নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল মি ডুড, ম্যান!

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

কুচ্ছিত হাঁসের ছানা

Gentlemen, You cant fight here, this is the WAR room.

কুচ্ছিত হাঁসের ছানা › বিস্তারিত পোস্টঃ

কে ভাই আপনি?

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬

আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুমুস সালাম, কে ভাই আপনি?
- আমাকে চিনেন নাই?
- সরি ভাই, চিনতে পারতেছি না।

আরেকটি লোক এসে বলল, সবার কথা ভাইয়ের মনে থাকবে না। উনি বেজায় বিজি মানুষ। উনি মাঝে মাঝেই জাতিকে ফেসবুকে পাবলিক স্ট্যাটাস দিয়া ব্যাপারটা মনে করায়া দেন।
ভিতরে ভিতরে মেজাজ খারাপ হইলেও কাষ্ঠ হাসি অক্ষুন্ন রহিল।
দেখেন ভাই, আমি একটু দৌড়ের উপরে আছি ... যা বলার বলেন, না হলে আমাকে একটু যেতে হবে।
প্রথম ব্যক্তি বলিলেন, আচ্ছা চলেন চাবিড়ি খায়া আসি।
মানে?
আরে ভাই আপনিই না সেই দিন স্ট্যাটাস দিলেন, দোস্ত তোর কাছে জাস্ট একটাই আবদার, ১০ টা মিনিট দিস, একলগে দাঁড়ায়া চাবিড়ি খামু, তারপর তুই তোর অফিসে, আমি আমার রাস্তায়।
------------------------------------------------------------
চাবিড়ি খাইতে খাইতে লোকটারে জিগাইলাম,
আপনেরা আমার only me দেওয়া স্ট্যাটাসের কথা কেমনে জানেন? আপনারা কি ডিবির্লোক? নাকি NTMC? নাকি অন্য কেউ?
লোকটা চায়ে চুমুক দিয়া বলল, জ্বি না ভাই, আমরা আপনার পোস্ট না করা লেখাগুলা। মানুষের বেশ ধইরা আসছি। আমাকে আপনি ডিলিট করছিলেন কয়েক বছর আগে।
- মানে কি? inside out সিনেমার মত নাকি? anger, happiness এরা সবাই মানুষের বেশ ধইরা আসে যে, আপনেরাও কি উই রকম কিছু নাকি?
= হ ভাই, ঠিক ধরছেন, এই দোকানদার হইলো আপনের আরেকটা মেসেজ, যেইটা আপনি লেইখাও কেটে দিছিলেন। ওই লোকটা হইলো আপনের আরেকটা ইমেইল, যেইটা আপনে আপনের প্রেমিকারে পাঠানোর সাহস পান নাই। ডিলিট করে দিছিলেন। আর ওই যে পিচ্চিটাকে দেখতেছেন, ওরে ডিলিট করছিলেন কয়েক মাস আগে, কুমির ভাইয়ের মৃত্যুর সময়।
- মিয়া, তার মানে ঠিক্কিকৈবার্চান? আমি একটা কিছু লেইখা সেইটা পোস্ট না করলেই আপনাদের এইখানে একটা কইরা বাচ্চা পয়দা হয়?
= জ্বি ভাই। That is my point.
- তারমানে মেইল draft এ রাখলে আপনাদের world এ কেউ pregnant হয়? এই world এ কেউ মইরা গেলে কি সেই লেখাটা facebook এ auto post হয়া যাবে?
= রেগে গেলেন তো হেরে গেলেন। নেন, বিড়ি খান।
- না ভাই, i want to smoke what you had been smoking.


(বহুদিন পর, প্রায় ৬ বছর পর কেন পোস্ট করলাম)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৬ বছর পর পোস্ট দিলেন? ভালো করলেন। শুভেচ্ছা স্বাগতম, হাঁসের বাচ্চার আগমন

২| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১২

বিদ্রোহী সিপাহী বলেছেন: শুভেচ্ছা নিবেন ভাই। আত্মউপলব্ধি নাকি ভয়ংকর ভাবনা! কাছাকাছি মানের কিছু একটাও যদি সত্যি হয়?

৩| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:




শুভেচ্ছা, ফিরে এসেছেন, থাকুন, লিখুন; এই লেখাটা মোটাুটি ভালো হয়নি।

৪| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গল্প বুঝি নাই
তবে আপনি ফিরে এসেছেন
সে জন্য ধন্যবাদ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

৬| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম!
তবে লেখাটা বুঝি নাই।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন ছানা?

অনেক দিন পর ব্লগে দেখছি।

নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.