নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নটা আমার ছিলো

০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০২

স্বপ্নটা আমার ছিলো
সাইফুল ইসলাম সাঈফ

স্বপ্নটা আমার ছিলো যাবো দূর দেশে
পাশে ছিলো ভাই-বোন সবাই
সেজন্য স্বপ্নটা পূরণ হয়
পৌঁছে যাই কাঙ্খিত গন্তব্যে।
কিন্তু ফিরে আসার বিবিধ কারণ
মায়ের জন্য পরান পড়তো
কাজ করতে পারতাম না
অসুস্থ্য হয়ে পড়ি
পড়ালেখা জন্য হতো আফসোস
একাকিত্বে ভুগতাম রাতদিন রোজ।
ভাইয়ের সাথে রাগ
তাই হারিয়ে ফেলি স্নেহ, অনুরাগ
করা শুরু করে অনাদর
ক্ষীয়মাণ হয় যত আবদার।
তাদের মনে মনে সৃষ্ট ক্ষোভ
বিভিন্ন সময় হয় প্রকাশ!
আমিও করতে পারলাম না উন্নতি
দিনে দিনে হারাতে থাকি প্রীতি।
আমার ইচ্ছে ছিলো না, ফিরে আসার
আমার ইচ্ছে ছিলো উপার্জন করার।
কিন্তু হঠাৎ নাছরবান্দা হয়ে ওঠি
বিদায় দিয়ে পাগল হয়ে ছুটি।
তখন লোকসান সব, হয় ক্ষতি
পরাজয়ে গ্লাণি নিয়ে নষ্ট মতি।

উত্তরা, ঢাকা।
০৭.১২.২৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
কবিতায় প্রান নেই। ভাষা প্রানবন্ত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.