নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

৪২ বছর আগে, বড় লাঠি হাতে শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশ!

১৭ ই মে, ২০২২ রাত ১০:৪৩



আজকে শেখ হাসিনাকে নিয়ে আমরা আর বড় স্বপ্ন দেখছি না, সময় চলে গেছে, সামনে অনিশ্চয়তা। কিন্তু ১৯৮১ সালের ১৭ই মে ছিলো বিরাট আশা ও ভয়ের দিন; প্রায় ৬ বছর প্রবাসে থাকার পর, জে: জিয়ার বাংলাদেশে ফিরছিলেন শেখ হাসিনা; যেই মিলিটারী শেখ সাহেবকে হত্যা করেছিলো, সেই মিলিটারীর 'গণতান্ত্রিক' দেশে আসছেন শেখ হাসিনা, কি হবে কেহ জানতো না!

তবে, এটা ঠিক যে, শেখের যেই মেয়ে ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে, জার্মানীতে বাংলাদশের রাষ্ট্রদুতের বাসায়, অসহায় হয়ে অঝোরে কাঁদছিলো, এটা সেই শেখ হাসিনা নন, এই হাসিনার হাতে ছিলো বিরাট লাঠি। উনি জেনেশুনেই দেশে ফিরছিলেন, যেখানে উনার বাবার হত্যাকারীরা দেশ চালাচ্ছিলো। তিনি এলেন, মিলিটারী-বিরোধীরা আশা করার শুরু করলো, বরফ গলা শুরু হবে, কিংবা শেখের শেষ চিহ্নও মুছে যাবে।

দেশবাসীর ভাগ্য ভালো, শেখ হাসিনা কিছু করার আগেই মিলিটারী নিজেদের মাঝে কিছুটা বুঝাপড়া করে নিয়েছিলো; মুল নায়ক অপসারিত।

শেখ হাসিনা কোন সাহসে বর্ডার দিয়ে ভেতরে এলেন, কে ছিলো পেছনে? পেছনে ছিলেন বিশাল এক শক্তি, ইন্দিরা গান্ধী। ততকালীন সরকারের সর্বোচ্চ ক্ষমতার সাথে শেখ হাসিনার নিজ দেশের ফেরার ব্যাাপারে নিশ্চয় ইন্দিরা গান্ধীর আলাপ হয়েছিলো; সেটা নিশ্চয় সোজা কিছু ছিলো না।

৪২ বছর পর, আজকে দিনটির গুরুত্ব কিছুটা কমে এসেছে মানুষের কাছে; কিন্তু শেখ হাসিনার নিজের কাছে দিনটি এখনো ভয়ংকর এক দু:সাহসের দিন; মিলিটারী-সরকার বিরোধীদের জন্যও ইহা একটি ঐতিহাসিক দিন।



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২২ রাত ১০:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সর্বশক্তিমান শেখ হাসিনা।
গ্রেড শেখ হাসিনা।

১৭ ই মে, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



সময় লেগেছে, তবে উনার ভয়ে সবাই কেঁপেছিলো।

২| ১৭ ই মে, ২০২২ রাত ১১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: ইন্দিরা গান্ধী বাংগালীদের জন্য অনেক করেছেন।

১৭ ই মে, ২০২২ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



উনি চেষ্টা করেছেন, বাংগালীরা ইহার মুল্য বুঝতে পারেনি।

৩| ১৮ ই মে, ২০২২ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা দেশে এসেই কিন্তু লড়াইয়ে নেমেছিলেন। এবং তিনি লড়াইয়ে জিতে ছিলেন।

১৮ ই মে, ২০২২ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



এখন দেখা যাচ্ছে, উনি শুধু নিজের জন্য, উনার ১৪ গোষ্ঠীর জন্য ও ব্যুরোক্রেটদের জন্য লড়েছেন, জাতির সাধারণ মানুষের জন্য লড়েননি।

৪| ১৮ ই মে, ২০২২ রাত ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে লাঠি এখনো তার হাতে আছে!

১৮ ই মে, ২০২২ ভোর ৪:৩২

সোনাগাজী বলেছেন:



বাংগালী ব্যুরপক্রেটদের ইবলিসও ভয় করে, গুরু ডাকে; ওরা শেখ হাসিনাকে "আপা সব জানেন" বলে, আপার লাঠিটা নিয়ে গেছে, উনাকে বেগম জিয়ায় পরিণত করেছে।

৫| ১৮ ই মে, ২০২২ সকাল ১১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


পার্টি ছাড়া বর্তমানে কারও সাহায্য নিয়ে দেশের ক্ষমতায় আসা সম্ভব?

১৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



না, সম্ভব নয়।

৬| ১৮ ই মে, ২০২২ সকাল ১১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

পার্টির সভাপতি হয়ে দেশে না ঢুকলে হাসিনাকে বর্তমান রুপে দেখা যেতো???

১৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনাকে দলের সভাপতি বানানো হয়েছিলো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে। সভাপতি না'হয়ে দেশে এলে সমস্যা হতো, উনি নিজের গুণে সামনে আসতে পারতেন না।

৭| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:০৯

রায়হান চৌঃ বলেছেন: ও ভাই....... ১ং কমেন্ট যদি কোন মুসলিম করে থাকেন তবে কমেন্ট টা ঠিক করে নিন

১৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



১নং কমেন্ট ঠিক আছে।

৮| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এখন দেখা যাচ্ছে, উনি শুধু নিজের জন্য, উনার ১৪ গোষ্ঠীর জন্য ও ব্যুরোক্রেটদের জন্য লড়েছেন, জাতির সাধারণ মানুষের জন্য লড়েননি।

জাতির জন্য করেছেন, মেট্রোরেল। পদ্মাসেতু। নতুন নতুন রাস্তা। ফ্লাইওভার। সরকারী অফিস গুলো আধুনিক করেছেন। সুযোগ সুবিধা বেতন বাড়িয়েছেন। আরো অনেক কিছু। এগুলো এডিয়ে যাওয়া অন্যায় হবে।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:




জাতির জন্য দরকার ছিলো: (১) ফ্রি শিক্ষা (২) চাকুরী সৃষ্টি (৩) চাষীদের জন্য সমবায় খামার (৪) সবার জন্য থাকার ব্যবস্হা (৫) সমবায় হাসপাতাল।

উনি ইহাকে পাকিস্তান ও নাইজেরিয়ার মডেলে চালাচ্ছেন।

৯| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৭

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: এখন দেখা যাচ্ছে, উনি শুধু নিজের জন্য, উনার ১৪ গোষ্ঠীর জন্য ও ব্যুরোক্রেটদের জন্য লড়েছেন, জাতির সাধারণ মানুষের জন্য লড়েননি। এটা শুধু শেখ হাসিনা নয় অন্য দলগুলো একই কায়দা দেশ চালিয়ে আছে। এটা সাধারণ মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। সবচেয়ে বড় আফসোস হচ্ছে সাধারণ মানুষের কেউ নাই।

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



অন্যগুলো আসলে রাজনোইতিক দল নয়, ওগুলো দুষ্টদের দল।

১০| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এক দুঃসাহসিক অভিযান ছিল সেটা। শেখ হাসিনা উতরে গেছেন।

১৯ শে মে, ২০২২ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার ফিরে আসার দরকার ছিলো, উনি সাহস করে ফিরে এসেছিলেন; এটা বিশাল ঘটনা।

১১| ১৯ শে মে, ২০২২ বিকাল ৪:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপার লাঠি ঠিকই আছে
তবে যথাযথ প্রয়োগ নেই।

১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যখন এসেছিলেন, বিএনপি বুঝতে পারেনি, কে এসেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.