নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বড় বড় কলাগাছ নুয়ে শুয়েপড়ে
তুফানের উৎপাতে কিলগুতো খেয়ে
দেখে তাই হৃদয়টা ভেঙ্গে হলো গুঁড়ো
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
কাঁদিভরা কাঁচাকলা খায় লুটোপুটি
ছুটেগেল কতগুলো আধাভাঙ্গা হয়ে
কাঁদতেও ভুলেগেছি হতবাক হয়ে
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
মনে সাধছিল কলা খাব দুধ দিয়ে
বেচে পাব টাকা-কড়ি কচকচে নোট
সে আমার গুড়ে বালি বুক ফেটে যায়
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
কতকষ্ট হৃদয়েতে অক্ষম নির্ণয়ে
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
বিঃদ্রঃ কবিতাটি কুড়ি বছর আগে ঘটা বাস্তব ঘটনা নিয়ে লেখা। তখন আমার অনেক কলা বাগানছিল।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
কলা গাছের এই হাল বড়ই পীড়াদায়ক।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বড় বড় কলাগাছ নুয়ে শুয়েপড়ে
তুফানের উৎপাতে কিলগুতো খেয়ে
.....................................................................
ছোট বেলায় তাই দেখেছি, ঝড়ের সময় অনে ক গাছের ক্ষতি হতো:
তখন খুব কলা খেতে চাইতাম
এখন ফারমালিনের ভয়ে খাইনা ।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
এখন শেখ হাসিনারও কলাবাগান আছে; উনি উহাকে পার্লামেন্ট নাম দিয়েছেন।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫০
সনজিত বলেছেন: দারুণ
৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১
হাবিব বলেছেন: কলাগাছের জন্য কষ্ট হচ্ছে..............
৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কবির তাহলে বেশ কষ্ট হয়েছিল ,কুড়ি বছর আগে।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী পড়লাম।
খুব সুন্দর। মায়া লাগছে আপনার কলা গাছের জন্য।