজেকে হালকা লাগে। মাঝে মাঝে হতাশা ভর করে অবশ্য।

প্রাকৃতিক দৃশ্য দেখি। খোলা আকাশ দেখি। মনোমুগ্ধকর জায়গাটা কয়েকদিনের মধ্যেই আমার অত্যন্ত প্রিয় হয়ে ওঠল। একদিনের জন্য না গেলে ভালো লাগে না একদম।

একদিন বাস থেকে নেমেই দ্বীপের দিকে হাঁটা শুরু করলাম। কিন্তু দ্বীপটি খুঁজে পেলাম না। গতকালও এলাম অথচ আজ নেই? লাপাত্তা হয়ে গেল নাকি? বিস্মিত হলাম খুব।

কয়েকজনকে জিগ্যেস করে জানতে পারলাম একদিনের মধ্যেই বনটা উজাড় করে ফেলা হয়েছিল, আর জায়গাটা রাতারাতি এমনভাবে ভরাট করে খেলার মাঠ বানানো হয় যে, বোঝার উপায় নেই এখানে একটা দ্বীপের মতো ছিল।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার গ্রামের বাড়ি কোথায়? ত্রিশালে ছিলেন? ও আমার বাড়িও সেখানে

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বাড়ি ভালুকায়। ত্রিশালে দু বছর ছিলাম, তারপর ময়মনসিংহে চলে আসি; এখানে তিন বছর ছিলাম।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


খেলার মাঠ করেছে, ভালো; আপনি খেলুন

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: খেলাধুলা বিশেষ করি না; এদিকে ঝোঁক কম।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: বন জঙ্গল সব সাফ করে ফেলছে নির্বোধ মানুষজন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পরিবেশের বিপর্যয় ডেকে আনছে।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দাদা ,

এই কারণেই বোধহয় কবি বলেছিলেন , " দাও ফিরে সে অরণ্য লও এ নগর । "


শুভকামনা রইল ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সুস্থ ও স্বাভাবিকভাবে বাঁচতে হলে আমাদের অরণ্যের কাছে ফিরতেই হবে।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

করুণাধারা বলেছেন: ছোট স্মৃতিচারণ। ভালো লাগলো পড়তে।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: কবি বলেছিলেন, ফিরে চাই স্বর্ণগ্রাম। পুরনো স্মৃতিরা আবেগতাড়িত করে।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

আখেনাটেন বলেছেন: অামরা পরিবেশ-প্রতিবেশ নিয়ে ততটা সচেতন নই।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: পরবর্তী প্রজন্মের জন্য সমূহ বিপদ ডেকে আনা হচ্ছে।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যা হউক আপনার চাকুরী বাকুরী কিছু একটা হয়েছে? নাকি অষ্টম শ্রেণী পাশ বালু ব্যবসায়ীর মেয়েকে এখনো পড়ান।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এক স্কুল ছেড়ে অন্য স্কুল। বিশেষ কোন গতি করতে পারি নি এখনো।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

নীলপরি বলেছেন: হুম । হঠাৎ এরকম করে উধাও হতেই পারে । তাও ভালো সবুজ মাঠ ছিল । পুরো কংক্রিট হয়নি । আসলে সবকিছুরই শেষের পরেও কিছু অবশেষ থাকে ।
ভালো লিখেছেন । ++

শুভকামনা

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সবুজ মাঠ ছিল না। এখন হয়ত গজিয়ে থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.