| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
কোথায় আছো,
কেমন আছো,
হরিয়ে গেছো নাকি।
মোবাইল ফোনে,
রিঙের টোনে,
বাজে না সুখ পাখি।
মেঘের কাছে
খামের ভাঁজে,
দিলাম প্রেমের চিঠি।
শুন্য শহর ,
দীর্ঘ প্রহর ,
একাকী পথ হাঁটি।
২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৪৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য , হাটুন না কিছু দিন একা, একাকীত্ব মাঝে মাঝে উপভোগ করতে হয়।
২|
২৪ শে মে, ২০১৬ সকাল ৯:১৯
নীলপরি বলেছেন: বাহ, খুব সুন্দর । ++
কেনো একাকী পথ হাঁটতে হয়?
২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৫২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ নীলপরি, যখন সঙ্গি দূরে সরে যায় তখন আর উপায় কি বলুন !!??
৩|
২৪ শে মে, ২০১৬ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে । খুব সুন্দর
২৪ শে মে, ২০১৬ সকাল ১১:২৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪|
২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৩৭
ইকরাম উল হক বলেছেন: ভালো লেখা পড়তে অনেক ভালো লাগে।
২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য ।
৫|
২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৩২
অদৃশ্য বলেছেন:
বেশ হয়েছে...
শুভকামনা...
২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য ।
৬|
২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪
বিজন রয় বলেছেন: হাটুন হাটুন, দেখা পাবেন।
+++
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:০২
রানার ব্লগ বলেছেন: ![]()
৭|
২৪ শে মে, ২০১৬ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: ভালো লাগল। শুভ্চেছা রইল।
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য ।
৮|
২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৯
সিলা বলেছেন: একাকি পথ হাটার ভেতর মজা আছে আনন্দ আছে স্বাধিনতা আছে।
এখন বুঝবেননা তবে জখন একাকিত্ব থাকবেনা তখন এই একাকিত্বের কথা মনে হবে।
এই কথা গুল কিন্তু আমি এমনেই বললাম মনে হল তাই আমি কিন্তু কিছু জানিনা ![]()
তবে ছরা সুন্দর হয়েছে।
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , হুম একা থাকার মজাই আলাদা।
৯|
২৪ শে মে, ২০১৬ রাত ১০:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই ।
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১০|
২৪ শে মে, ২০১৬ রাত ১০:৫০
উল্টা দূরবীন বলেছেন: এই পথ যদি না শেষ হয়..
সুন্দর।
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, পথের কোন শেষ নেই।
১১|
২৪ শে মে, ২০১৬ রাত ১০:৫৫
নিহান ওয়াহিদ বলেছেন: বেশ হয়েছে
ভালো লেগেছে
লেখা চালিয়ে যাও,
একটা কথা
কনফিউশান
দূর তো করে দাও।
"মেঘের কাছে ,
চিঠির ভাঁজে,
দিলাম প্রেমের চিঠি"
হবে নাকি
"মেঘের কাছে
খামের ভাঁজে
দিলাম প্রেমের চিঠি" হবে
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৭
রানার ব্লগ বলেছেন: চিঠির ভাজে, খাম ছারা চিঠি
ধন্যবাদ ।
১২|
২৪ শে মে, ২০১৬ রাত ১১:৫১
কল্লোল পথিক বলেছেন:
বাহ! বেশ ছন্দময় একাকীত্ব।
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো লাগলো আপনার মন্তব্য।
১৩|
২৫ শে মে, ২০১৬ রাত ১২:৫১
আরমিন বলেছেন: ভালোলাগা!
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৪|
২৫ শে মে, ২০১৬ রাত ১:৫২
তানভীর আহসান চৌধুরী বলেছেন: ভালো লাগলো, শর্টকাট কিন্ত্য অনেক কিছুই প্রকাশ করছে
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো লাগার জন্য ।
১৫|
২৫ শে মে, ২০১৬ ভোর ৫:২২
শেয়াল বলেছেন: পাইন লাগচে ![]()
২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৩৯
রানার ব্লগ বলেছেন: সেইরাম ধন্যবাদ !!
১৬|
২৫ শে মে, ২০১৬ সকাল ১০:০৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লাগলো,ধন্যবাদ
২৫ শে মে, ২০১৬ সকাল ১০:১০
রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৬ সকাল ৮:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল।একা আর কত হাঁটতে হবে