| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দিকভ্রান্ত হয়ে ঘুরি
সাইফুল ইসলাম সাঈফ
কীভাবে থাকো একলা হে অপরূপা?
সব বিষয়ে একা থেকে পিছপা।
দিকভ্রান্ত হয়ে ঘুরি পথিকের মত
প্রতিদিনই নতুন করে বাড়ে হৃদয় ক্ষত!
রাজপুত্র হলে কি ধরতে হাত?
ইচ্ছে খুব তোমার সাথে দেখবো প্রভাত।
সম্পত্তি নাই, নাই আমার কিছু
তবুও আমি চলেনি মিথ্যের পিছু।
তোমায় উপহার দেবো জ্যোৎস্না রাত
তোমার নিখুঁত অনুরাগে হবো কুপোকাত!
তুমি নেই বিধায় সবকিছু বৃথা
যায় দিন যায় জটিল, অযথা।
সুখ পাই না, বিষাদে ভরপুর
প্রখর রোদে পুড়ে যেমন দুপুর।
পদবী নেই আমার অতি উন্নত
তুমি আমার দেখা প্রথম অভিভুত!
তোমার পরশে হয়ে ওঠবো প্রাণবন্ত
তোমায় চাই আমি নির্জনে একান্ত।
তোমার সাথে করতে ইচ্ছে প্রথম সঙ্গম
যা হবে সুখ প্রথম চরম।
হেসে হেসে চলে এসো বুকে
আর জড়িয়ে ধরো প্রিয়, আমাকে।
সুখি হবে এমন ভুলবে না কখনো
প্রশ্ন করে করে আমায় জানো।
ভুল হয় আমার নির্ভুল নই
তবে ধারণ করি সত্য নিশ্চয়ই।
তোমার সাথে করে চলবো পরামর্শ
কারণ তুমি আমার প্রথম অনুভূত হর্ষ!
নিঃসঙ্গ থাকার নেই কোনো স্পৃহা
দূর কর আল্লাহ যন্ত্রণাকর অনীহা।
তুমি দিতে পারো আমায় দিন সোনালি
তুমি দিতে পারো আমায় রাত রুপালি।
জোর করে বলছি তোমায় চাই
নরম স্বরে বলছি তোমায় চাই।
তুমি আর আমি সমমনা
তোমায় দেবো মায়ের দেওয়া গহনা।
খুবই পছন্দ তোমার সাজ আর আবরণ
খাদ্য-শস্য আনবো করে আহরণ।
উত্তরা, ঢাকা।
১৯.১২.২৫
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১১
সাইফুলসাইফসাই বলেছেন: খুশি হলাম ভা্ই অসংখ্য ধন্যবাদ আপনার লেখাও খুব ভালো লাগে কিন্তু কী মন্তব্য করবে ভেবে পাই না!
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতাখানি পড়ে বেশ ভালো লেগেছে।