| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ঠিক আছে
আমাদের শাহাদাত
আমাদের রক্ত
আমাদের কান্না
এ মাটির সাথে মিশে যাবে
তারপর সেই মাটিতে
যে গাছ জন্মাবে
তার ছায়ায় খুনি
তুমি বসলে বুঝতে পারবে
গাছ তোমাকে ঘৃণা করছে
সেই মাটিতে
যে ঘাস জন্মাবে
সে ঘাসে পা দিয়ে
তুমি বুঝতে পারবে
তোমার পায়ের নিচে
আগুন জ্বলছে
মাটি ফুড়ে আওয়াজ উঠবে
ইনকিলাব জিন্দাবাদ!
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৪
তরুন ইউসুফ বলেছেন: হয়ত। আশাবাদটা টিকে থাক
২|
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:০৬
বিষন্ন পথিক বলেছেন: কোবতে লিখে আর কি হবে, মাউয়া ছেড়েন , লোহা খান, কব্বরে মতান্তরে লোক চক্ষুর আড়াল হন, কোটির ফ্লাট আর কোটির মালিক হন
৩|
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১ কোটি টাকার ফ্ল্যাট
সাথে আরো ১কোটি।
৪|
২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩১
অগ্নিবাবা বলেছেন: আমরা এপার বাংলার লোকেরা বাংলাদেশের অনেক আঞ্চলিক শব্দই বুঝি না, এটাই স্বাভাবিক।
ইনকিলাব জিন্দাবাদ হাদী সাহেব যে বলেছিলেন শাউয়া মাউয়া ছিঁড়ে ফেল, তা এই শাউয়া মাউয়া জিনিসটা কি? খায় না মাথায় দেয়?
৫|
২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ আবার কি?
এই বাংলাদেশে বলা হবে- জয় বাংলা। ব্যস, কথা শেষ।
৬|
২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৭
কিরকুট বলেছেন:
ব্যবসা চরমে। আবু সাইদ শরমে।
৭|
২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮
পুরানমানব বলেছেন: অগ্নিবাবা বলেছেন: আমরা এপার বাংলার লোকেরা বাংলাদেশের অনেক আঞ্চলিক শব্দই বুঝি না, এটাই স্বাভাবিক।
ইনকিলাব জিন্দাবাদ হাদী সাহেব যে বলেছিলেন শাউয়া মাউয়া ছিঁড়ে ফেল, তা এই শাউয়া মাউয়া জিনিসটা কি? খায় না মাথায় দেয়?
হাদির ওই শাউয়া মাওয়া ছিড়ে ফেলার কথা বলিয়াছিল কাদের জানেন?
''খানকির ছেলেদের ''। আপনি হইতেছেন সেই খানকির ছেলেদের একজন।
ওপার বাংলার দাদারা সারাদিন মা ছেলের চটি গল্প লইয়া থাকেন, বাস্তবেও আপনারা এমন নিকৃষ্ট। আর এখানে আসিয়া বলেন বুঝেন না তাই না ???
৮|
২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৫
পুরানমানব বলেছেন: রাজীব নুর বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ আবার কি?
এই বাংলাদেশে বলা হবে- জয় বাংলা। ব্যস, কথা শেষ।
আপনি লেখা চুরি ছাড়িয়া দিচ্ছেন ?
''ইনকিলাব জিন্দাবাদ'' হইতেছে আপনার মতো চোর আর বাটপারদের হোগায় দেওয়া আছোলা বাঁশ।
৯|
২২ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮
অগ্নিবাবা বলেছেন: হায় হায়, এই পুরাইদানব বলে কি? গালি দেতা হে। আমি একজন বাংলাদেশের গন্যমান্য ন্যাতার বলা বহুল আলোচিত দুইটা শব্দের অর্থ জানতে চাইলাম, আর এই পুরাইদানব গালি দিয়ে নিজের পরিচয় জানিয়ে গেল। বেশ বেশ, মডুর কাছে বিচার চাইব?
মোটেও না, বাংলাদেশীরাও যেখানে সুবিচার পাচ্ছে না, সেখানে আমি অন্যদেশের সেকুমাকু কি বিচার পাবো? তয় এই দানব ভাইরে গালির বদলে জয় বাংলা বললাম, এইবার দানবের জ্বলন শুরু হবে, এনারে দেখা মাত্র বলতে হবে জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। ভাইয়ের রাতের ঘুম হারাম।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার পায়ের নিচে
আগুন জ্বলছে
মাটি ফুড়ে আওয়াজ উঠবে
ইনকিলাব জিন্দাবাদ!
............................................................
এমন কোন সম্ভাবনা আছে নাকি ???