নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না।

০২ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৪

মইনুদ্দিন–ফখরুদ্দিন আমার সঙ্গে কথা বলেছে, আমাকে দেশের বাইরে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে। আমি যেতে রাজি হইনি বলে আমার সন্তানদের ওপর যে অত্যাচার হয়েছে, আপনারা দেখেছেন। আমাকে বলা হয়েছিল, আপনি না গেলে মামলা দেওয়া হবে, ছেলেদের ধরে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো বলেছিলেন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রশ্নে তিনি কখনোই আপস করেননি। ভয় বা লোভের কাছে মাথা নত করেননি। এরশাদের সংগেও আপোস করেননি। তিনিই হলেন বেগম খালেদা জিয়া। তিনি আজ জীবন মত্যুর সন্ধিক্ষণে। একদিন সবাইকে যেতে হবে; তিনিও যাবেন আমরাও যাবো কিন্তু রয়ে যাবে কর্মফল। তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সেখানে থাকবেন অনন্তকাল। মহান আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।

খালেদা জিয়া আরো বলেছিলেন, আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। এই দেশই আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কিছু নেই, কোনো ঠিকানাও নেই। আপনাদের ছেড়ে না যাওয়ার কারণেই আমার ছেলেদের ওপর এত নির্যাতন হয়েছে। আমাকে জেলে যেতে হয়েছে, কিন্তু জনগণকে ছেড়ে যাইনি। মইনুদ্দিন–ফখরুদ্দিনের সঙ্গে কোনো আপোসও করিনি।

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলেও পুনরায় কারাবরণ করতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। চিকিৎসার জন্য লন্ডনে যেতে চেয়েছিলেন তারা বলেছিল লন্ডনে গেলে তিনি আর ফিরবেন না। কিন্তু তিনি ফিরেছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরে আসেন। পরে দীর্ঘ তিন বছর কারাগারে থাকতে হয় তাকে। সে সময়ও তাকে নানা প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়। রাজনীতি না করলে বা দেশ ছেড়ে গেলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে না এমন ইঙ্গিতও দেওয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অবস্থাতেই মাথানত করেননি।

আরেক ডাইনি বুড়ি শুধুই পালায়। পালানোই তার কাজ; তিনি পালিয়েই বাঁচতে চান। পার্থক্য এখানেই।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: এতো ত্যাগী এতো ধৈর্য্যশীল
সমগ্রী তিনি দেশপ্রেমীক-
জানাই অজস্র বার লাল স্যালুট!

০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক কঠিন পরীক্ষায় তিনি বারবার উত্তির্ণ হয়েছেন।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪১

একজন নিষ্ঠাবান বলেছেন: তার একটা কথা, আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। বেগম জিয়া পালায় না পালায় ভীরু ও লুটেরার দল।

০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তিনি সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলেন। হাসিনার মতো না।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই মহিলা ভোটের সময় যেভাবে দৌড়ে বেড়াতেন, তা দেখে আমি সব সময়ই অবাক হতাম।

তিনি শেষ পর্যন্ত যে "এই দেশই তার একমাত্র ঠিকানা" কথার উপর বজায় থাকতে পেরেছেন, সেটা আসলেই উনার জন্য গর্বের। আমাদের অন্য কোন নেতারা সেটা প্রমান করতে পারেনি।

০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনি তার কথার ওপর অটল ছিলেন, কথা দিয়েছিলেন রক্ষাও করেছিলেন। দেশ বিক্রি করেননি বিদেশেও পালিয়ে যাননি।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮

একজন নিষ্ঠাবান বলেছেন: হাসিনা ছিলেন টাকা প্রেমিক। হাসিনার ছেলেমেয়ে ভাগনে ভাগনী এবং শেখ পরিবার সবাই বিদেশে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি বিলাশবহুল জীবন যাত্রা সবই ছিল বাংলাদেশে থেকে লুট করা টাকা দিয়ে। তেনার সবাই বিদেশি ইহুদী খ্রিষ্টান বিয়ে করেছে; বাংলাদেশি বা মুসমান তাদের যোগ্য না। রেহান বারবার দেশে আসতো যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে ডলার নিয়ে যেতে, কমিশন গাঁজাখোর জয়ের একাউন্টে জমা হতো। টিউলিপের একাউন্টেও কমিশন জমা হতো।

০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার দেশের প্রতি কোন মায়া ছিলনা। দেশটাকে শেখদের টাকা কামানোর কোম্পানি বানিয়েছিল।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩

রাসেল বলেছেন: বাংলাদেশকে দূর্ণীতিমুক্তকরণে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা কি, দয়া করে খারাপের সাথে আদর্শমানের সাথে তুলনা করুন। সদ্য প্রাক্তন এবং উনার সঙ্গীদের নিয়ে কিছু বলার নাই, যা স্মৃতিতে এখনো তাজা।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন:


পার্থক্য।
খালেদা ভারতের দালালী করেনি হাসিনা ভারতের দালালি করেছে।
খালেদা দেশের জন্য কাজ করেছেন হাসিনা ভারতের জন্য কাজ করেছে।
খালেদা বিদেশে টাকা পয়সা পাচার করেননি হাসিনা বিদেশে টাকা পয়সা পাচার করেছে।
খালেদার জ্ঞাতীগোষ্টি সবাই দেশে হাসিনার জ্ঞাতীগোষ্টি সবাই দেশের বাহিরে শুধু ব্যাগ ভরে ডলার নেওয়ার জন্য দেশে আসে।
খালেদার সময় ব্যাংক লুট হয়নি হাসিনার সময় ব্যাংক লুট হয়েছে।
খালেদার সয়ম শেয়ার বাজার লুট হয়নি হাসিনার সময় শেয়ার বাজার লুট হয়েছে।
খালেদা ভারতকে খুশি করতে জঙ্গী নাটক সাজায়নি হাসিনা ভারতকে খুশি করতে জঙ্গী নাটক সাজিয়েছে।
খালেদা আয়না ঘর বানায়নি হাসিনা আয়না ঘর বানিয়েছে
খালেদা মানুষ গুম করেনি হাসিনা মানুষ গুম করেছে
আরে দেব নাকি এটুকুতেই হবে.......................।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দূর্ণীতি সবমসয় ছিল আছে থাকবে তবে কম ও বেশি। তখন ১০০ টাকা ১০০ জন চুরি করেছিল হাসিনার আমলে ১০০ টাকা ১জন চুরি করেছে।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাদের বিখাউজানি জামাতকে ক্ষমতা দিলে হয়তো দূর্ণীতি থাকবেনা। :)

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খালেদার সংগে হাসিনার তুলনা করা মানে খালেদাকে অপমান করা। খালেদা দেশপ্রেমিক হাসিনা দেশদ্রোহী্।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক কথা বলেছেন।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২১

ধুলো মেঘ বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খালেদার সংগে হাসিনার তুলনা করা মানে খালেদাকে অপমান করা। খালেদা দেশপ্রেমিক হাসিনা দেশদ্রোহী্।

শুধু কি দেশদ্রোহী? একটা ডাইনী, কুচক্রী, লোভী, প্রতিহিংসা পরায়ন সুযোগসন্ধানী শয়তান!

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ আপনি চমৎকার বিশেষণে বিশেষায়িত করেছেন।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আপনার আজাইরা ফালতু, মিথ্যা, বানোয়াট বকবকানি বন্ধ করেন।
অনেক হইছে, এবার থামেন। ভালো হোন।

০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি যা বলেছি কোনটা মিথ্যা বলতে পারলে আমি চিরতরে বকবকানি বন্ধ করবো? বলতে হবে...

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৩

কিরকুট বলেছেন: দেশের আবর্জনা দেশেই থাকা ভালো এতে ভবিষ্যতে সার হিসাবে কাজে লাগবে । বিদেশে গিয়ে না ছড়ানোই ভালো এতে দেশ ও জাতির কুনাম ডেকে আনে ।

০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে দাদা আবর্জনা তো আপনি একেবারে যাকে বর্জ্য বলে সেটা। লক্ষ কোটি মানুষ তার জন্য রাস্তায় নামবে আপনার কথায় একটা কুত্তাও আসবেনা; কারণ কুত্তা জানে আপনি সব আবর্জনা একাই গিলে ফেলবেন কুত্তার জন্য কিছুই রাখবেন না তাই কুত্তাও নেই আপনার সংগে। কি ঠিক বলিনি হা হা হা হাহ......... :D

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৪

কিরকুট বলেছেন: লেখক বলেছেন:


পার্থক্য।
খালেদা ভারতের দালালী করেনি হাসিনা ভারতের দালালি করেছে।
খালেদা দেশের জন্য কাজ করেছেন হাসিনা ভারতের জন্য কাজ করেছে।
খালেদা বিদেশে টাকা পয়সা পাচার করেননি হাসিনা বিদেশে টাকা পয়সা পাচার করেছে।
খালেদার জ্ঞাতীগোষ্টি সবাই দেশে হাসিনার জ্ঞাতীগোষ্টি সবাই দেশের বাহিরে শুধু ব্যাগ ভরে ডলার নেওয়ার জন্য দেশে আসে।
খালেদার সময় ব্যাংক লুট হয়নি হাসিনার সময় ব্যাংক লুট হয়েছে।
খালেদার সয়ম শেয়ার বাজার লুট হয়নি হাসিনার সময় শেয়ার বাজার লুট হয়েছে।
খালেদা ভারতকে খুশি করতে জঙ্গী নাটক সাজায়নি হাসিনা ভারতকে খুশি করতে জঙ্গী নাটক সাজিয়েছে।
খালেদা আয়না ঘর বানায়নি হাসিনা আয়না ঘর বানিয়েছে
খালেদা মানুষ গুম করেনি হাসিনা মানুষ গুম করেছে
আরে দেব নাকি এটুকুতেই হবে.......................।

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

আচ্ছা আপনার বয়স কতো ?

০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে দাদা বয়স দিয়ে কি করবেন? বয়স কোন ফ্যাক্টর না ফ্যাক্টর হলো তথ্য। আমার বয়স শুনলে চিটপটাং হয়ে যাবেন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭

অরণি বলেছেন: সত্যিকারের দেশদরদী বেগম খালেদা জিয়া অপর পক্ষে হাসিনা দেশদ্রোহী পার্থক্য এটাই দুজনের মধ্যে্

০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক বলেছেন।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। দেশের বাহিরে আমার কিছু নেই। এমন কথা একমাত্র খালেদা জিয়া ছাড়া আর কোন নেতাই বলতে পারবেনা।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আরে দাদা আবর্জনা তো আপনি একেবারে যাকে বর্জ্য বলে সেটা। লক্ষ কোটি মানুষ তার জন্য রাস্তায় নামবে আপনার কথায় একটা কুত্তাও আসবেনা; কারণ কুত্তা জানে আপনি সব আবর্জনা একাই গিলে ফেলবেন কুত্তার জন্য কিছুই রাখবেন না তাই কুত্তাও নেই আপনার সংগে। কি ঠিক বলিনি হা হা হা হাহ......... :D


উত্তেজিত হবেন না । দেশের সার দেশেই থাকবে ।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২০০১-২০০৬ শাসনামল দেখেছেন? হাওয়া ভবন নামে কিছু ছিল জানেন? একযুগে ৬৩ জেলায় বোমা হামলা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, '২১ আগস্টের মতো ঘটনা কোন সময়ে ঘটেছে জানেন? নাকি শেখ হাসিনা খারাপ বলে খালেদা জিয়া ভালো? দেশপ্রেমীক বাঙ্গালীর মতো প্রতিবন্ধী দালাল আর ধুলোমেঘের মতো জামায়াতি ছাগলের মূল্যায়নে নাচছেন? এদের কাছে তো বিম্পির শাসনামল স্বর্ণযুগ, একাত্তরে জামায়াত পাকবাহিনীর দালালি করে এদেশে গণহত্যা চালালেও ফেরেশতা।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খালেদা জিয়ার সময় ভালো কিছু হয়েছে কয়েকটা উদাহরণ দেন তো।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পত্রিকার কাটিং রাখি না, তাও এটা সামনে এলো। আরও কিছু সংগ্রহ করে দেব? নাকি দেখেও না দেখার ভান করবেন? দেখলেও বলবেন সব মিথ্যা আর শেখ হাসিনাকে নিয়ে সব সত্য? দালালির একটা সীমারেখা থাকা উচিত না? বিএনপি কী ছিল জেনজিরা না হয় দেখেনি কিন্তু দেশের আর মানুষ দেখেনি? ৩০ এর ওপর যাদের বয়স তারা তো ভালোভাবেই জানে। স্বার্থের দ্বন্দ্বে জামায়াতও অনেককিছু ফাঁস করে দিচ্ছে।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮

রাসেল বলেছেন: লেখক বলেছেন: আপনাদের বিখাউজানি জামাতকে ক্ষমতা দিলে হয়তো দূর্ণীতি থাকবেনা।

আমি কাজ করে খেতে চাই, আশা করি আমার কথা বুঝেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.