| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শ্রদ্ধেয়া জানা আপ্পি,
আসসালামু আলাইকুম।
প্রথমেই, একটা গল্প বলি। ইউরোপের অন্ধকার যুগের কাহিনী। ক্যারিবিয়ান দ্বীপাঞ্চলে তখন জলদস্যুদের রাজত্ব চলছে। অনেক দিন ধরেই ইংরেজরা কোনক্রমেই পেরে উঠছিল না স্পেনিয়ার্ডদের সাথে। ঠিক সেই সময়ে স্পেনের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান এক ইংরেজ জলদস্যু। তাঁর নাম ছিলো- হেনরি মরগান। তিনি তাঁর বাহিনী নিয়ে স্পেনিয়ার্ডদের ধাওয়া করতে থাকেন সর্বত্র। মরগানের সাফল্য দেখে ক্যারীবিয় অঞ্চলের কমান্ডার করে দেওয়া হয় মরগানকে। তিনি স্পেনিশ জলদস্যুদের ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেন।
এরপরে, ক্যারিবিয় অঞ্চল সংশ্লিষ্ট সাগরে শান্তি ফিরে আসে। সব জলদস্যু আর স্পেনিয়ার্ডরা যখন নিকেশ, এবারে, বন্দী করা হয় মরগানকে। তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর ব্যবস্থা করা হয়। কোন কারণে, ব্রিটিশ রাজের মনে দয়ার উদ্রেক হওয়ায়, মরগানকে ক্ষমা করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, তাঁকে নাইট উপাধি দিয়ে জ্যামাইকার ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হয় বাকি জীবনের জন্যে!
গল্পটা কেন বললাম, জানা আপ্পি?
ব্লগারদের মাঝে সামুতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন ব্লগার সোনাগাজী। বছরের পর বছর ধরে তিনি অনেকবার শাস্তির সম্মুখীন হয়েও ব্লগে টিকে আছেন। তাঁকে অপমান করে তাড়ায় দেওয়ার পরেও তিনি সামু ছেড়ে যাননি।
এমনকি 'জিকোব্লগ'-এর মতো একটি বাগ তাঁকে অপমান করেছে দিনের পর দিন। তবুও, সোনাগাজীকে দমানো যায়নি।
আমি জানি, আমার এই পোস্টে, ব্লগার রাজীব নূর আর ব্লগার মোহাম্মদ গোফরান সমর্থন জানাবেন। আর, কে কে সমর্থন জানান, সেটাও দেখার বিষয়।
আপনি কি আমাদের এই অনুরোধটি একবার ভেবে দেখবেন, প্লিজ?
আপনি ভালো থাকুন নিরন্তর।
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবার জন্যে আইন সমান ভাবে প্রয়োগ করা প্রয়োজন।
ধন্যবাদ নিরন্তর।
২|
০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১০
অগ্নিবাবা বলেছেন: ব্লগে আসার উদ্দেশ্যই হলো ভিন্নমত শোনা, যুক্তি ও তর্ক করা। ব্যক্তিগতভাবে কে ভাত খায় আর কে রুটি খায়—এসব দিয়ে কারই বা কী আসে–যায়?
যুক্তি–তর্কে না পেরে যদি কেউ কাউকে গালি দেয় বা খারাপ কিছু বলে, তাতে এমন কী ক্ষতি হয়? কে ভুল আর কে সঠিক—তা পাঠকরাই দেখে বুঝে নেয় এবং শেখে।
তাই আমি গালি দেওয়ার বিপক্ষে নই।
বরং ব্লগে ব্যানের ওপর ব্যান চাই।
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার মনে হয় গালি দেওয়া উচিৎ নয়।
কিন্তু, কেউ যদি দিয়ে ফেলেনই, পাল্টা গালি দেওয়া যেতে পারে, ইগনোর করার উপায়ো ব্লগে আছে।
তাই, ব্যান কোন সমাধান নয়।
ধন্যবাদ।
৩|
০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৫
নূর আলম হিরণ বলেছেন: ব্লগের নীতিমালা আরো শিথিল করা হোক।
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগের নীতিমালা অনেক শিথিল এখনকার সময়ে।
ধন্যবাদ।
৪|
০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২৪
বাকপ্রবাস বলেছেন: নোংরা ভাবে ব্যাক্তি আক্রমণ করেন
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত।
তবে, বেশিরভাগ ব্লগার তার ব্যান চান কি না তা নিয়ে একটা গণভোট আয়োজন করা যায়।
ধন্যবাদ নিরন্তর।
৫|
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ব্যান মুক্ত হলেই আমি খুশি। তার মডারেটর হওয়ার দরকার নেই।
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্যান মুক্ত হওয়ার প্রয়োজন।
ধন্যবাদ নিরন্তর।
৬|
০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহাকে মডারেটর টিমে নিলে ব্লগে আম্লিগ ছাড়া আর মানুষ থাকবেন; মানুষ সব ব্যন হবে থাকবে শুধু আম্লিগ।
০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!
উনি শেখ হাসিনাকে 'কচ্ছপ' ডেকেছিলেন।
শুভেচ্ছা নিরন্তর।
৭|
০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৮
সৈয়দ কুতুব বলেছেন: উনার এখন বয়স নেই মরডারেটর হওয়ার । আপনি উনাকে নিয়ে সব আজাইরা post করেন । তিনিও আপনাকে এবং নতুন নকিব কে নিয়ে আজাইরা post করেন ।
যেহেতু আপনারা একে অপরকে লাইক করেন না , আপনাদের মিলে না কমেনটস করা থেকে বিরত থাকলেই হয় ।
০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি চির তরুণ। এখনো ফুটবল খেলেন।
ধন্যবাদ নিরন্তর।
৮|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৪
আদিত্য ০১ বলেছেন: উনি অনেক বিজ্ঞ ও বুদ্ধিমান। রাষ্ট্র , পাব্লিক এডমিনিস্ট্রেশন, পররাষ্ট্র নিয়ে ওনার জ্ঞান অনে গভীর। উনি সামুতে ব্লগারদের লেখা ও দেশীয় আন্তর্জাতিক খবর পড়ে খুব সহজসরল ভাষায় সামারি করে বলতে পারেন। যা এই ব্লগে অন্যকেউ লিখেতে পারেন না। সামুর ব্লগ পড়ি ২০১১ থেকে। আমার লিখতে ভালো লাগে না। কমেন্ট করি। কিন্তু চাদ্গাজির ব্লগিং অনেক গভীর জ্ঞানের সামারাইজড লেখা। ওনার লেখায় দেশের রাজনীতি ও ভবিষ্যত বাংলাদেশের অনেক কিছু মিলে যায়। সবচাইতে বড় কথা উনি স্ববিরোধি না। উনি মুক্তিযোদ্ধ আর এতে জামাত শিবির ব্লগারদের মনে দহন যে উনি কেন মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পক্ষে লিখেন
চাদ্গাজীর ব্লগ ছাড়া সামুতে গার্বেজে ভরে যাবে
৯|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩২
আমি নই বলেছেন: চাদগাজী একটা গার্বেজ, ওরে ছারা ব্লগ অনেক বেটার আছে। চাইনা উনি ফিরুক।
১০|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬
ফক্সসেট বলেছেন: উনি আপাতত কিছুদিন বিশ্রামে থাকুক।
১১|
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:২০
আলামিন১০৪ বলেছেন:
ইহা কি আপনি ব্লগে ব্লগে গিয়ে পোস্টাইছিলেন?
১২|
০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৩|
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: বাক স্বাধীনতার সাথে সাথে দায়বদ্ধতারও প্রয়োজন রয়েছে। আপনি অনেক কিছুই বলতে পারেন তবে বলার পর তার কনসিকোয়েন্স ফেইস করার জন্যেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। মানে ধরুন, কাউকে যদি আপনি তার পরিবার নিয়ে গালাগাল করেন, সে যে আপনার গায়ে হাত তুলবে না তার শতভাগ নিশ্চয়তা দেয়া কখনোই সম্ভব নয়। এমন অনেক কথা আছে যা বলার পর, আপনি পৃথিবীর যে কোন দেশে কিছু না করলেও চৌদ্দ শিকের ভেতরে যেতে হতে পারে। মূল কথা হলো, স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয় বরং সচেতনতার সাথে আপনার অধিকারকে প্রয়োগ করার সীমাবদ্ধতাও জানা জরুরী। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগারদের মাঝে সামুতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন ব্লগার সোনাগাজী।
..........................................................................................................
সেজন্য পুরস্কার হলো ব্যান করা ।
যে রাঁধে সে চুলও বাঁধে
যে কাজ বেশী করে
তার সমালোচনাও বেশী হয় ।
তারপরও আইন সবাইকে মানতে হবে
পারস্পরিক শ্রদ্ধা রেখে ব্লগার চলবে , এটাই প্রত্যাশা ।
...........................................................................................................
যে বা যাহারা ক্যাচাল করে বা জোটবদ্ধ ভাবে অংশগ্রহন করে
সবাই সমান দোষী,সুতরাং এর স্হায়ী সমাধান থাকা আবশ্যক ।