নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী তফশীল ঘোষনা :ত্রয়োদশ জাতীয় নির্বাচন\'২০২৬

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৮

নির্বাচনী তফশীল ঘোষনা :ত্রয়োদশ জাতীয় নির্বাচন'২০২৬
উৎসব মুখর ও আনন্দ আয়োজনে যোগদিন ।


অনেক প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন তফশীল ঘোষনা করা হয়েছে ।

গণ মানুষের তীব্র আকাঙ্খা আর অবিশ্বাস সন্দেহের মাঝ দিয়ে মনে হলো যে,
সূর্যের আলোর রেখা দিগন্ত ছড়িয়েছে ।


আসুন আমরা দেখি এই ঘোষনার মাঝে কি কি আশা ও প্রত্যাশা আছে ।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে : ১২ই ফেব্রুয়ারী ২০২৬ ইং ,রোজ বৃহ্সপতিবার, সকাল ৭.৩০মি: থেকে বিকেল ৪.৩০মি: পর্যন্ত;
: ৩০০ টি আসনে ভোট হবে।
:একই সঙ্গে গণভোট ব্যালট থাকবে, সেখানে জুলাই জাতীয় সনদ'২০২৫ইং পক্ষে বা বিপক্ষে ভোট দিতে হবে ।

মনোনয় পত্র জমা : ২৯ শে ডিসেন্বর ২০২৫ইং ।

নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই : ৩০শে ডিসেম্বর ২০২৫ইং হইতে ৪ঠা জানুয়ারী ২০২৬ইং ।

আপীল করার তারিখ : ১১ই জানুয়ারী ২০২৬ইং ।

আপীল নিষ্পত্তির তারিখ : ১২ই জানুয়ারী ২০২৬ইং হইতে ১৮ই জানুয়ারী ২০২৬ইং(রবিবার)
প্রার্থীতা প্রত্যাহার : ২০ শে জানুয়ারী ২০২৬ ইং
চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ : ২১শে জানুয়ারী ২০২৬ইং

নির্বাচনী প্রচারনা চলবে : ২২ শে জানুয়ারী ২০২৬ইং থেকে ভোট গ্রহনের শুরুর ৪৮ ঘন্টার পূর্ব পর্যন্ত ,
: অর্থাৎ ১০ই ফেব্রুয়ারী ২০২৬ইং সকাল ৭টা ৩০মি: পর্যন্ত।

পোষ্টাল ভোট : ২৫শে ডিসেন্বর পর্যন্ত Postalvotebd app এর মাধ্যমে ভোট দিতে পারবেন
: স্হানীয় ভাবে আরও তিন শ্রেণীর জনগণ পোষ্টাল ভোট দিতে পারবেন ।

প্রবাসী ভোট : প্রদান করতে হলে ১৮ই নভেম্বর থেকে চলমান প্রক্রিয়ায় অংশগ্রহন করে ভোটে অংশগ্রহন করতে পারবেন ।

রাষ্টীয় কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনী হেফাজতে থাকা জনগনও পোষ্টাল ভোট দিতে পারবেন ।

মোট ভোটার :১২ কোটি ৭৬,৯৫,১৮৩ জন
পুরুষ ভোটার : ৬ কোটি ৪৮,১৪,৯০৭ জন
নারী ভোটার : ৬ কোটি ২৮,৭৯,০৪২ জন
নুতন ভোটার হয়েছেন : ৪৫ লক্ষ প্রায়
মৃত ভোটার বাদ পড়েছে : ২১ লক্ষ অধিক
ভোটার নিবন্ধনের চূড়ান্ত তারিখ ছিল : ৩১শে অক্টোবর ২০২৫ইং ।
প্রার্থীদের আচরন বিধি সংশোধন, পরিমার্জন ও সংযোজন করা হয়েছে ।

গনতান্ত্রিক অগ্রযাত্রায় অংশগ্রহন করে দেশকে এগিয়ে যাবার অগ্রযাত্রায় সহায়তা করুন ।

ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বরাদ্ধ প্রাপ্ত বা দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি।
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে।
নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারবে না।

https://play.google.com/store/apps/details?id=bd.gov.ocv.postalvoting&pcampaignid=web_share

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯

সৈয়দ কুতুব বলেছেন: প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হতে যাচ্ছেন !

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচন হবার পর তা সংসদ করবে,যদি সংসদ চায় !
................................................................................
নাহলে সবাই এই বিষয়কে মেনে নিবে না।
দেশে নুতন করে অশান্তি সৃষ্টি হবে ।

২| ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

সাধারন জনসাধারণ নির্বাচন নিয়ে কোন উৎসাহ দেখছি নাহ।
রাজনীতিক দল, ভাড়া করা লোক আর তৃনমুল নেতাকর্মীদের কিছুটা আগ্রহ আছে।
ভোট কেন্দ্রে নিরাপত্তা, সহিংসতা ঝুঁকি থাকায় এবার ও ভোট কম পড়বে।

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকার বলছে,
উৎসাহ উদ্দীপনার সহিত শতাব্দীর সেরা
ভোটে অংশগ্রহন করার জন্য ... ... ...

.............................................................................
সুতরাং বৎসরের সেরা একটি সময় উদযাপন করি ।
তবে আমি অত্যন্ত বিচলিত,
ভোটের প্রার্থী না হয় পসন্দ করলাম,
গণভোটের ৪টি প্রশ্নে জর্জরিত !!!

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

জুলাই সনদ,‌ গণভোটের রেজাল্ট
মনে হয় নির্বাচনের ফলাফলের সাথে সাথে
কবর হয়ে যাবে। জামাত ক্ষমতায় আসলে ভিন্ন কথা।

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশের গণভোটের ইতিহাস,
জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় না ।

...........................................................................................................
অতীতে যা কিছু হয়েছে , অত্যন্ত কাছ থেকে দেখেছি,
যার যার প্রয়োজনে তার তার মত করে পাশ করায়ে নিয়েছে ।
এবারও তাই হবে,
সরকার যদি জোর প্রচারনা চালায় তবে কিছু ভোট আসবে
না হলে আল্লাহর কসম খেয়ে বলতে হবে সব ঠিক আছে (আওয়ামী ভূত নামাতে হবে )
অন্যথায় যে দল সংখ্যা গরিষ্ঠতা পাবে,
সে দল তার মত করে পাশ/ ফেল করায়ে নিবে ।
...........................................................................................................
শতকরা ৮০% শতাংস মানুষ এখনও গ্রামে বাস করে
যারা শুধুমাত্র প্রতীক দেখে ভোট দেয়,
কিছু কিছু ক্ষেত্রে পোলিং এজেন্টদের কথামত সীল মারে ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১৫

নতুন নকিব বলেছেন:



বহুল প্রতিক্ষিত এই নির্বাচন দেশের অগ্রগতি উন্নতিতে মাইলফলক হয়ে উঠুক।

১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি তুলনামূলক ভালো নির্বাচন হয়
তবে সার্বিক ভাবে হবার সুযোগ কম ।

...............................................................
গনতন্ত্রর মাঠে চেক এন্ড ব্যালেন্স না থাকে
তাহলে যে কোন সংসদই স্বৈরাচারী হয়ে উঠে
যা গণতন্ত্রর একটি খারাপ নজির ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: এবার ফালতু লোকজন সংসদে যাবে।

১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কি ভাবে বুঝলেন ?
......................................................
অপেক্ষা করুন, দেখুন অতপর এইরকম
নেগেটিভ চিন্তা করুন।
মন্দের ও ভালো থাকে ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৪

মাথা পাগলা বলেছেন: কলিমুদ্দি দফাদার@ জামাত ক্ষমতায় আসলে ভিন্ন কথা।

খুব সম্ভবটত ক্ষমতায় কে যাবে আগে থেকেই ঠিক করা। জামাত ক্ষমতায় গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। বিএনপি-লীগের সমর্থকরা মানবে না। জামাত ক্ষমতায় যেতে পারলেও জামাত সরকার টিকবে না। আবার জামাতের জন্য ক্ষমতায় আসার জন্য এর চেয়ে ভালো সুযোগ পাওয়া কঠিন। অন্যদিকে তারেক সাহেব দেশে ফিরতে পারছেন না। আমার মনে হয় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

তবে এই নির্বাচনে লীগের সমর্থকরা ভোট না দেবার জ্বালা বুঝবে।

১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দোষ করলে সাজা পেতে হয় !
.................................................................
সুতরাং মাঠে লালকার্ড যারা পেয়েছে
তারা সাইড লাইনেই থাকুক ।
ফিরতি খেলায় বুঝা যাবে
কত ধানে কত চাল ?

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৮

কামাল১৮ বলেছেন: সব দলের অংশগ্রহনে একটা সুষ্ঠু নির্বাচন দেশকে রক্ষা করতে পারে।

১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতির মাঠে যে লাল কার্ড পেল সে কিকরে খেলবে ?
.......................................................................................
রেফারীর রায় চূড়ান্ত
সুতরাং পরবর্তী কোন খেলায় সবাইকে
দেখা যেতে পারে ।
একথা সত্য , রাজনীতিতে সংসদে শক্তিশালি বিরোধী দল না থাকলে
যে কেউ স্বৈরাচারী হয়ে উঠবে।
আওয়ামী লীগ মাত্রা অতিক্রম করেছিলো ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ
ঘটনা চলমান, আরো মন্তব্য করতে পারতেন ।

..............................................................................
এই যে ২৪ ঘন্টা গেল না কিলিং শুরু হয়ে গেল
এটা মোটেই শুভ লক্ষন নয় ।
প্রতিবাদী কন্ঠ বেচেঁ উঠুক এবং দেশ নির্বাচনের মাধ্যমে
স্হিতিশীল হউক ,এটাই প্রার্থনা ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সকল দল অংশ গ্রহণ করতে না পারলে সেটা কোন নির্বাচন হবে না।
অন্তত নিবন্ধিত সকল দলকে অংশ নিতে দেয়া উচিত।
১৯৯১ সালের নির্বাচনে সকল দল অংশ নিতে পারলে এবার কেন পারবে না?
৩দলের অংশগ্রহণে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ।
সরকার হবে দুর্বল।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি।
.........................................................................
একটি ছাড়া আর সবাই অংশগ্রহন করতে পারবে ,
শুধুমাত্র লাল কার্ড পে য়ে সাইড লাইনে থাকতে হবে
আ,লীগ কে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.