| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাইলাম ইনবক্সে। ওমা! আমারে উল্টা ফুলের ছবি পাঠায়ে বললো
- অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য।
মানুষ আসমান থেকে পড়ে। আমি মহা আসমান থেকে পড়লাম। বললাম
- আমাদের জন্য মানে! মিয়া, আজকে আপনার নিজের বিবাহ বার্ষিকী!
ভাবি ঘুমায়ে ছিলেন। ধাক্কায়ে ভাবিরে ঘুম থেকে তুললেন। বললেন
- অরুণ শুভেচ্ছা জানাইছে
ভাবি নাকি উত্তরে বলছেন
- কিসের শুভেচ্ছা!
বহুক্ষণ কথা বলার পর মোস্তফা ভাইয়ের মনে পড়লো। বিয়ে হইছিলো মার্চের ১১ তারিখ, ১৯৮৮ সালের। এবং আজ মার্চের ১১ তারিখ হয়ে গেছে অলরেডি। সাথে এও মনে পড়লো, বন্যার কারনে বউ উঠাইতে পারেন নাই। প্রায় মাস ছয়েক পর সেপ্টেম্বরের ২৯ তারিখ বউ উঠাইতে হইছিলো।
-০-
মোস্তফা ভাই একটা অদ্ভুৎ মানুষ। নিজের বিবাহের দিনটাই মনে থাকেনা। অথচ তিনি মনে করেন, আমা'র ভিতর লেখালেখি'র অপার সম্ভাবনা লুকিয়ে আছে। যদি কোন দিন লেখক হয়েও যাই। নিঃসন্দেহে বলতে পারবো, একমাত্র মোস্তাফা ভাইয়ের ভালোবাসায়, আগ্রহে, অনুপ্রেরণায়, সুযোগ তৈরী করে দেওয়ায়... মাকাল গাছে আম ফলছে।
©somewhere in net ltd.