| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কাজের অনুমতিপত্র
সাইফুল ইসলাম সাঈফ
কাজের অনুমতিপত্র নিয়ে একবার
চলে যাই আরব ভূমিতে
তখন দেখতাম শুধু স্বপ্ন
বয়স ছিলো বিশ।
হাতের কাজ শিখে যাই
ছিলাম না তাতে দক্ষ।
তাই পড়ে যাই বেকায়দায়
হয়ে গেলাম বেকার সেখানে।
সেথায় ঘুরে ফিরে যায় দিন
হতাশায় ডুবে যায় রঙিন সূর্য
প্রতিমুহূর্ত কাটে বিষণ্ণ, বিষাদে
খালি কী যেন খুঁজে বেড়াই।
একদিন মন ছুটে গেলো
আর থাকব না, বলে দেই না!
ফিরে আসি, বিশাল ভুল, আর
হারিয়ে ফেলি উজ্জ্বল ভবিষ্যত।
অর্থগুলো আমার অর্জিত না
ছিলো ভাইদের কষ্টার্জিত
তাই ঘরে ঠাঁই দিলেও
মনে মনে ছিলো ক্ষোভ।
বিভিন্ন সময় প্রকাশ পেতো-
তাদের আক্ষেপ, আমি শুনতাম।
থেকে গেলে হতোই রোজগার
আর আমি হতাম ধনী।
সম্মান পেতাম, হতাম গন্যমান্য
হতাম প্রিয়, হতো কথা -
আমার মূল্যবান, পেতাম দাম
আর এখন গরিব, মূল্যহীন।
ঐ সুযোগ আর আসে না
আর সারাক্ষণ করি কাঁন্না!
হারিয়ে শেষে বুঝি
বাড়ে না কোনোভাবে রুজি।
উত্তরা, ঢাকা।
০৮.০১.২৬
০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:১১
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ্ ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।