নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

যাহরা তাবাসসুম রোজা (পরী)

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫



যাহরা তাবাসসুম রোজা(পরী) থাকে
পিতা রাজীব নুর ও মাতা সুরভীর
স্নেহের ছায়ার তলে। অন্তরে গভীর
রয়েছে তাদের কন্যা, সুপ্রিয় সন্তান।
পরীর নির্মল কান্তি সারল্যের তাকে
করেছে গ্রহণযোগ্য নয় যে অস্থীর
অযথা চঞ্চলতায়।ভাল আপুজীর
মাঝে আছে অনুপমা গুণ বিদ্যমান।

আপনি হবেন আপু মায়াময়ী বড়,
অনেক জ্ঞান সঞ্চয়ী নিজের চেষ্টায়
যেথায় সদ্ভাব খুব করবেন জড়।
পিতা ও মাতার নিত্য আদর মায়ায়
বড় হোক আপুমনি সততার পথে
চলুক জীবন তার সুনামের সাথে।


বিঃদ্রঃ যাহরা তাবাসসুম রোজা (পরী) প্রখ্যাত ব্লগার রাজীব নুর ও বেগম সুরভী নুরের আদরের কন্যা।আর ইনি আমার আপু হন।

মন্তব্য ৪৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: অফুরান শুভেচ্ছা রইল পরীকে । আপনাকে ধন্যবাদ। সুন্দর একটি সনেট উপহার দেওয়ার জন্য ও পরীর সঙ্গে আমাদের পরিচয় করানোর জন্য। ++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যে চৌধুরি ভাইকে পেয়ে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

সায়েমার ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইল পরীকে!

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

সনেট কবি বলেছেন: ইনি আমার মিষ্টি আপু।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

তারেক ফাহিম বলেছেন: পরীর জন্য শুভকামনা।

নাতিনকে আপু বলে সম্মোধন করলেন ;)

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: নাতনি তো আপু হয়।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর সনেট

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রান্ত।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

বলেছেন: পরীর জন্যে মন থেকে দোয়া

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পরীর জন্য অনেক ভালোবাসা ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সনেট কবি বলেছেন: তাকে এর যোগ্য বলেই মনে হয়।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

ডার্ক ম্যান বলেছেন: আম্মাজানের জন্য লাইক। আপনার সনেটের জন্য বাহবা ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: আর আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

নজসু বলেছেন:



।রাজীব ভাই ও সুরভী ভাবীর এই মিষ্টি মেয়েটা সত্যিকারের পরী যেন।
মামনিটার জন্য অনেক অনেক দোয়া রইল।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

ফেইরি টেলার বলেছেন: মাশাল্লাহ । রোজার জন্য অনেক অনেক আদর ।
কবিতার ছন্দে রোজাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাকেও অভিনন্দন ফরিদ ভাই

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর সনেট :)

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

আলমগীর কাইজার বলেছেন: আপনি অনেক ভালো লেখেন।
আমারও ইচ্ছা হয়, যদি সনেট লেখা শিখতে পারতাম!!!!

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

সনেট কবি বলেছেন: চেষ্টা করলে হয়ত পারবেন।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১

মাহমুদুর রহমান বলেছেন: পরীর জন্য আমার পক্ষ হতে রইল এক আকাশ স্নেহ আর সেই সাথে নিরন্তর শুভকামনা।
উজ্জ্বল হোক মামনির অদূর ভবিষ্যৎ।
ধন্যবাদ সনেট কবিকে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১

আরোগ্য বলেছেন: পরীর জন্য এক আকাশ শুভ কামনা করছি।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পরীর নামে সুন্দর সনেট। পরীর জীবন হোক সুন্দর। এই দোয়া করি

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



পরী পড়াশোনা শেষ করে, সামুতে ব্লগিং করবে একদিন; তার জীবনটা হাসিখুশীতে ভরে থাকুক।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

সনেট কবি বলেছেন: তার জন্য শুভ কামনা।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পরী ও তার পিতামাতার জন্য অনেক অনেক শুভ কামনা ! আর সনেট কবিকে অনেক ধন্যবাদ একটি চমৎকার কবিতার জন্য |

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪১

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাজীব নুর বলেছেন: আহা চাচাজ্বী--
সকালবেলা আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেলাম!
সুরভি'র তো সনেট পড়ে চোখ ভিজে উঠেছে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও সনেট কবির জন্য শ্রদ্ধা ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

চাচা আমার মেয়েটার জন্য দোয়া করবেন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

সনেট কবি বলেছেন: দোয়াকরি পরী আপু যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরী, ডানা কাটা পরী
তোমাকে নিয়ে লিখেছে সনেট
মন্তব্যে কি বলবো কি করি।

দুজনকেই অভিনন্দন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

নির্বাক শাওন বলেছেন: অভিনন্দন। পরীর জন্য শুভকামনা।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

হাবিব বলেছেন: অত্যাধিক চমৎকার

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দোয়াকরি পরী আপু যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।

মেয়েটা দারুন বাপ ভক্ত। নামাজ পড়ে। মাথায় হিজাব পড়ে থাকে।
সবাইকে সালাম দেয়। লেখা পড়ায় দূর্দান্ত। মানুষের জন্য সীমাহীন ভালোবাসা।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

সনেট কবি বলেছেন: আমিও তেমন কিছু অনুমান করেছি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

কাতিআশা বলেছেন: পরীর জন্য অনেক দোয়া রইল..সুন্দর সনেট!

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

ইসলাম ইন লাইফ বলেছেন: সনেট ভাই! কাব্যে দুআ করেছেন মাশাআল্লাহ, বলছি 'আমীন'!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.