নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার সামনে ১ ভয়ংকর নির্বাচন

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৭



আসছে নভেম্বরে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন; আমেরিকার ইতিহাসে ইহা হতে পারে এক ভয়ংকর নির্বাচন। ট্রাম্প নিয়ন্ত্রিত "রিপাবলিকান ন্যাশনাল কমিটি" ঘোষণা দিয়েছে যে,আগামী নির্বাচনের ফলফল নিয়ে তারা "ডিফেনসিভ" পদক্ষেপ নিবে না, "ওপেনসিভ" পদক্ষেপ নিবে; মনোভাব আফ্রিকানদের কাছাকাছি। "ওপেনসিভের" কারণে কিছু কিছু এলাকায় গৃহযুদ্ধ লেগে যেতে পারে।

প্রাইমারী ভোটে, ২ দলের প্রার্থী হওয়ার জন্য বাইডেন ও ট্রাম্প দরকারী পরিমাণ ডেলিগেইট পেয়ে গেছে। জরীপে ট্রাম্প এগিয়ে আছে। নিজের দলে ট্রাম্প'এর বিপুল সমর্থন, প্রাইমারীতে তার নিকটবর্তী প্রার্থী, নিকি হিলি ৪৪ জন ডেলিগেইট পেয়েছিলো, যখন ট্রাম্প প্রয়োজনীয় সংখ্যা ১২১৫ জনের বেশী পেয়ে গেছে।

ট্রাম্প এখন ৩য় বিশ্বের লোকজনের মতো, নিজ সাপোর্টারদের সাহায্যে রিপাবলোকান দলের ন্যাশনাল কমিটিকে বদলিয়ে দিয়েছে; কমিটির ভাইস চেয়ারম্যানের পদে দিয়েছে নিজের ছেলের বউকে! এটা কেন করলো? কমিটির হাতে স্পেশাল ক্ষমতা আছে: জাতী ও দলের প্রয়োজনে কমিটি প্রাইমারীতে বিজয়ীকে বাদ নিয়ে অন্য কাউকে মুল ভোটে প্রার্থী করতে পারে; এই কারণে সে কমিটি দখল করেছে।

গত ভোটে (২০২০ ) সে ভোটের ফলাফল মেনে নেয়নি, বলেছিলো যে, জাল ভোট আছে; বিবিধ রাজ্যের কন্ত্রোলারদেরকে তার ভোটের পরিমাণ বাড়িয়ে দিতে বলেছিলো; সেটা ঘটেনি। এরপর, সে ভাইস-প্রেসিডেন্টকে অর্ডার দিয়েছিলো, বাইডেনের জয়ী কোন রাজ্যের "ইলেকটোরেল কলেজ" ডেলেগেইটদের ডিসমিস করে, গভর্ণরকে এককভাবে ভোট দেয়ানোর ব্যবস্হা করাতে; এতে সে জয়ী হতে পারতো।

ভাইস-প্রেসিডেন্ট তা না'করাতে ট্রাম্প কৌশলে তার সমবেত সাপোর্টারদের কংগ্রেস আক্রমণে ডাকে। এতে কংগ্রের কাজকর্ম স্হগিত ছিলো ৪/৫ ঘন্টা। যারা কংগ্রেস ভবন আক্রমণ করেছিলো, তাদের থেকে১২০০ মানুষের জেল হয়েছে।

এবার তার লোকজন আমেরিকাকে আফ্রিকা বানাবে, বলছে, "ফলাফল নিয়ে তারা "ডিফেনসিভ" পদক্ষেপ নিবে না, "ওপেনসিভ" পদক্ষেপ নিবে"।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: তাও তাদের দেশে নির্বাচন টা হয়। আমাদের দেশে চলে নির্বাচন এর নামে অর্থের অপচয়।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:




রেসিজমের এমন শক্তি, একা ট্রামপ আমেরিকাকে বদলায়ে দিচ্ছে।

২| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এবারের নির্বাচনে যে যাই বলুক ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউজে ফিরে আসবেন ।
আমার কাছে অন্তত তাই মনে হয় ।
কেননা বর্তমান প্রেসিডেন্ট জো বাই ডেন সবকিছু লেজে গোবরে করে ফেলেছেন।
আফসোস!!

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:


জো ভালো করেনি, বয়সও বেশী। ট্রাম্প আমেরিকার জন্য ভালো করবে, বিশ্বে কি হচ্ছে, সে খবর নিবে না।

৩| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের নির্বাচনে এবার বড় রাজনৈতিক দল বলে দাবিদার বেশ কয়েকটা পার্টি নির্বাচনে যায়নি ।
তারা বলেছে তারা নির্বাচন বর্জন করেও জয় লাভ করেছে ।
নির্বাচন বর্জন করার ফলে তারা বলছে তাঁদেরই জয় হয়েছে ।
এই জয় দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছে কে জানে!

যারা নির্বাচনে কোন প্রার্থীই দিল না তারা কিভাবে জয়লাভ করল?

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:


বিএনপি-জামাত রাজনৈতিক দল নয়, এরা ডকাতের দল।

এখন আওয়ামী লীগও লাঠিয়াল বাহিনী।

৪| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি ট্রাম্পই আমেরিকার জন্য প্রয়োজন। ইলিগ্যাল লোকজনের জন্য রাস্তায় হাটা মুশকিল হয়ে গেছে। এগুলো বিহিত করা প্রয়োজন। বাইডেন বা কমলা বিবি দিয়ে আমেরিকা চালানো ভুল সিদ্ধান্ত ছিলো। ফলাফল লক্ষ লক্ষ অবৈধ লোকজনের প্রবেশ। অপরাধীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বিগত কয়েক বছরে। ঘরোয়া রাজনীতিতে তার চেয়ে ভালো কাউকে (ডি স্যান্টিস পারহ্যাপস) আপাতত আর নজরে পড়ছে না। ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার অপশাসনের কারণে মানুষ আমেরিকা মুখী হয়ে গেছে; ট্রাম্প আমেরিকার জন্য ভালো করবে; কিন্তু বিশ্ব নিয়ে ১ মিনিট ভাববে না, কাউকে ১ ডলার দিবে না।

৫| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৩:৩৭

কামাল১৮ বলেছেন: আমেরিকার নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগের মতো আর আগ্রহ নাই।দুই জনের শাসনই বিশ্ববাসী দেখেছে।

১৫ ই মার্চ, ২০২৪ ভোর ৪:২০

সোনাগাজী বলেছেন:


বিশ্ববাসী বলতে যদি বাংলাদেশ, সুদান ও ইয়েমেনকে বুঝান, তা'হলে ঠিক আছে! চীনের দরকার আছে, কানাডা ও জাপানের দরকার আছে আমেরিকান প্রেসিডেন্ট।

৬| ১৫ ই মার্চ, ২০২৪ ভোর ৬:১৯

কামাল১৮ বলেছেন: চীন,কানাডা ও জাপান কি প্রভাব খাটিয়ে তাদের পছন্দ মতো প্রেসিডেন্ট করতে পারবে।তাছাড়া এই তিন দেশের পছন্দের লোক কি একই ব্যক্তি।যে নির্বাচিত হবে তাঁকেই সবাই মেনে নিবে।সে পছন্দের হোক বা না হোক।

১৫ ই মার্চ, ২০২৪ সকাল ৭:০৯

সোনাগাজী বলেছেন:



বিশ্বের বড় ক্যাপিটেলিষ্ট দেশগুলোর সরকারকে আমেরিকার সাথে বাস করতে হয়; যে নির্বাচিত হবে, তারা উহাকে নিয়ে চলবে।

৭| ১৫ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৮

কথামৃত বলেছেন: ধর্ষণের অভিযোগে ট্রাম্পকে জরিমানা করা হয়েছে। আমার প্রশ্ন একজন ধর্ষণকারী প্রেসিডেন্ট হবে?

১৫ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



হওয়ার সম্ভাবনা ৫১%; সে উহা অস্বীকার করে আসছে সব সময়।

৮| ১৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আমেরিকা সভ্য দেশ। আমাদের মতো ওদের দেশে খুনাখুনি হবে না। ভোট কারচুপি হবে না। বিনা ভতে কেউ ক্ষমতা পাবে না।

১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



দেশের মানুষের মাঝে বিভেদের সৃষ্টি হবে।

৯| ১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


ট্রাম্পই আমেরিকা,আমেরিকাই। ট্রাম্প।

১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প সাদা আমেরিকা।

১০| ১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকা কে আমি পাগলের দেশ বলি ।
...................................................................
মুখে যা বলে বাস্তবে তা করেনা ।
আর বিশ্বে যুদ্ধ লাগায়ে মোড়লীপনা করে,
তাতে ফিলিস্তিনের মতো ৩১০০০ হাজার মানুষ মারা
গেলেও কিছু আসে যায় না ।

১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনে যুদ্ধ কি আমেরিকা লাগায়েছে? ২০১৪ সালে, হামাসের কারণে ইসরায়েল গাজা আক্রমণ করেছিলো, তারা সেটা কিভাবে মনে রাখলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.