নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল মি ডুড, ম্যান!

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

কুচ্ছিত হাঁসের ছানা

Gentlemen, You cant fight here, this is the WAR room.

কুচ্ছিত হাঁসের ছানা › বিস্তারিত পোস্টঃ

বিক্রি হচ্ছেন আপনি এবং আপনার ফেসবুক লাইক

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

কোথায় যেন শুনেছিলাম, আপনাকে যখন কোন কিছুর জন্য পে করতে হচ্ছে না, তার মানে বুঝে নেবেন যে আপনি নিজেই পণ্য।



আপনি কি জানেন যে ফেসবুকে আপনি একটা পণ্য মাত্র? আপনি জানেনও না আপনাকে কয়বার বিক্রি করা হয়েছে। না আমি মার্ক জাকারবার্গের কথা বলছি না। আপনাকে বিক্রি করছে ক্লাস এইট নাইনে পড়া লাফাঙ্গা পোলাপান।



কাবা ঘরের জন্য কয়টি লাইক, কিংবা যারা মা কে ভালবাসেন তারা লাইক দিন ইত্যাদি কথায় ধর্মীয় জোশে কিংবা ইমোশনাল হয়ে আপনি যেই লাইক দিচ্ছেন, সেগুলো বিক্রি করা হচ্ছে দেদারসে। আপনিই পণ্য। প্রকার ভেদে প্রতি ১০০০ লাইক বিক্রি হয় ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।

চটি পেইজ কিংবা অশ্লীল পেইজ তো আছেই। পেইজ গুলো প্রোমোট করার জন্য যে এরা কতটা নিচে নামতে পারে আপনার ধারণাও নেই। সানি লিওনির ছবি পোস্ট করে পরক্ষণেই কাবা ঘরের ছবি পোস্ট করে। আর মুমিন মুসলমান সেগুলো দেখে সুবহানাল্লাহ জপতে থাকে।







মহানবীর (স) এর রওজার ছবিতে লাইক না দিলে নাকি আপনি কাফির হয়ে যাবেন, কিংবা শেয়ার না করলে আপনি মুসলিম থাকবেন না, কিংবা কোন ছোট বাচ্চা নামাজ পড়তেছে সেটা দেখিয়ে, কিংবা অশ্লীল জোক্স পোস্ট করে যে যেভাবে পারে লাইক আদায় করছে।



যে কেউই কয়েক ক্লিকে ফেসবুক পেইজ খুলে ফেলতে পারার সুবিধা যোগ করায় পর্ণ পোস্ট করা, অশ্লীল ছবি কিংবা চটি পোস্ট করা নোংরা এই পেইজগুলো বন্ধ করা একরকম অসম্ভব। আর পেইজের অ্যাডমিনেরা বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়স্ক কিংবা বয়স্ক হলেও কুরুচিমনা এবং বেশ কয়েকজন আছে মাদকাসক্ত। যাদের পেইজে লাইক দিয়ে আপনি তাদের দলেই ভিড়ছেন না? প্রাইভেসির লঙ্ঘন, ভাইরাস, ফিশিং কিংবা স্ক্যামের ঝুঁকির কথা আপাতত চিন্তা নাই করলাম আপাতত।







এরা কয়েকজন্য এতটাই অশিক্ষিত যে ফ্যান বানানটাও ঠিকমত লিখতে পারে না।







বাংলিশও লিখে মুরাদ টাকলা স্টাইলে।



কথা গুলো অতিরঞ্জিত মনে হচ্ছে? চিন্তা করুন, যদি টাকা পয়সার ব্যাপার জড়িত না থাকত, তাহলে এরা দিন রাত নিজের ঘুম হারাম করে সারাদিন পোস্ট দিয়ে লাইকের জন্য এত কান্নাকাটি করবে কেন? আরে ভাই, কাম অন, একটু মাথাটা খাটিয়ে চিন্তা করুন।

কখনো সন্দেহ হয় নি আপনার যে পেইজগুলো কেন আরেক পেইজে লাইক দিতে বলছে? এইটাকে বলে প্রোমোট করা, (অশিক্ষিত অ্যাডমিনগুলা অবশ্য একে বলে পমোড করা বলে জানে)। এই প্রোমোট করাতেই কাহিনী শেষ না। এসফোরএস কিংবা এলফোরএল সহ আরো কি কি যেন আছে, সেগুলো নিয়ে পরে পোস্ট দেব।









তবু বিশ্বাস হয় না? স্ক্রীনশটগুলো দেখুন।































সবচেয়ে নোংরা পেইজেগুলোর অ্যাডমিন কয়েকজনের ফেসবুক আইডি নিচে দেয়া হল।



Klanto Angkur Obishranto

https://www.facebook.com/obishanto

Bahar Hossain

https://www.facebook.com/bahar.hossain

Åvash Islam

https://www.facebook.com/avs.islam

Talash Mahmud Biswas

https://www.facebook.com/talashmahamud



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

১১স্টার বলেছেন: ভয়ংকর তথ্য দিলেন। আমি ও ব্যাপার টা খেয়াল করছি।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমার সব থেকে খারাপ লাগে যখন দেখি কোন ধর্মীও বিষয় ফেসবুকে শেয়ার করা হয়েছে কিন্তু টপিকটা একটা ১৮+ পেজের।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

নীড় ~ বলেছেন: আপনার সমস্যাটা কোথায় বোঝা গেলোনা।

কেউ যদি ফেসবুক পেজ বানিয়ে কৌতুক বা অন্য কন্টেট পোস্ট করে পাবলিকের লাইকের মাধ্যমে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করে তাহলে সমস্যা কোথায়? পৃথিবীর বিভিন্ন দেশের অনেক তরুনই এভাবে টাকা ইনকাম করছে।

আর শ্লীল অশ্লীল সেটা নিজের ব্যপার, আপনি সানি লিওনের ছবি দেখতে না চাইলে সেসব পেজে লাইক দেবেন না। যার সানি লিওন ভালো লাগে সে পেজ খুললে বা লাইক দিলে আপনার সমস্যা কোথায়? তারা তো ফোসবুক এর নীতিমালা ভঙ্গ করতেছেনা।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

বিডি ফুল বলেছেন: ১১স্টার বলেছেন: ভয়ংকর তথ্য দিলেন। আমি ও ব্যাপার টা খেয়াল করছি। তবে আমার কিন্তু এই সব পেইজ দেখলে কেন যেন সন্দেহ লাগে!!

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ফেসবুকেও তাহলে ধান্দা হচ্ছে?!!! ;)

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

Engr. Atiqur Rahman বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান পোস্টের জন্য।
আসলে আমাদের লাইক যাতে বিক্রি না হয়, সেদিকে খেয়াল রাখা দরকার।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

চৌধুরী_সাহেব বলেছেন: এরা সবকটা মানসিক বিকারগ্রস্হ! X( X( X(

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

আতিকুল০৭৮৪ বলেছেন: ami emnitei egulate like dei na..ei post pore aro sabdhan hobo

৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২

কালোপরী বলেছেন: :| :| :| :| :| :|

১০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

শিপু ভাই বলেছেন:
ব্যাপারটা কিছুটা অনৈতিক কিন্তু ক্রাইম মনে হচ্ছে না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.