| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ সাজ্জাদ হোসেন
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়াতে কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৮ জন । বেশ কয়েক দিন সিঙ্গেল ডিজিটে থাকার পর আজ আবার ২ ডিজিটের পা দিয়েছে নতুন আক্রান্তের সংখ্যা।
* আজকের নতুন আক্রান্ত ১৮ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৬৩৪ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১০ জন রোগী ।
* আজকের ১০ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৮,৩১৮ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০২ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিটে intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে না কোন রোগীরই।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৯৬.৩০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
২৭ জুন নতুন রোগী ১০ জন।
২৬ জুন নতুন রোগী ০৬ জন।
২৫ জুন নতুন রোগী ৪ জন।
২৪ জুন নতুন রোগী ০৬ জন ।
২৩ জুন নতুন রোগী ০৩ জন।
২২ জুন নতুন রোগী ১৫ জন।
২১ জুন নতুন রোগী ১৬ জন।
২০ জুন নতুন রোগী ২১ জন।
১৯ জুন নতুন রোগী ০৬ জন ।
১৮ জুন নতুন রোগী ১৪ জন।
১৭ জুন নতুন রোগী ১০ জন।
১৬ জুন নতুন রোগী ১১ জন ।
১৫ জুন নতুন রোগী ৪১ জন।
১৪ জুন নতুন রোগী ০৮ জন।
১৩ জুন নতুন রোগী ৪৩ জন।
১২ জুন নতুন রোগী ৩৪ জন
১১ জুন নতুন রোগী ৩১ জন।
১০ জুন নতুন রোগী ০২ জন ।
০৯ জুন নতুন রোগী ০৭ জন।
০৮ জুন নতুন রোগী ০৭ জন।
০৭ জুন নতুন রোগী ১৯ জন।
০৬ জুন নতুন রোগী ২৫ জন।
০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
বাংলাদেশের করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৭৩৮ জন।
একই সময়ে নতুন করে আরো তিন হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
রবিবার দুপুরে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ২৬ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার আজকের খবর আসলে খুব একটা সুবিধার নয়। গতকালের চেয়ে রোগী অনেক বেড়ে গেছে । এভাবে রোগী বাড়তে থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল।
আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
২|
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫
সুপারডুপার বলেছেন: মালয়েশিয়া আল্লাহ সুবহানাতায়ালার এতো রহমত -বরকত পাচ্ছে , কিন্তু বাংলাদেশ কেন পাচ্ছে না?
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান আল্লাহ সুবাহানাতালা সবাইকে হেদায়েত করুন। সবাইকে বরকত দান করুন। আমীন।
৩|
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: বাবাঃ যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না।
রেজাল্ট বের হওয়ার পর…
বাবাঃ কিরে, তোর পরীক্ষার রেজাল্ট কেমন হলো?
ছেলেঃ আমি দুঃখিত রফিক সাহেব!
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো কথা ।
তবে পরীক্ষায় ফেল করা উচিত না ।
পড়াশোনা এমন কোন কঠিন জিনিস না যে ফেল করতে হবে।
৪|
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন:
কবে যে এই করোনা ভাইরাস যাবে কে জানে?
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনা আল্লাহর কোন গজব না।
করোনা আল্লাহর সৈনিক।
আল্লাহ সোবাহানা তায়ালা পাপী বান্দাদেরকে শায়েস্ত করার জন্য এদেরকে সৈনিক হিসাবে পাঠিয়েছেন।
পাপী বান্দারা সব মারা না গেলে সৈন্য প্রত্যাহার করার সম্ভাবনা খুবই কম।
এ ব্যাপারে কোন আলোচনা বা আপোষ মেনে নেয়া হবে না।
৫|
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এটা আনন্দের বিষয় যে মালয়েশিয়াতে গতকয়েকদিন ধরে আর করোক্রান্ত হয়ে মানুষ মরছে না ।
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন করে কোন মানুষ আর মারা যায়নি ।
কিন্তু বিষয় হচ্ছে, নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাচ্ছে।
৬|
২৮ শে জুন, ২০২০ রাত ৮:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া, আমি আমার ব্যক্তিগত ব্লগে কি দিবো না দিবো, সেটাও কি আপনাদের অনুমতি নিয়ে দেয়া লাগবে?
২৮ শে জুন, ২০২০ রাত ৮:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সরি , সরি ।
আমার অনুমতি নিতে হবে কেন?
কিন্তু সামহোয়ার-ইন যে আপনার ব্যক্তিগত ব্লগ এটা কি সৈয়দা গুলশান আরা জানা আপু জানেন?
৭|
২৮ শে জুন, ২০২০ রাত ৮:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আমি প্রথম পাতায় লেখা দেই নাই! আমার নিজের হোমে দিয়েছিলাম!!
আপনার সমস্যা কোন জায়গায়? চোখে না মাথায়??!!
২৮ শে জুন, ২০২০ রাত ৯:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি প্রথম পাতায় দিয়েছিলেন বলেই তো আমি দেখতে পেয়েছি।
নইলে তো আমি দেখতে পেতাম না।
আমি বলার পরে আপনি সরিয়ে নিয়েছেন।
আমার মন্তব্য ডিলিট করে দিয়েছেন।
২/৩ বছর আগের আপনার সাথে আজকের আপনার অনেক পার্থক্য। আগে আপনার ব্যবহার ছিল খুবই চমকপ্রদ ও ভদ্র।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল । ভালো থাকবেন সব সময়।
৮|
২৮ শে জুন, ২০২০ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: মালয়েশিয়ার তো ভালোই খবর। বাংলাদেশের তো হচ্ছে না,![]()
২৮ শে জুন, ২০২০ রাত ৯:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের খবর খুব ভালই হবে আশা করছি।
৯|
২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: উপস্থিত।
মালয়েশিয়া সুন্দর দেশ।
২৮ শে জুন, ২০২০ রাত ১০:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া আসলেই খুব সুন্দর একটি দেশ। দেখে শেষ করা যায় না।
সব চেয়ে ভালো এখানকার রাস্তাঘাট। ইদানিং প্রচুর পরিমাণে ফ্লাইওভারের কাজ চলছে। এইগুলো শেষ হলে পথ ঘাট চিনে গাড়ী চালানো অনেক কষ্টের ব্যাপার হবে। কেননা, একবার পথ ভুল করলে অনেকটা পথ ঘুরতে হবে।
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১০|
২৮ শে জুন, ২০২০ রাত ১০:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: না, আপনার ভুল হচ্ছে কোথাও। আমি এটা প্রথম পাতায় দেইনি। আমি জানি, সামু বাংলাব্লগ এবং ইংরেজি লেখা বেমানান। আপনার যদি মনে হয়, আমি মিথ্যা বলছি, আপনি সেটা ভাবতে পারেন।
আজ থেকে দুই এক বছর আগের কথা বললেন।
তখন স্কুলে পড়তাম, অপরিচিত মানুষের বদমাইশি অনেক সহ্য করেছি সত্যি বলতে। এখন ব্যপারটায় কোন আগ্রহ পাইনা। দেখেন আমাকে ব্লগ লিখতে, কমেন্ট করতে? কারণ ইতিমধ্যেই যথেষ্ট শিক্ষা হয়েছে।
যখন একজন মানুষকে প্রশ্নফাঁস জেনারেশন, পিগমী বা*ছাল, শিবির ইত্যাদি ট্যাগ দেয়া হয়, তখনো একটু আক্ষেপ করবেন, কারণ মানুষ পালটাতে চোখের একটি পলকই যথেষ্ট।
আপনি একজন ভালো মানুষ হিসেবে। সত্যি বলতে টানা ১২ ঘন্টা কম্পিউটারের সামনে বসে একটা করছি। তাই অত্যন্ত ক্লান্ত। তারউপর,
আমার পোস্ট, যেহেতু আমি প্রথমেই নিজের পাতায় দিয়েছিলাম (অত্যন্ত সচেতনভাবে), তাই প্রতিউত্তরে খানিক প্রতিক্রিয়াশীলতা দেখিয়ে ফেলেছি। সবমিলিয়ে আপনাকে আহত করে থাকলে দুঃখিত।
ভালো থাকুন, শুভকামনা।
২৮ শে জুন, ২০২০ রাত ১০:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না। আমি সহজে আহত হই না।
আপনি ভালো থাকুন।
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১১|
২৯ শে জুন, ২০২০ রাত ১২:১৬
নেওয়াজ আলি বলেছেন: খুব ভয়ে আছি দোয়া করবেন। ঢাকা ছেড়ে গ্রামে আসছি । এখন গ্রামেও খারাপ।
২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দোয়া করলাম।
মহান আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে হেফাজত করুন। আমিন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:২০
পদাতিক চৌধুরি বলেছেন:
মালয়েশিয়ার খবর বরাবরই ভালো। ভারত-বাংলাদেশের অবস্থা উদ্বেগজনক হলেও এখন আশার যে ভাইরাস ক্রমশ শক্তি হারাতে চলেছে। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে।
শুভকামনা জানবেন।