নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের ক্রিয়েটিভ ঋতুস্রাব যার হবে সেই প্রকৃত ব্লগার।

শাহজাদা মারজান

আমি সাধারণ মনের একজন মানুষ, সম্পূর্ন একজন বইপোকা। সব সময় তথ্যবিত্তিক ইতিহাস কিংবা অজানা জিনিস জানাতে পছন্দ করি। ব্লগ লিখতে গিয়ে এর চাইতে বেশি পরিচয় হয়ত আমার নাই।

শাহজাদা মারজান › বিস্তারিত পোস্টঃ

সেলফির জনক রেমব্রান্ট

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সেলফি কি কিংবা সেলফি কথাটা কোথায় থেকে আসে এর জনক কে তা সম্পূর্ন আলোচনা করা হল।

সামাজিক যোগাযোগের মাধ্যেমগুলার মধ্যে 'সেলফি' কথাটা একটা ভিন্ন জায়গা করে জুড়ে রয়েছে, নিজের প্রতিকৃত নিয়ে মানুষের এই মানুষের এই বাড়াবাড়ির উদ্ভব কিভাবে তা নিয়ে কোতূহল কমবেশি সবার আছে। বর্তমানে আমাদের জীবনে খাওয়াদাওয়া চলাফেরা বেড়ানো থেকে শুরু করে সব কিছুতে প্রকাশ করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যেমে। আর এই প্রবনতায় এখন সব কিছুকে ছাড়িয়ে গিয়ে রাজত্ব করছে সেলফি।

সেলফি এতটাই জনপ্রিয় হয়েছ যে, দ্রুত নতুন অভিধান আর লেখকদের বইয়ের মধ্যে নাম উঠে গেছে, অক্সফোর্ড অভিধানের মধ্যে সেলফি কথাটা ২০১৩ সালে সবচাইতে আলোচিত শব্দ' হিসাবে উল্লেখ করা হয়েছে।

সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামেরায় তোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যেমে আপলোড করা হয়।

কয়েক' শ বছর আগের দুনিয়ায় মানুষ কি ভুলেও সেলফির কথা ভেবেছিল? সাধারণ মানুষের ভাবনায় তা থাকুক বা থাকুক কিন্তু চিত্রশিল্পীদের মধ্যে কেউ ছিল, আর কোন চিত্রশিল্পী না জানলেও সম্ভবত ওলন্দাজ চিত্রশিল্পী রেমব্রান্ট ফ্যান রিজিন সেলফি সম্পর্কে কিছু না কিছু জানতেন। বিশ্বখ্যাত ওলান্দাজ চিত্রশিল্পী রেমব্রান্টকে সেলফির জনক ধরার তিনটি তথ্য পাওয়া যায় ইতিমধ্যে

১) ওনি ৬৩ বছর কম জীবনকালের মধ্যে ৮০টির বেশি আত্বপ্রতিকৃত এঁকেছিলেন যা পরবর্তী এখনো রয়েছে,
২) ১৬০৬ সালে ওনি এখনকার নেদারল্যান্ডের লেইডেনে জম্মগ্রহন করেছিলেন রেমব্রান্ট, ওনার মৃত্যু হয় ১৬৬৯ সালে। তার ভিতরে আর কেউ ছেলেও ছবি এঁকে প্রকাশ করেছেন বলে কোন তথ্য নাই, এমন কি তার আগেও।

নানান উত্থান-পথনের মাধ্যেমে জীবন কাটে এই চিত্রশিল্পীর, জীবনীকারদের মতে, রেমব্রান্টের জীবনের নানা টানাপোড়নের সাক্ষ্য হয়ে আছে জীবনের বিভিন্ন পর্যায়ে আঁকা আত্নপ্রতিকৃতগুলো, হিসাবে কিছুটা ভিন্নমত থাকলেও প্রেইন্টিং প্রিন্ট ও ড্রইং মিলিয়ে রেমব্রান্টের আত্নপ্রতিকৃতির সংখ্যা তার আঁকা মোট চিত্রকর্মের প্রায় ২০ ভাগ বলেও ধরা হয়েছে।

শিল্পকলা ইতিহাসে এত বড় মাপের আর কোন চিত্রশিল্পী বিপুল আত্নপ্রতিকৃতি আর আঁকেন নাই।

তথ্যঃ চিত্রশিল্পী ইতিহাস, যুগান্তর প্রত্রিকা, সাইন্সফিকশন তথ্য গ্যালারি,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.