| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ইতস্তত
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে সরাসরি দেখার
ইচ্ছে হচ্ছিলো খুব
অকস্মাৎ জানতে পারি
তুমি দেখা দেবে লাইভে
তখন হয়েছি ভীষণ খুশি
কারণ তুমি থাকো দূরে
হইনি তোমার সাথে ঘনিষ্ঠ
আবছা আবছা জেনেছি
বার্তা আদান প্রদানের মাধ্যমে
তুমি অহেতুক প্রত্যুত্তর দাও না!
তুমিই ঠিক বেগানা পুরুষের সাথে
কারণ ছাড়া কথা বলা উচিত না!
অপেক্ষা করছিলাম সেই ক্ষণের
তোমাকে দেখেই প্রশান্তি লাগছিলো
পূর্ণতাপ্রাপ্ত এক রমণী, কত সুন্দর!
তুমি ইতস্তত বোধ করছিলে।
মনে হচ্ছিল, চাওয়া পূরণ হলো
আমি নগণ্য, তুমি গণ্য!
তবুও তো তুমি আমার পছন্দ
তুমি আমার হৃদয় আনন্দ!
চারদিকে তোমার গুণের প্রশংসা
পেতে পারি কি একটু ভরসা?
আমি কখনো কারো জন্য ওঁৎ-
পেতে থাকি নি, কিন্তু তোমাকে;
দেখার জন্য খুব ইচ্ছে করে
জানি না, দিনশেষে কী এরপরে…
উত্তরা, ঢাকা।
০৬.০১.২৬
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক আছে গুরু
২|
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৫
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা অনুচ্ছেদ আকারে দিলে ভালো।