নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

উইল করে যাওয়া সম্পত্তি থেকে বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কার

০৯ ই জুলাই, ২০২১ সকাল ১১:০০





১৮৪২ সালে বাবার সন্ধানকৃত ভাগ্য যখন আলফ্রেদকে সুইডেন থেকে রাশিয়ার নিয়ে আসে তখন বয়স ছিল ৯; বাবার রেখে যাওয়া মেকানিকাল কারখানা অভিজ্ঞতা কাজে লাগে ইস্পাত নির্মান কারখানা "বেফোর্স "যা পরে অস্ত্রনিমার্নকারী প্রতিষ্ঠান হয়ে উঠে।

ক্রিমিয়ার যুদ্ধ আলফ্রেদের মাথায় ভূত চাপিয়ে দেয় নতুন কিছু উদ্ভাবনের; খোজ পায় নাইট্রোগ্লিসারিন। গবেষণা চলে ২ বছর ফলাফল বাস্টিং অয়েল যা ছিলো মূলত বিস্ফোরক ; পরে আপগ্রেডেড ভার্সন বের হয় বাস্টিং ক্যাপ" যা নাইট্রোগ্লিসারিনের ট্রিগার হিসেবে কাজ করতো।
নাইট্রোগ্লিসারিন বিস্ফোরনে ভাই মারা গেলেও তিনি তার কাজ করেই যাচ্ছিলেন সুইডেন, জার্মানী ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করে ও বাস্টিং ক্যাপের উন্নতি নিয়ে ভেবে। জার্মানীতে বাস্টিং ক্যাপের কারখানা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেলে তিনি বুঝতে পারেন অন্য এক মিশ্র বিস্ফোরকের উদ্ভাবন।গবেষণার পরে যা ডাইনামাইট নামে বিশ্বে পরিচিতি পায় ;পরিচিতির সুবিধায় বিভিন্ন দেশে কোম্পানি প্রতিষ্ঠা।নোবেল-ডায়নামাইট ট্রাস্ট কোম্পানি লন্ডনে প্রতিষ্ঠার পরের বছর যখন তিনি "ব্যালিসটিট" বিস্ফোরক পাউডার উদ্ভাবন করে তার প্যাটেন্ট নিয়ে ফ্যান্স সরকারের সাথে ঝামেলায় তিনি ইতালিতে চলে আসেন।

তিনি তার ৯৪ভাগ উইল করে যাবার কথা কেন ভাবলেন? তিনি ছিলেন নিঃসঙ্গ,সারাজীবন অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কাটিয়ে দেয়া মানুষটি নিজের ভাইও হারান বিস্ফোরণে,বিস্ফোরনের সহিংসতা উনার চেয়ে কেউ হয়তো ভালো বুঝতো না.....

(চলবে)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৫

কুশন বলেছেন: খুব শ্রীঘই আমাদের প্রধানমন্ত্রী এই পুরস্কার পাবেন ইনশাল্লাহ।

০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৪

শূন্য সারমর্ম বলেছেন: পেলে পুরো দেশ খুশি হবে।

২| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: তথ্য বহুল পোস্ট ।

০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২২

শূন্য সারমর্ম বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৬

শাহ আজিজ বলেছেন: ভাল বিষয় তুলে এনেছেন , চলুক ।

৪| ১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫২

শূন্য সারমর্ম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.