নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মহাজাগতিক চিন্তা লজিক নিয়ে কাজ করেন।

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৯



আমাদের ১৯ কোটী মানুষের মাঝে কত কোটী লোকজন হামাসের পক্ষে? এরা কেন বুঝতে পারেন না যে, ইডিয়ট হামাস নেতানিয়াহুকে সুযোগ করে দিয়ে ফিলিস্তিনীদের হত্যা করতে, অন্য কিছু নয়। ফিলিস্তিনের ভুমি ফেরত পাবার জন্য নীরিহ ৩২,০০০ মানুষকে মাত্র ১৬১ দিনে, এইভাবে প্রাণ দেয়ার দরকার ছিলো না, দেড় লাখ মানুষকে পংগু হওয়ার দরকার ছিলো না। এদের মাঝে ২৪,০০০ হচ্ছে নারী ও শিশু; হামাস নেই বললেই চলে। হামাস মানুষের সাথে মিশে পালিয়ে বেড়াচ্ছে; সামনের দিনগুলোতে আরো কত হাজারকে প্রাণ দিতে হবে?

আপনি কোন কারণে কি বিশ্বাস করেন যে, ফেরেশতারা মানুষের হয়ে যুদ্ধ করে? একমাত্র বোকা ও ঠক ব্যতিত কেহ এই ধরণের গল্প করার কথা? আপনি কি বিশ্বাস করবেন যে, রাম-রাবনের যুদ্ধে হনুমান আকাশে উড়ছিলো? তা'হলে, আমাদের মানুষেরা কেন বিশ্বাস করবে যে, ফেরেশতারা হামাস বা কারো হয়ে যুদ্ধ করতে পারে!

৮ই অক্টোবর ১টি পোষ্টে আমি বলেছিলাম যে, গাজাকে মুছে দিবে ইসরায়েলীরা; উহা ঘটেছে; আকাশ থেকে তা করা হয়েছে, যুদ্ধ বিমান থেকে, কোন ফেরেশতা তা করেনি ইসরায়েলের হয়ে, ইসরায়েলী যোদ্ধারা তা করেছে। ইসরায়েলীরা আব্রাহামিক ধর্মের ১ম গ্রুপ; তারা কি ফেরেশতাদের কথা বলছে: ফেরেশতার জন্য অপেক্ষা করছে?

১৯৭১ সালে ফেরেশতারা বাংগালীদের বা পাকিস্তানীদের পক্ষে যুদ্ধ করেছিলো? আমদের মুক্তিবাহিনী যুদ্ধ করেছিলেন, তাঁরাই প্রাণ দিয়েছেন; আমরা যদি ফেরেশতাদের জন্য অপক্ষা করে বসে থাকতাম, আজকে আমরা পাকীদের অধীনে দাসের মত বাস করতাম।

ব্লগার মহাজাগতিক চিন্তা কম্প্যুটারের কোন একটা বিষয়ে ট্রেনিং দেন, তিনি লজিকের মানুষ; উনি যদি এসব রূপকথা বলে বেড়ান, বাকীদের অবস্হা কি?


মন্তব্য ৫১ টি রেটিং +১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে জিহাদ ছাড়া অন্য কোন যুদ্ধে আল্লাহ ফেরেস্তা পাঠান না।

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



হামাস তো যুদ্ধ করছে না, ওরা জ্বিহাদ করছে; যুদ্ধ করছে ইসরায়েল।

২| ১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফেরেশতা ঈমানের অংশ। তারা ন্যায়ের পক্ষে যুদ্ধ করে, তবে তাতে কতগুলো শর্ত ঠিকঠাক থাকতে হয়। হামাসের ক্ষেত্রে সে শর্ত ঠিকঠাক না থাকায় ফেরেশতার হামাসের পক্ষে যুদ্ধ করার কথা নয়। আমাদের যুদ্ধে ফেরেশতা না আসলেও ভারত আমাদের পক্ষে যুদ্ধ করতে এসেছে। হামাসের পক্ষে লজিক ও কোরআন কিছুই নাই। তারা একটা অহেতুক যুদ্ধ শুরু করে ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



হামাস ১৯৯৩ সালের চুক্তি কার্যকরী করতে দেয়নি ইয়াসির আরাফাতকে; উহা কার্যকরী করলে ২০০ সালের আগেই ফিলিস্তিন ভুমি ফেরত পেতো।
আপনি লজিক নিয়ে ( কম্প্যুটার ) কাজ করেন, বুঝুন; সেখানে অলৌকিক কিছু নেই।

৩| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলামের কাজ মনে করে মুমিনরা অনেক অকাজ করে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে আমি তাদেরকে সেটাই বুঝানোর চেষ্টা করছি, আপনি হয়ত বিষয়টা সেভাবে ধরতে পারেননি।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:




আমি আপনার অনেক কথাই বুঝতে পারি না, ধরতে পারি না। বিশ্বের ৫০টি দেশের বেশীরভাগ মানুষ অলৌকিকতায় বিশ্বাস করে; ওরা সবাই ভয়ংকর কষ্টে জীবন যাপন করছে।

৪| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: মানুষ যৌক্তিক ভাবে চিন্তা করলে ধান্দাবাজেরা না খেয়ে মারা যাইতো।

তখন পানিপড়া বিক্রি হইতো না, মাজারে, পীরের দরবারে কেউই টাকা পয়সা দিতোনা। ........

যারা অলৌকিকতায় বিশ্বাস করে তারা যৌক্তিক ভাবনা ভাবেনা।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



মুসলমানদের সংস্কৃতিতে ভুল ধারণা প্রবেশ করে, উহা মানুষের জীবনের উপর প্রভাব রেখে চলেছে; ফলাফল ভয়ংকর, ৫০টি জা্তি অকারণে ভুগছে।

৫| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

কথামৃত বলেছেন: ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে রাত ১১টায় নিজ রুমে নামায পড়ার অপরাধে দক্ষিণ আফ্রিকার দু’জন এবং আফগানিস্তান, উজবেকিস্তান ও শ্রীলঙ্কার এক শিক্ষার্থী হামলায় আহত হন।’ একজনের অবস্থা গুরতর

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:


মুখ্যমন্ত্রী মোদী নিজেই গুজরাটে দাংগা লাগিয়ে ১২ শত মানুষকে হত্যা করেছে; এখন মোদী প্রমশান পেয়েছে; মুলমানদের তা বুঝতে হবে; না'বুঝলে প্রাণ যাবে।

৬| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: মুসলমানদের সংস্কৃতিতে ভুল ধারণা প্রবেশ করে

- বিপুল সংখ্যক বাঙালি মুসলমান "উসিলাতে" বিশ্বাস করে। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের কারণে তারা তথাকথিত "পীরদের" পদতলে সব কিছু বিসর্জন দিয়ে নিজের এবং পরিবারের জীবন নষ্ট করে ফেলে ।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:


আমাদের দেশের ভুল ও দুর্বল সংস্কৃতির কারণে, আমাদের পড়ালেখা গাধা বিদ্যালয়ের লেভেলে এসে গেছে। ব্যুরোক্রেটরা এই সুযোগ নিয়ে মানুষকে দাসে পরিণত করেছে।

৭| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




উনি একটা ঘোরের মধ্যে আছেন।
কোন উন্নত মানের চিন্তা ভাবনা করার সময় নেই।
আফসোস!

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



তবে, তিনি লজিক্যাল বিষয় পড়ায়ে জীবিকা অর্জন করেন।

৮| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তাহেরি হুজুরের ওয়াজে এরকম শত শত হাজারে হাজার ফেরেশতা এসে অংশ নেয় বলে এক জন আমাকে বললো।
২০১৩ সালে হেফাজতের ভাঙচুরের সময়ও নাকি হাজার হাজার ফেরেশতা এসেছিল।

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:


দেশের অবস্হা দেখলে বুঝা যায় যে, দেশ ফেরেশতারা চালাচ্ছে! না'হলে শতকরা ৪০ ভাগের বেশী মানুষ অসৎ হওয়া সত্বেও জাতি চুরিদারী করে চলছে কিভাবে?

৯| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৬০

লেখক বলেছেন:
তবে, তিনি লজিক্যাল বিষয় পড়ায়ে জীবিকা অর্জন করেন।



বুয়েট,মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় অধ্যাপকেরাও সপ্তায় তিন দিন চিল্লায় কাটান।
তারাও শ্রেণীকক্ষে অনেক লজিক্যাল ও প্র্যাকটিক্যাল বিষয়ের উপরে লেকচার দেন বলে ধারণা করতে পারি।

১৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:




ওগুলো মুর্খ অধ্যাপাক, জাতির শত্রু।

১০| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৬

কামাল১৮ বলেছেন: তারা যুক্তি বিদ্যা পড়ে বিসমিল্লাহ বলে।

১৭ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



৯০ ভাগ বাংগালী যতটুকু পড়েন, যত টুকু বুঝেন, উহা থেকে আজকের বিশ্বেকে বুঝা কঠিন ব্যাপার; মাত্র ১০ ভাগ ভালো করেন।

১১| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

এম ডি মুসা বলেছেন: আল্লাহ নবী ছাড়া কেউ ফেরেস্তা সম্পর্কে অবগত নয়। এইসব প্রকৃত মুমিন দের কাজ না

১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:


মানুষের কাজ মানুষকে করতে হয়।

১২| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:১০

ঊণকৌটী বলেছেন: একটা প্রশ্ন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান একটা সভ্যতা ছিলো কয়েক হাজার বছরের 1947 দেশ ভাগ হলো ইন্ডাস্ সভ্যতার শুরু আজ পাকিস্তানের সিন্ধু থেকেই সে থেকে সিন্ধুস থেকে হিন্দুস হয়েছে মানে এই অঞ্চলে যারা থাকেন থাকেন তারা হিন্দি সে কারণেই নাম hindustan আজকে দিনে সনাতন মুসলিম শিখ খ্রিস্টান জৈন parsi বুদ্ধ যেহেতু তারা এই দেশে থাকে তাদেরকে হিন্দু বলে থাকে তা প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার আগে mohenjodaro সভ্যতার সৃষ্টি হয়েছিল যখন ইউরোপের সৃষ্টি হয়নি তা ভেবে দেখার যে একই ডিএনএ খাদ্যব্যাস কালচার ভাষা সব এক ,এখন মুসলিম দেশ যে গুলি ভারতের থেকে আলাদা হয়েছে কারণ জিন্না বলেন তারা ভালো থাকবেন তো ভারতের প্রতি এতো ঘৃণা, আজকের দিনে কোথায় পাকিস্তান বাংলাদেশ, বিশ্লেষণ করেন মোদীজী কে নিয়ে আপনি অনেক লেখেন কিন্তু আমরা জানি 2027 ভারত পৃথিবীর তৃতীয় অর্থনীতি হতে চলেছি পাকিস্তান কে আমরা দেখি না সে কি করছে না কি করছে

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৬

সোনাগাজী বলেছেন:


মোদী ভারতের বড় অংশের জন্য সব করছে; ছোট অংশ ( পেছনে-পড়া নীচু বর্ণ ও ভয়ংকর খারাপ পজিশনে থাকা মুসলমরা ) বন্ছিত হচ্ছে।

১৩| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৯

ঊণকৌটী বলেছেন: আর একটা প্রশ্ন আরব দেশ গুলো যেমন সৌদী আরব uae কাতার বিভিন্ন দেশের যে সুসম্পর্ক ভারতীয় কালচার সেইসব দেশে মেনে নিয়েছে তা বাংলাদেশ বা পাকিস্তানের মুসলিমদের সাথে মিলে না কেন এইটার সাথে কি প্রথা গত শিক্ষার সমস্যা আছে

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



আরবদের উন্নয়নের হার ও শিক্ষার মান বাংলাদেশ, পাকিস্তানে থেকে অনেক অনেক গুণে ভালো।

১৪| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৫

ঊণকৌটী বলেছেন: আরব দেশগুলো যখন. ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সেখানে মুসলিম ব্রাদার পাকিস্তান বা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনা শুধুমাত্র কয়েক টন খেজুর যাকাত করে

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



কোন বিনিয়োগকারী বাংলাদেশে ১ মাস থাকলে, সে ভয়ে আবার ফিরে আসবে না।

১৫| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৯

ঊণকৌটী বলেছেন: ইতিহাস বলে পাকিস্তান বা বাংলাদেশের মানুষেরা আরব বিশ্ব বা বা তুর্কি থেকে আসেনি মানে converted সনাতন থেকেই মুসলিম ধর্মে এসেছে সে যে ভাবেই আসুক কিছুই যায় আসে না প্রশ্ন একটা ধর্ম শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশেই জন্য প্রযোজ্য আরব বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে আর ধর্মের নামে পিছনে যাচ্ছে এই দের গুলি

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:



আরবের কিছু অংশ (ইয়েমেন, সিরিয়া, লেবানন ) পেছনে যাচ্ছে; ওরা ধর্ম নিয়ে ব্যস্ত আছে ( শিয়া, সুন্নী, ওয়াহাবী ); বাংলাদেশ ও পাকিস্তানের অবস্হাও তাই।

১৬| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: সেই লেভেলের লজিক উনার, উনি দিনে আল্লাহার সাথে কথা বলেন, আর রাতে আল্লাহ, নাবীজর সাথে স্বপ্নে কথা বলেন!!

উনি কিন্তু ফান করে এ কথা বলেননি, এটা সিরিয়াস সত্যি ঘটনা উনার কাছে।

তো এখন বুঝেন ধর্মীয় ফ্যন্টাসি ঠিক কোন পর্যায়ে পৌঁছালে একজন মানুষের সাথে এমনটি ঘটতে পারে। আমার মনে হয় উনি হ্যালুসিনেশনের চরম পর্যায়ে আছে, নাকি এটাকে হিস্টেরিয়া বলে?

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



উনি ভয়ংকর ষ্ট্রোক থেকে ফিরে এসেছেন; ইহা উনার ভাবনাশক্তিকে কোনদিকে নিয়েছে, বলা কঠিন।

১৭| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪৯

নিমো বলেছেন: ঊণকৌটী বলেছেন:আমরা জানি 2027 ভারত পৃথিবীর তৃতীয় অর্থনীতি হতে চলেছি
তো, কাঠামোগত ভাবে উন্নত হওয়া আর আচরণগত ভাবে সভ্য হওয়াতো এক না। অর্থনীতিতে বুদবুদ আর শক্তির পার্থক্যটাও আলাদা।

১৮| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১:৩২

মিরোরডডল বলেছেন:




উনি বয়সে মুরুব্বি, তাই শ্রদ্ধা করি।

উনি ভয়ংকর ষ্ট্রোক থেকে ফিরে এসেছেন
তাই ওনার জন্য শুভকামনা।

কিন্তু লজিক আর মহাজাগতিক চিন্তা???
absolutely contradictory!

ধর্ম নিয়ে উনি মনগড়া এমন সব কল্পনাপ্রসূত গল্প বানান যেটা আনএক্সেপ্টেবল, এই পোষ্টে উনি আমার অনেকগুলো মন্তব্য ডিলিট করেছেন

উনি এরকম যা খুশি ভাবতে পারেন, বিশ্বাস করতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত কিন্তু ধর্ম নিয়ে নিজের বানানো উদ্ভট তথ্য ব্লগে শেয়ার করা কতটা যুক্তিযুক্ত?


১৮ ই মার্চ, ২০২৪ রাত ২:০১

সোনাগাজী বলেছেন:



উনার মুল পড়ালেখা ও চিন্তাভাবনার মাঝে ধর্ম বড় স্হান দখল করে আছে; কিন্তু তিনি কম্প্যুটার ট্রানিং দেন, আমি এজন্য উনাকে পছন্দ করি।

১৯| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার মহাজাগতিক চিন্তা কম্প্যুটারের কোন একটা বিষয়ে ট্রেনিং দেন,
তিনি লজিকের মানুষ; উনি যদি এসব রূপকথা বলে বেড়ান, বাকীদের অবস্হা কি?

..............................................................................................................
স্বল্প জ্ঞান নিয়ে ইসলামের উপর বির্তক করা ঠিক নয় ।
ইতিহাস বলে চরম পাপ যখন সমস্ত জাতি করতে থাকে তখনই
প্রকৃতি তার প্রতিশোধ নেয় ।
তাই ফেতনা, হাদিস বা ওয়াজ মাহফিল কোনটাই কাজে আসবে না
যদি না আপনার ঈমান ঠিক থাকে ।

১৮ ই মার্চ, ২০২৪ রাত ২:০৩

সোনাগাজী বলেছেন:



সকল ধর্মে রূপকথা আছে, এটা কি ভুল?

২০| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ২:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সীমিত জ্ঞান নিয়ে যা ব্যাখ্যার অতীত তাই রুপকথা ।
..............................................................................
যুগে যুগে যখন যা এসেছে, শক্তিমত্তা নিয়ে ,
সেখানেই শক্তির পুজা হয়েছে বা ভক্তির মাধ্যমে বেচেঁ থাকার জন্য
রুপকথার সৃষ্টি ।
মানুষ যখন নিজ অজ্ঞতায় বিপদে পড়ে তখন অধিকাংশ মানুষ বলে
উপরআলার বিচার আছেনা ???
আর শক্তিশালী হলে দুম করে কিছু একটা ঘটায়ে ফেলে ।

১৮ ই মার্চ, ২০২৪ রাত ৩:১৮

সোনাগাজী বলেছেন:


রূপকথা হলো মানুষের ফ্যানটাসি ভাবনা।

২১| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৪৯

আলামিন১০৪ বলেছেন: আপনি ফেরেস্তা নিশ্চয়ই বিশ্বাস করবেন তবে সেটা মৃত্যুর সময়। কারণ আল্লাহ ফেরেস্তা পাঠালে কাউকে অবকাশ দেন না। সেসময়, আমার কথাটি মনে পড়বে হয়তঃ কিন্তু আফসুস ব্যতীত কিছুই করার থাকবে না।
আর জিহাদের ময়দানে যদি তাঁদেরকে পাঠানও তথাপি লোকজন তাঁদের চিনতে পারে না, মানুষ ভেবে ভুল করেন।

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:১৪

সোনাগাজী বলেছেন:



রূপকথা নিয়ে হৈচৈ করছেন; আপনাকে মনে পড়বে রূপকথার ব্লগার হিসেবে। আপনার ৯ বছরের ব্লগিং:

পোস্ট করেছি: ১৪টি
মন্তব্য করেছি: ২৯৪টি
মন্তব্য পেয়েছি: ৩২টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১০ মাস

২২| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:

ফেরেস্তা না পাঠালেও ফেরেস্তা তো আছে।
প্রতিটি মানুষের দুই কান্ধে দুইটা, খাতা পেনসিল নিয়ে ..

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৮

সোনাগাজী বলেছেন:



থাকুক, যুদ্ধ করার তো কথা নয়।

২৩| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: ফেরেশতা, জ্বীন এসব দুর্বল মস্তিস্কের ভাবনা।
জ্ঞান বিজ্ঞান যখন উন্নত ছিলো না, তখন মানুষ এসব রুপকথা বিশ্বাস করতো। এযুগে এসব কেউ বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করে, তাদের জ্ঞান শূণ্য।

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



বেদুইনদের রূপকথা আমাদের সমাজের জন্য সংস্কৃতিতে পরিণত হয়েছে।

২৪| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩১

রানার ব্লগ বলেছেন: গাজা থেকে সাধারন মানুষ সরিয়ে নেয়া হোক । হামাস আধা ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে ।

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



সেটা করেনি ইসরায়েল; যদি গাজাবাসীকে পশ্চিম তীরে নিয়ে যেতো, গাজা অনেক আগেই পরিস্কার হয়ে যেতো।

২৫| ১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


কাউন্টার পোস্টও দেখলাম জাগতিকের।

১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



জাগতিক যা লিখেন, তার বেশীরভাগই রূপকথা।

২৬| ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদি ফেরেস্তা আসে যুদ্ধ করতে তবে তারা আগে মুসলিম নামধারী ভন্ডদেরকেই কতল করবে।

১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩২

সোনাগাজী বলেছেন:



ব্লগের ৯০ ভাগ লোকজনই লিলিপুটিয়ান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.