নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেঁচে আছি তাই সব থেকে বড় সত্য।

ইসমাইল ইমু

ইমু।

ইসমাইল ইমু › বিস্তারিত পোস্টঃ

চলন্ত মানুষ: জ্বলন্ত সিগারেট

২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৩







গত কয়েকদিন যাবৎ একটি বিষয় আমার সামনে বারবার ঘুরপাক খাচ্ছে। মাঝে মাঝে প্রচন্ড রাগ ও হয়। স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, স্বয়ং গাড়িতে চড়ে দিব্যি সিগারেট টানছে কিছু সভ্য মানুষ। আইনের মাথার পর ভর করে যখন শিক্ষিত কিছু মানুষ এসব কাজ করে, নিজেকে তখন বুঝাতে বড় কষ্ট হয়। এটা কি তারা ভেবে দেখছেন, যে আপনার এই বিশ্রি ধোঁয়া অন্যদের জন্য কতটা বিরক্তিকর। বাসে,অথবা বিভিন্ন পাবলিক প্লেসে মানুষজন যেভাবে দাবানল ছড়াতে থাকে,তার ফলে তিনি নিজের তো বটেই তার আশেপাশের মানুষজনের জীবনকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।নাহয় ধরেই নিলাম তিনি অন্যের কথা ভাবতে ইচ্ছুক না,কিন্তু নিজের স্বাস্থ্যের কথা ভেবেই তো তার সিগারেট ছেড়ে দেয়া দরকার













যেজন্য আমার এ কথামালা, প্রতিদিনকার মতো গতদিন ক্লাস শেষে হলে ফিরছি। হঠাৎ জ্বলন্ত এক সিগারেট আমার হাতে লাগে। আর যাই কোথায়, ব্যথায় কুকড়ে উঠি। মানুষটি একবার সরি ও বলেনি। ইহা হলো নিত্যদিনের একটি অংশ। এভাবে চলন্ত অবস্থায় হাজারো জ্বলন্ত সিগারেট কে পাড়ি দিয়ে সামনে এগোই প্রতিটি মুহুর্ত। কষ্ট লাগে তখনি যখন ভাবি এই সিগারেটের পরিণাম বিষপান ছাড়া আর কিছুই না, যা তাদের কাছে একধরণের মরণ নেশা







প্রিয় ব্লগারবৃন্দ ! প্লিজ প্লিজ, যারা জ্বলন্ত সিগারেটের সাথে জড়িত তাদের প্রতি একান্ত অনুরোধ, আসুন বিষপান থেকে বিরত থাকার চেষ্টা করি এবং পাবলিক প্লেসে জ্বলন্ত সিগারেট থেকে মুক্ত থাকি।









মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৮

রায়হান(তন্ময়) বলেছেন: হুমমম........কঠিন কথা কইসো। পিলাচ দিলাম

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১০

ইসমাইল ইমু বলেছেন: দন্যবাধ ! দন্যবাধ !

২| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৯

নাহিন বলেছেন: সহমত :)

৩| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৮

হাসান মাহবুব বলেছেন: আক্রমনমূলক পুস্ট। রিপুর্টায়িত।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৬

ইসমাইল ইমু বলেছেন: আক্রমনতো করি নাই !!!

৪| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:২৪

ফিরোজ-২ বলেছেন: ছবি গুলো জটিল হইসে।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫০

ইসমাইল ইমু বলেছেন: লোড করে নিয়েছেন তো ??????????

৫| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০২

ঘাসফুল বলেছেন: স্মোকার্স নেভার উইন...

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৯

ইসমাইল ইমু বলেছেন: অনেকে এটাকে আক্রমন হিসেবে নিচ্ছে !!!
কিন্তু আমি পুষ্ট দিয়েছি ভিকটিম হিসেবে + সচেতনতার জন্য !!
ধন্যবাদ !!

৬| ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৫

আবির-হানী বলেছেন: জটিলসসসসসসসসসসসসসস !

৭| ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

নকীবুল বারী বলেছেন: ছাইড়ে দিচ্ছি............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.