নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

তফাত

০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৮

তফাত
সাইফুল ইসলাম সাঈফ

হে তেজী কন্যা, হৃদয়ে বন্যা
সামনাসামনি চোখের পাতা না ফেলে
একদৃষ্টে তাকিয়ে থাকতে ইচ্ছে
এই মন বারবার উথলে ওঠছে!
তফাত কি মেনে নেয়া যায় না?
তুমি হতে পারো উন্নত পথের রওনা।
আমি বেসামাল হয়ে ওঠছি দিনদিন
খেয়ালে থাকো তুমি রাতদিন।
তোমার দীপ্তিতে দেখি সুদিন
তুমি থাকবে ঘরে ঘরে অমলিন।
তোমাকে দিতে অভিলাষ সর্বশ্রেষ্ঠ উপহার
ভীষণ স্পৃহা দিতে মনিহার!
তোমার হাত ধরে ঘুরবো সৈকত
একসাথে কাটাবো জোৎস্না রাত!
তোমার সাথে মুহূর্ত হবে সোনালি
তোমার গুণ কীর্তন করবো বিলি।
মনে কি ঠাই দেয়া যায় না?
আমার জন্য একটু অনুরাগ হয় না?
ঐ রূপ খানা দেখে খুবই মুগ্ধ
নিতে মরিয়া তোমার দেহের সুগন্ধ!
হও রাজি, এসো বুকে সানন্দে
হারিয়ে যাবো দু’জনে প্রেমানন্দে!
কতকাল থেকে রয়েছি বিষাদে
অজানা কারণে মন শুধু কাঁদে!
তোমায় টের পেয়ে সুখ সুখ লাগে
এত ফুলের মাঝে তুমি সনাক্ত বাগে।
এসো, হাহাকার বহুকাল থেকে
যন্ত্রণা হতে মুুুুুুুুুুুুক্ত করো আমাকে।

উত্তরা, ঢাকা।
০৯.১২.২৫

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৫

সামিয়া বলেছেন: ছন্দে ছন্দে রোমান্টিক কবিতা

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৬

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন

২| ১০ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.