| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলমের কালি শেষ
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আজ বসত আমার এই শূন্য বাগানে,
কেউ কী করবে চাঁদটাকে আড়াল,
তবেই তো পাবো একটি পূর্ণ বনবাস,
শূন্যতাকে ভেবেছি পূর্ণাঙ্গ পূর্ণতা !
দুঃখে নেই আমার কোন বিরাগ,
হয় দুঃখ ছাড়া আমার জীবন বিস্বাদ,
দুঃখকে ভাবি আমি স্বজন অতি আপন !
দুঃখ দিয়েছে আমায় হৃদয়ে একটি আয়না,
সে আয়নায় দেখি আমি শত সুখের পায়রা,
এই দুঃখগুলো থাকুক সুখে এ আমার চাওয়া!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাল লাগার মন্তব্যে অনেক ধন্যবাদ নকীব কম্পিউটার ভাই ।
ভালো থাকুন সবসময় ।
২|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: দুঃখকে সুখে দেখার কবিতা।
++++
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
কলমের কালি শেষ বলেছেন: হ্যা তাই ।
ভাল লাগার মন্তব্যে অসংখ্য ভাল লাগা বিজন রয় ভাই ।
শুভ কামনা রইলো ।
৩|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ,
এতোদিন পরে এসেই দুঃখের চারাগাছ লাগিয়ে গেলেন ব্লগের জমিনে ?
দুঃখ থাকুক সুখে শুধু কলমের মুখে .... +
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯
কলমের কালি শেষ বলেছেন: হা হা । আরে নাহ । দুঃখকে আপন ভাবানোর জন্য এসেছি । দুঃখহীন জীবন পানসে !
পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক আহমেদ জী এস ভাই ।
শুভ কামনা সবসময় । ![]()
৪|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: দুঃখ দিয়েছে আমায় হৃদয়ে একটি আয়না,
সে আয়নায় দেখি আমি শত সুখের পায়রা,
এই দুঃখগুলো থাকুক সুখে এ আমার চাওয়া! .... +।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।
ভাল থাকুন সবসময় । ![]()
৫|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুঃখের সাথেই আমাদের নিত্য বসবাস। সুন্দর কবিতা।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
কলমের কালি শেষ বলেছেন: হ্যাঁ, দুঃখ ব্যাতিরেকে জীবন কল্পনা করা যায় না ।
ভাল থাকবেন সবসময় । ![]()
৬|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতায় বৈরাগ্যের গন্ধ পাই হে কবি... ঘটনা কি? ![]()
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । শত প্রেম মরে গেলেও আমার দ্বারা বৈরাগ্য সাধন হবে না বোমা ভাই । এসব ভ্রমণ কারিগর দ্বারাই সম্ভব হইবার পারে !
সুন্দর মন্তব্যে ভাল লাগা অনেক বোমা ভাই ।
শুভ কামনা রইলো । ![]()
৭|
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২২
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ উল্টা দূরবীন ভাই ।
শুভ কামনা রইলো । ![]()
৮|
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: বেশ...
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে ভাললাগা অনেক হামা ভাই ।
ভাল থাকবেন সবসময় । ![]()
৯|
২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১১
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগার মন্তব্যে ভাল লাগলো অনেক কাজী ফাতেমা ছবি ।
ভাল থাকুন সবসময় । ![]()
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
নকীব কম্পিউটার বলেছেন: চমৎকার কবিতা!