নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

<<>।

গরজিয়াস গা্লীব

০>০ ০ ০

গরজিয়াস গা্লীব › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬

দেয়ালটা উচু ছিল, ডিঙ্গাতে পারিনি।
দেয়ালটা খুবই উচু ছিল, ডিঙ্গানোর সাহস করিনি।

দেয়ালটা উচু ছিল, ওপারটা দেখতে পারিনি।
দেয়ালটা মস্ত উচু ছিল, ওপারটা দেখার ইচ্ছাই জাগেনি।

শ্যাওলাধরা দেয়ালে বিষ ছিল,বাস্প ছিল,দীর্ঘশ্বাসের শব্দ ছিল, চিৎকার করে বাঁচবার আর্তনাদ ছিল।
আদিম সে দেয়ালের কোনাটা জুরে বিষাদের বিষবৃক্ষ ছিল; আঁকরে ছিল পুরো অস্তিত্ব জুড়ে।

শুনেছি, দেয়ালের অপর পাশে সফেদ কোন ব্যানার ছিল; তাতে মুক্তির গান ছিল,
মুষ্টিবদ্ধ হাতের প্রতিকৃতি ছিল।
আবার ফিনকি দিয়ে ছুটে যাওয়া রক্তের দাগ,নিরপরাধ ঘিলু আর বুলেটের গর্ত ছিল;
সভ্যতা নামক অমোঘ বর্বরতার স্পষ্ট ছাপ ছিল-আজ ও আছে..

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৮

সুফিয়া বলেছেন: সভ্যতা নামক অমোঘ বর্বরতার স্পষ্ট ছাপ ছিল-আজ ও আছে--

থাকবে চিরকাল। একে নিয়েই আমরা বড়াই করে যাব
জাতিসত্তার ফুলানো বেলুন সামনে রেখে।

ভাল লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১

গরজিয়াস গা্লীব বলেছেন: জাতিসত্তার ফুলানো বেলুন দিয়ে কি হবে ,যদি মানব সত্তা অতৃপ্ত থাকে?
ধন্যবাদ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: দেয়াল টপকাতে না পারলেও ভেঙে ফেলা উচিৎ । অন্তত চেষ্টা করা উচিৎ ।


ভালো থাকবেন :)

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

গরজিয়াস গা্লীব বলেছেন: হয়ত সেটাই হবে শেষ কিংবা সর্বশেষ কোন চেষ্টা। কিটের জীবন নিয়ে বাঁচার চেয়ে ঢের ভাল তা।
ধন্যবাদ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

আমিনুর রহমান বলেছেন:




ভালো লাগা +

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

গরজিয়াস গা্লীব বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

জুরে> জুড়ে হবে।

২য় লাইক।

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

গরজিয়াস গা্লীব বলেছেন: ধন্যবাদ ভাই। বাংলা টাইপিং এ আমার বেশ দুর্বলতা আছে।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬

তন্ময় ফেরদৌস বলেছেন: দেয়ালের ওপারে, এমন কি যেতেও দেয়া হয় নি

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

গরজিয়াস গা্লীব বলেছেন: হা।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭

গরজিয়াস গা্লীব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.