| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূচরিতা সেন
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা কর্মি ও আলেমদের ফাসি দিতেও দেখেছি।
জামায়েত ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি একটা সময় লাগেনি।বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত এবং সমালোচিত নাম।
এই দলটিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তীব্র বিতর্ক থাকলেও দেখা যাচ্ছে বাংলাদেশে এখনো তাদের অনেক সমর্থকগোষ্ঠী রয়েছে।
শুধু তাই না হয়ত ফেয়ার ইলেকশন হলে নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
সূচরিতা সেন বলেছেন: না দাদু আমি এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বলছি । বিগত কয়েক যুগ এই দেশের আমজনতা আওয়ামিলিগ আর বিএমপিকেই ক্ষমতায় দেখে এসেছে এবার মানুষের ঘুম ভেঙ্গেছে তাই তারা নতুন কিছু আশা করছে।
২|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০০
আহলান বলেছেন: আমার মতে জামাতের ভোট ব্যাংক বোঝা যাচ্ছে না। তবে বিএনপির নিরব ভোট ব্যাংকে ফাটল ধরেছে, এটা নিশ্চিত। আম্লীগের রেখে যাওয় চাদাবাজি দূর্নীতির আসন এখন বিএনপির দখলে, ক্ষমতায় গেলে তারা যে কি অরাজকতা করবে, তার নমুনা কম বেশী মানুষ এখনই টের পাচ্ছে। সুতরাং মন না চাইলেও অনেকে জামাতকেই ভোট দিতে পারে। দেশের স্বার্থে শেখ সাহেবও ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছিলেন। আমলীগের ভোট বিএনপির ঘরেই পড়বে বেশীর ভাগ। কারণ বিএনপি আসলে ভাগে যোগে চুরি ডাকাতি করা তাদের জন্য সহজ হবে। কারণ এভাবেই এতো কাল খেয়ে আসছে তারা। কেউ কম কেউ বেশী। তাই এই পাতানো ছক থেকে কেউ দূরে যেতে চাইবে না। দ্বিতীয়ত বিএনপিকে উষ্টা মেরে ফেলে দিতে আম্লীগের বেশী সময় লাগবে না। তাই আপাতত বিএনপিকে জড়িয়ে ধরে নিজের অস্তিত্ব বাঁচাবে আমলীগ।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬
সূচরিতা সেন বলেছেন: দাদু আমি আপনার সাথে একমত । যেমন আমাদের পরিবার এক সময় বিমপি আর আওয়ামী করলেও এবার পরিবারের পুরো গ্রুপ
ধরে সবাই জামায়েত ইসলামকেই ভোট দিবে।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি সরকারী চাকুরী করি। তারা আমাকে তাদের দলীয় কাজ করতে বলছে। তারা বেশ আগ্রসী। দেখা যাক কি হয়?
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১২
সূচরিতা সেন বলেছেন: আমাদের অনেকের অনেক ধরনের ধারনা তবে সময় বলে দিবে । আর হ্যা সমিকরন বলছে ভোটে ঝুলি জামায়েতের দিকে।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০২
জেন একাত্তর বলেছেন:
১৯৭১ সালে নোয়াখালী ও চট্টগ্রামের হাজার হাজার মেয়েকে শিবিরের রাজাকারেরা রাতে ঘর থেকে তুলে নিয়ে পাকী সৈন্যদের হাতে তুলে দিতো; ওদের কেহকে আপনার ভোটটা দিতে পারেন।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৫
সূচরিতা সেন বলেছেন: কাকু ১৯৭১ আর ২০২৫ এক না এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত ।
৫|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০২
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: না দাদু আমি এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বলছি । জামাত ইব্লিশের চাইতেও খারাপ যদিও এখন জামাতই ক্ষমতায়। ইউনুস একটা পাপেট। বিএনপি শায়েস্তা করবে। জামাতের সাথে বিএনপি পারবে না। আর জামাত নির্বাচনে ভোট চোরি থেকে শুরু সবকিছুই করবে নইলে জিততে পারবে না। জামাত সবসময় আসন পায় সর্বোচ্চ ৮/১০টা তাও বেশিই বল্লাম। জামাত বিএনপি পাছায় কইস্যা একটা লাত্থি দিবে
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৮
সূচরিতা সেন বলেছেন: দেখা যাক বেশি বাড়লে দেশের জনগন আওয়ামীর মতো তাদেরকেও বিতারিত করবে ।সময় বলে দিবে কখন কোন পদখেপ
নিতে হবে ।
৬|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত :

০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০
সূচরিতা সেন বলেছেন: দেখতে থাকেন সামনে কি হয় । ![]()
৭|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৫
কলাবাগান১ বলেছেন: স্বাধীনতার বিরোধী শক্তি জীবনেও ৫-১০% এর বেশী ভোট পায় না....১৯৭০ সনেও রাজাকার রা ছিল ২৫% এর ও বেশী...।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২২
সূচরিতা সেন বলেছেন: দাদু ৭১ আর ২৫ এক না । দিন বদলে গেছে কারন ডিজিট্যাল যুগ এখন ।পাসা উল্টে গেছে । ![]()
৮|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৪
জেন একাত্তর বলেছেন:
লেখক বলেছেন: কাকু ১৯৭১ আর ২০২৫ এক না এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত ।
-ঠিক আছে কাকু; আপনি বলছেন যে, আপনার মাথা আছে; আপনার যখন মাথা আছে, আপনি ব্যাপারটা বুঝেন!!!
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৯
সূচরিতা সেন বলেছেন: আমি চুনাপুতি আমার তেমন মাথা কোথায় ।
৯|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩০
জেন একাত্তর বলেছেন:
দেখি, আমেরিকান দুতাবাস ও আমাদের মিলিটারী কাকে জিতায়।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৮
সূচরিতা সেন বলেছেন: হুম এখন সেটাই দেখার বিষয়।
১০|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩২
আঁধারের যুবরাজ বলেছেন: এই দলটিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তীব্র বিতর্ক থাকলেও দেখা যাচ্ছে বাংলাদেশে এখনো তাদের অনেক সমর্থকগোষ্ঠী রয়েছে।
- একাত্তরের কিছু পাকি বীর্য রয়ে গিয়েছিলো ,সেগুলির কিছু উত্তরপুরুষ পাকি প্রেম থেকে জামাত জামাত করে। আমার ছাত্র জীবনে ,মিরপুরে কোনো জামাতের লোক,সেই পরিচয় দিতে সাহস পেতো না। পথে ঘাটে মাইর খেত,রাজশাহী , চট্টগ্রামের কিছু এলাকা ছাড়া ওদের সক্রিয় তৎপরতা দেখা যেত না ,সকল কার্যক্রম চালাতো গোপনে।
আমাদের সময় ছাত্র শিবির ,খুর এবং রগকাটা শব্দগুলি ছিল সমার্থক !
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
সূচরিতা সেন বলেছেন: ৭১এর দৃশ্যপট সব ধংস করে দিছে বিগত সরকারি দলগুলো । মুলা ঝুলিয়ে দেশের জনগনের মাথা আইওয়াস করছে,জনগনের
বিশ্বাস ভেঙ্গে ফেলছে বিমপি আর আওয়ামী লোকজন।
১১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৫
মাথা পাগলা বলেছেন: নিরপেক্ষ, সঠিক নির্বাচন (যদিও হবে না) হলে আমার ধারনা জামাতের সিট আরও কমবে।
জামাত ক্ষমতায় আসলে ৯০ দশকের ফর্মূলা কাজে লাগিয়ে ৬ মাসের মধ্যে লীগও দেশে ফিরবে।
১২|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬
আহা রুবন বলেছেন: এখন তো বিএনপি সমর্থিত, সেনা পাহারায় জামাত সরকারই ক্ষমতায় রয়েছে। নতুন করে আর কী আসবে?
১৩|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৩
কামাল১৮ বলেছেন: ব্লগ্ নিয়মিত থাকুন।
১৪|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:০৩
শ্রাবণধারা বলেছেন: আরে, আপনি দেখি চাঁদগাজীর জামাতি ভার্সন! ব্লগে আপনার মতো একজনের অভাব ছিল এতদিন!
চাঁদগাজীর হাগুমুতু পোস্ট দেখতে দেখতে আমরা হয়রান। আশা করি এখন থেকে রাজাকারের বিষ্টা-মাখা পোস্ট দিয়ে ব্লগে ভারসাম্য আনবেন। হাগুমুতু পোস্টের কাটতি ভালো।
বাই দ্যা ওয়ে, যার ছবি দিয়ে ভুল বানানে নিজের প্রোফাইল খুলেছেন এবং কাকে জানি আবার সাপের মত হৃদয় অর্পন করেছেন, সেই নায়িকা কিন্তু মুক্তিযুদ্ধের ঘোর সমর্থক ছিলেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫১
আদিত্য ০১ বলেছেন: আহারে নায়িকা মনে হয়ে খাম্বার জারেক তিয়ার কাছে থেকে বিকাশ বেসি পায় নাই। এখন শফিক্যার কাছ থেকে ভালো ক্যাশ পাচ্ছে নইলে দুদিনের মধ্যে জাশির চাটা শুরু করে দিছে