নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

<<>।

গরজিয়াস গা্লীব

০>০ ০ ০

গরজিয়াস গা্লীব › বিস্তারিত পোস্টঃ

মৃতপ্রায় আলোর প্রতি কোন খেদ নেই

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭

আজ মৃতপ্রায় আলোর প্রতি কোন খেদ নেই।
দৈনিক এমন নাটকই চলসে বেশুমার,ফাইভ স্টারে চলে নিরাপত্তা কথন।
নিরাপত্তার নামে চলে কাফনে মোড়ানোর ফন্দি ফিকির।
আজ মৃতপ্রায় আলোর প্রতি কোন খেদ নেই।

ভগিনী আমার, সময় হয়েছে যাবার , তবু বলবনা শুভ বিদায়।
রংধনু মাঝে খুজবনা তোমায়, ঈশ্বরের কোমল হাতে অর্পিত তুমি।
আজ মৃতপ্রায় আলোর প্রতি কোন খেদ নেই।

বোন আমার, সত্যিই আর নিরাপত্তার চিন্তা থাকবে না।
জোছনা আর জোনাকি পাহাড়া বসাবে, ঝিঁঝিঁ গুলো গাইবে শোঁকের গান।
তুমি হবে হাজার বছরের পুরনো সেই বায়ু,কোমল তুষার, মৃদু বর্ষণ।
রংধনু মাঝে খুজবনা তোমায়, আজ মৃতপ্রায় আলোর প্রতি কোন খেদ নেই।

জানি বুট, আর বন্দুকে অপমানিত হবে বিচার।
অনেক বিষাদই স্পষ্ট হবে, তবু ফূরোবেনা তোমার গান।
হবে বুদ্ধিজীবী নামক রূপজীবীদের খদ্দেরের প্রসার ।
তবু রেখো না খেদ ওই মৃতপ্রায় আলোর কাছে।

তবে ভগিনী আমার, যাও ওই সুবর্ণ আকাশ চিরে, নাচ ওই পরীদের সাথে।
হয়ে য়েও সূর্য রশ্মি কারো কপলের পরে।
হয়ে য়েও বৃষ্টি তুমি এই সতেজ ধরায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.