নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আহমেদ জী এসের কবিতা

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬



আহমেদ জী এসের কবিতার পদ্ম
ফুটে ছন্দ সরোবরে।কোমল জোছনায়
তারা মায়াবী হাতের পরশ বুলায়
ভাব পূর্ণিমার কোন তারা ভরা রাতে।
প্রকাশ্য কবিতা রূপে নেই কোন ছদ্ম
ভেসের মেকি ঝঞ্ঝাট।কবির ছোঁয়ায়
যেন হাজার ফুলের সৌরভ ছড়ায়
নব অরুণ উদয়ে কাব্যিক প্রভাতে।

জীবনের নানা বাঁকে ঘটে ঘটনারা
তারা উঠে মোহনীয় কবিতার ছত্রে
নক্সায় নক্সায় তোলে জ্ঞানের ইশারা।
অবাক তাকিয়ে থেকে মুগ্ধতার পত্রে
দেখি সুখ প্রজাপতি কবিতার ঘাসে
রঙ্গিন পাখায় ওরা উড়ে উড়ে আসে।

ব্লগার আহমেদ জি এস

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বলেছেন: অবাক তাকিয়ে থেকে মুগ্ধতার পাএ --- অসাধারণ

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



আহমেদ জি এস আজকাল কিছু লিখছেন না তেমন একটা; অভিজ্ঞ ব্লগারেরা লেখা কমিয়ে দিয়েছেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: তবে তিনি মন্তব্যের মাধ্যমে সবার সাথে থাকার চেষ্টা করছেন।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জী এস ভাইয়ের মন্তব্যগুলো সবসময়ই উপভোগ করি। তাঁর লেখনীও অসাধারণ। তাঁর জন্য এবং লেখকের জন্য শুভকামনা রইল।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: তাঁর মন্তব্য বেশ উপভোগ্য।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মুসাফির নামা বলেছেন: ভালো লাগা শব্দে মোহনী ভাবে।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: কবিতার জন্য দুইজনকেই অভিনন্দন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

হাবিব বলেছেন: ওনার ব্লগ বিচরন করলাম। ভালো লাগলো। আপনার সনেটে মুগ্ধতা

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সেফ করে আবার কেন জেনারেল করা হলো!

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

সনেট কবি বলেছেন: আবার সেফ হয়েছেন। শুভেচ্ছা রইলো।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

আরোহী আশা বলেছেন: ভালো লাগলো..............

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই গুণী ব্লগার আহমেদ জি এস ভাইয়ের উপরে লিখিত সনেটটি দারুন হয়েছে।

শুভকামনা ও শ্রদ্ধা আপনাকে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি,




কি দিয়ে দেবো অর্ঘ্য ভেবে না পাই আজ
আমায় স্মরি যে সনেটের কারুকাজ
তাতে আমারি তনুমন গিয়েছে ভরি।
তাই সনেটের কবিকে স্মরণ করি,
নিরলস এ প্রচেষ্টা কেবল তাহারি
রেখে যাই অনেক ভালোবাসা, বাহারী।


দুঃখিত , আমাকে নিয়ে এই অপূর্ব সনেটটি আমার চোখে পড়েনি বলে ।
প্রিয়তে অবশ্যই ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

সনেট কবি বলেছেন: আমিও মনে করেছি বিষয়টা আপনার নজরে আসেনি। যাক অবশেষে আপনার কাংখিত মন্তব্য পাওয়া গেল সে জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি,

দারুন লিখেছেন। আহমেদ জিএস ভাইয়ের সঙ্গে দাড়িয়ে ছবি তুলেছি!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

সনেট কবি বলেছেন: সেখানে যেতে পারলে আমারো খুব ভাল লাগতো। কিন্তু আফসুস যেতে পারিনি। তবে আপনাদের খুশিতে আমিও খুশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.