| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর যখন আমার নেত্রদয় প্লাবিত আর ভারি ওষ্ঠাধর পাহাড়সম ভার নিয়ে স্তব্ধ ।
আর যখন আমার পদযুগলের এই ধরা স্পর্শ করতে ভয় পায়।
অচেনা সন্ন্যাসী বেসে এসে, অস্ফুট কোন মন্ত্রে জাগালে আমায়।
আর যখন সূর্যের অতি তীক্ষ্ণ কোন রশ্মি আমার চক্ষুকে বিদীর্ণ করে,আমায় কাঁদায়।
আর যখন মায়াময় একখণ্ড নিস্তব্ধ সবুজ আমার বুকের মাঝখানে খামচে ধরে,রক্তাক্ত করে।
কোমল এক স্পর্শে আসস্থ করলে আমায়।
আর যখন আমি জীবন স্রোতে ভাসমান একখানা কুটো, ডুবন্ত প্রায়।
আর যখন আমি শেষ কোন আলোক বিন্দুর অপেক্ষায় ,মৃতপ্রায়।
কোন এক জাদুর কাঠিতে ছোঁয়ালে আমায়।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০১
গরজিয়াস গা্লীব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।
শুভেচ্ছা রইল