নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পেয়ারা গাছ

২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৪

পেয়ারা গাছ
সাইফুল ইসলাম সাঈফ

খেয়াল হয় মাঝে মাঝে
গ্রামে যেতাম পেনশন তুলতে
বড় ভাই, মা আর আমি
উপকূল ট্রেনে করে।
বাবার রেখে যাওয়া পেনশন
মা পাচ্ছে যা এখনো…
কয়েক মাস পর পর
চলে আসতাম চৌমুহনী, নোয়াখালী।
কারণ ঘর ভাড়া জমে যেতো
পেনশন তুলে পরিশোধ করতো।
নিজেদের বাড়ি থাকা হতো কম
চলে আসতাম ফুপার বাড়ি
কারণ ফুপা ছিলেন বড় বোনের শশুর
এই গ্রামে কেটে যেতো দুপুর।
যে ঘরে ফুপু থাকতেন
সেই ঘরের উত্তর পাশে
ছিলো একটি পেয়ারা গাছ
লুকিয়ে লুকিয়ে পেরে খেতাম
এতই সুমিষ্ট এতই স্বাদ
কচিটাও দিতাম না বাদ।
যদিও ফুপু নিজ থেকে দিতেন
বাবার গল্প আমায় শোনাতেন।

উত্তরা, ঢাকা।
২৪.১১.২৫

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫

সামিয়া বলেছেন: সুন্দর জীবনমুখী কবিতা

২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০৬

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ভালো।

২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০৭

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.