নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জলপাই

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩



জলপাই দেখে দেখে মুখে জল পাই
লবন মরিচ দিয়ে মলে ডলে ডলে
জলপাই ছেড়ে দেই মুখে আসা জলে
আসলেও মুখে জল এতে জল নাই।
জলপাই ভর্তাকরে মজা করে খাই
শেষ হলে চলে যাই জলপাই তলে
শিশুদল দেখি সেথা থাকে কোলাহলে
জলপাই পেয়ে খেয়ে আরো খেতে চাই।

ডালে রেঁধে জলপাই মজাদার হয়
মাছেও চমৎকার খেতে এর টক
জলপাই নাম তবে পিপাসায় নয়।
জলপাই তেলে থাকে মোলায়েম ত্বক
ডায়াবেটিসে এফলে উপকার আছে
জলপাই বলে কথা তাই রাখি কাছে।

কবিতার পটভূমিঃ আঁচার করার জন্য গিন্নী জলপাই সিদ্ধ করে রেখেছিল। তাই দেখে এ কবিতার সূত্রপাত ঘটেছে। বাকিটা সব মিলিয়ে লেখেছি।জলপাই ভর্তা নিজেই করে খেয়েছি।গিন্নী আঁচার করেও খেতে দিয়েছে। প্রথমে জলপাই দেখে এক পদ্য লিখে এরপর জলপাই খেয়ে শেষ করে কবিতা লেখা শেষ করেছি।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোই।। আপনি আর আপনার গিন্নি মিলে ভালোই রুমান্টিক।।



২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নজরুলের একথা বুঝার চেষ্টা করছি। প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কোন এলাকায় জলপাই হয়?

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সনেট কবি বলেছেন: কোথায় যে হয় না সেটাই ভাবছি।

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বলেছেন: দারুন লিখেছেন কবি

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সনেট কবি বলেছেন: খাওয়াটাও চমৎকার হয়েছে।

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: ডালে রেঁধে জলপাই মজাদার হয়
মাছেও চমৎকার খেতে এর টক
রান্না করে দাওয়াত দিয়েন দেশি।

ও হ্যাঁ ভাবিকে বলবেন ভর্তাটাও যেন মিস না হয় B-)

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সনেট কবি বলেছেন: এখনই সময়। সব রেডি। অবিলম্বে চলে আসুন।

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

আখেনাটেন বলেছেন: সুন্দর।

জলপাইয়ের অাচার কিন্তু বেশ। :D

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সনেট কবি বলেছেন: শুধু বেশ নয় মহাবেশ।

৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অফিসে যেতে আসতে জলপাইকে মাথার উপর রেখে যাই! মাঝেমধ্যে বাচ্চাকাচ্চাদের ঐখানেতে পাই, জলপাই আমি নাহি খাই ;)

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সনেট কবি বলেছেন: তবে দারুণ মিস করেন।

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রামের গ্রামগুলোতে আমি জলপাই দেখিনি বললেই চলে

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: বলেন কি? আমাদের বাড়ীতেও আছে। অফিসেও আছে।

৯| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: জলপাই আচার আমার কাছে বেশ প্রিয় । ;)

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

সনেট কবি বলেছেন: যাক একদিক থেকে আমার সাথে আপনার বেশ মিল।

১০| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

হাবিব বলেছেন: প্রিয় সনেট কবি, মাখোমাখো ভালোবাসা টিকে থাক আমৃত্যু। ওপারেও আপনারা সাথী হন এই দোয়া করি

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

১১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

আরোগ্য বলেছেন: জলপাই কথন ভালো লিখেছেন।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন জনাব।

১২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: জলপাই এর আচার বেশ হয়েছে। মাছের টকটাও দারুণ টেস্টি লাগলো।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।


১৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: গত সপ্তাহে তিন কেজি জলপাই আনলাম। সুরভিকে বললাম- আচার বানাও।
সুরভি বলল আরও অনেক কিছু লাগবে। আমি আর কিছুই আনি নাই। সুরভি কয়েকটা লবন দিয়ে খেয়েছে বাকি খুব সব নষ্ট হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.