| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহাসিন
হিমু হবার স্বপ্নে কষ্ট কুড়িয়ে জোছনাপ্রেমী মানুষটি ময়ুরাক্ষীর পাড়ে খোঁজ করে ভালোবাসার নীল প্রজাপতির .....
‘না জেনে’ ওসমান পরিবার নিয়ে লেখা হচ্ছে।' অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷''
নারায়ণগঞ্জের এসপি মিথ্যা। সাতখুন মিথ্যা। শামীম ওসমানের টেলিকথন মিথ্যা। জাতীয় দৈনিকের প্রতিবেদন মিথ্যা। ভুতের মুখে রাম রাম এক মাত্র সত্য ভাষণ। সৈয়দ আশরাফুল ইসলামের গালে জুতা মারো তালে তালে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৫
মিছবাহ পাটওয়ারী বলেছেন: এই না হলে শামীম ওসমান। হাজারখানেক র্যাব-পুলিশ আপনার কাছে নস্যি। কারণ স্বয়ং প্রধানমন্ত্রী পার্লামেন্টে আপনার পরিবারের পক্ষে থাকার কথা বলেছেন। নারায়ণগঞ্জের সাত গুম-খুনের ঘটনাটা কেমন যেন চুপসে গেছে। নতুন করে মিডিয়ায় আসা দরকার। পত্রিকায় নাম না দেখলে আর ভালো লাগে?
যাই হোক এএসপি মো. বশিরউদ্দীনকে সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামদের ঠিকানায় না পাঠানোর বিনীত নিবেদন জানাচ্ছি নারায়ণগঞ্জের ওসমানিয়া খিলাফতের এ মহান শাসকের নিকট।
শামীম ওসমানকে এক সাংবাদিক বললেন, ‘প্রধানমন্ত্রী তো আপনার পক্ষে আছেন। সংসদে আপনার পরিবারের পক্ষে থাকার কথা বলেছেন।’ শামীম বলেন, ‘আমার একমাত্র সম্বল আমার আপা (শেখ হাসিনা)। তিনি আমাকে স্নেহ করেন। আমি যদি বলি, এক ডাকে লাখ লাখ মানুষ হাজির হবে। ১১০০ র্যাব আর ৪০০ পুলিশ নিমেষে উড়ে যাবে। এসব র্যাব-পুলিশ আমার কাছে কিছু না।’
পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘আমার নাম করে তো অনেকেই অনেককে ফোন করে। ও বাচ্চা ছেলে৷ তার পেটে আমি লাত্থি মারতে চাই না। আমি যদি বলি ও তিন লাখ টাকা ঘুষ চেয়েছে, তা কি ঠিক হবে?'
Click This Link
Click This Link