নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল মি ডুড, ম্যান!

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

কুচ্ছিত হাঁসের ছানা

Gentlemen, You cant fight here, this is the WAR room.

কুচ্ছিত হাঁসের ছানা › বিস্তারিত পোস্টঃ

ভিতরে অক্সিজেন কইমা আসতেছে, অন্ধকার তাই আলো লাগবে, ক্ষুধা-তৃষ্ণা, লাশের গন্ধ, অক্সিজেনের অভাব এবং গরমের জন্য ভিতরে আটকা মানুষ গুলো আস্তে আস্তে মারা যাচ্ছে... প্লীজ তাড়াতাড়ি করুন

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

চার্জ লাইট দরকার, ব্যাটারি দরকার, পানি দরকার, অক্সিজেন দরকার, খাবার দরকার, রক্ত দরকার, ভাই যার যার কাছে যা আছে দয়া করে সাভারে রানা প্লাজায় দিয়ে আসেন।

এই খানে ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী শুধু না, উদ্ধার কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ দরকার, দরকার সাহায্য করার মানসিকতার।



সেই সাথে ছোট ছোট অনেক জিনিস দরকার (ইভেন ছোট একটুকরা কাঠ যেইটা খুঁইজা পাইতেও বেগ পাইতে হইতেছে), ভাই দয়া কইরা স্পটে যান, গেলেই দেখবেন কিছু না কিছু করার আছে, চার্জার লাইট দেন, বাল্ব দেন, পানি/বিস্কুট খাবার, চার্জার ফ্যান এইগুলা কিনা দ্যান.... না পারলে রক্ত দিয়া আসেন, তাও না পারলে ট্যাকা দিয়া আসেন যাতে অন্যেরা কিছু কিনা দিতে পারে।



বিশ্বাস না হইলে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দেখেন। না হয় গিয়া দেখেন। আমার বাসা সাভারে, আব্বা, বড় ভাই, বন্ধুদের সাথে কথা বইলা +টিভি দেইখা জানলাম এইসব।

ভিতরে অক্সিজেন কইমা আসতেছে, অন্ধকার তাই আলো লাগবে, ক্ষুধা-তৃষ্ণা, লাশের গন্ধ, অক্সিজেনের অভাব এবং গরমের জন্য ভিতরে আটকা মানুষ গুলো আস্তে আস্তে মারা যাচ্ছে... প্লীজ তাড়াতাড়ি করুন। দেরি করলে ভিতরের জীবিত থাকা মানুষগুলাও মারা যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

হ্যারিয়ার টু বলেছেন: ফায়ার সার্ভিসের ট্রেনিংপ্রাপ্ত ভলেন্টিয়ারদের তলব করা দরকার। এরা লক্ষাধিক সারাদেশেই আছে।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩

ইসপাত কঠিন বলেছেন: এটাকেই বলে দায়িত্বশীল ব্লগিং। ধন্যবাদ আপনার লেখার জন্য। আমি আছি সুদুর চট্টগ্রামে। তাই যেতে পারছি না। ঢাকায় থাকলে যেতাম।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

হারকিউলিস বলেছেন: অসাধারণ পোষ্ট। :) চালিয়ে যান ভাই। নো টেনশন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

সাউন্ডবক্স বলেছেন: Bolar moto kichu pacchi na....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.