| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহাসিন
হিমু হবার স্বপ্নে কষ্ট কুড়িয়ে জোছনাপ্রেমী মানুষটি ময়ুরাক্ষীর পাড়ে খোঁজ করে ভালোবাসার নীল প্রজাপতির .....
রাস্তার পাশে শুয়ে আছে তিনজন মানুষ
একটি লোক, একটি মহিলা, একটি বাচ্চা মেয়ে,
একটি পরিবার।
চারিদিকে শীত ও কুয়াশা, আকাশ মেঘযুক্ত তারাহীন।
তাদের চোখও তারাহীন, নিস্পল, নিস্পন্দন।
তাদের গায়ে একটি জরাজীর্ণ কাঁথা,
যার ভেতর দিয়ে আকাশের একাংশ দেখা যায়।
তারা শুয়ে আছে খুব কাছাকাছি,
শীতের প্রকোপ থেকে কিছুটাও যেন বাঁচা যায়।
বাচ্চা মেয়েটা কাঁপছে শীতে ঠকঠক করে,
ওর বাবার চিন্তা এক টুকরো কাপড় কোথায় পাওয়া যায়,
এখন তাদের আকাঙ্খা সীমাবদ্ধ একমুঠো উষ্ণতায়।
তাদের চোখে নেই কোনো স্বপ্ন,
বাচ্চা মেয়েটাও মেনে নিয়েছে নিজের ভাগ্য,
এখানে স্বপ্ন দেখাও পাপ! ![]()
২০ শে মে, ২০১৪ সকাল ১১:২৫
তাহাসিন বলেছেন: ঠিক আছে
২|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
বোকামন বলেছেন:
খুব ভালো লিখেছেন !
১নং মন্তব্যের সাথে সহমত ....
ইমোর ব্যবহারটা ...............
৩|
২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর লিখেছেন!
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
অদৃশ্য বলেছেন:
লিখাটি পড়তে ভালোই লাগছিলো... কিন্তু শেষে এসে ঐ ইমোটা দিয়ে সব নষ্ট করে দিলেন...
ইমোর ব্যবহারটা আশাকরি সামনে সব জায়গায় করবেন না... শুভাকাঙ্খী
আরো লিখুন... পড়তে আসবো
শুভকামনা...