| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুম১৪৩২
আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।

আমি উনাকে নিয়ে কোনো পোস্ট দেইনি। কারণ আমার বিশ্বাস ছিল—
উনি ফিরে আসবেন।
যেদিন ফিরবেন, সেদিনই একটি পোস্ট দেবো ভেবেছিলাম।
কিন্তু…
কিছু মৃত্যু শুধু মানুষ মারে না, বিশ্বাসকেও গুলি করে।
ওসমান হাদী আর নেই। কিন্তু তাঁর মাথার ক্ষতটা, এই দেশের বিবেকের ঠিক মাঝখানে রয়ে গেল।
এই বুলেট আজন্ম আমরা মগজে নিয়ে ঘুরবো!
আমরা শোক প্রকাশ করি,
আর খুনিরা
তখন পরের টার্গেট ঠিক করে।
আল্লাহ তায়ালা
আপনার শহীদী মৃত্যু কবুল করুক।
আমিন।
২|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: উনি শহীদ হলে সরাসরি বেহেশতে চলে যাবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৯
রাসেল বলেছেন: লাশের রাজনীতি। দেশের হতভাগ্য জনগণের প্রতি আমাদের মহান নিষ্পাপ দেশপ্রেমিক রাজনীতিবিদ; মহাজ্ঞানী, মহাজন প্রশাসক; আইন তার নিজের গতিতে চালানো বিচারব্যবস্থা; শান্তিশৃঙ্খলা রক্ষক; বুদ্ধিজীবী; দেশের প্রতিটা ইঞ্চি রক্ষাকারীদের প্রতীকী উপহার।