নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

জনগণ বনাম সরকারি চাকুরিজীবী: রিপিট টেলিকাস্ট

২১ শে জুন, ২০২০ রাত ১০:০৭

রিপিট টেলিকাস্ট তো, তাই শুরুতেই আগের পোস্টের লিংক- (জনগণ বনাম সরকারি চাকুরিজীবী) দিয়ে রাখলাম।

সেই পোস্টে আমি সরকারি কর্মকর্তা, কর্মচারীদের আচরণ এবং আমরা সাধারণ জনতার অধিকার, হাহাকার নিয়ে লিখেছিলাম। সেখানে বিজন রয় দাদাভাই আমাকে বলেছিলেন,

পোস্টে উনার আমার কথোপকথন হয়েছিলো ০৮ জুন, ২০১৮ তারিখ রাতে।
আজ ২১ জুন, ২০২০ তারিখ রাত, আপনাদের দোয়ায় কিভাবে কিভাবে যেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ ‍পুলিশ পরিদর্শক পদের একটা চাকুরি হয়ে গেছে আমার। ট্রেনিং ট্রুনিং শেষ করে অবশ্য চাকুরিটা হয়েছে আমার এবছরের ফেব্রুয়ারি মাসে।


এখানে আমি বিজন রয় দাদাভাইয়ের কথাগুলোকে যোগাত্মক যোগান বা রসদ হিসেবে নিয়েছ যা আমার পাথেয় হিসেবে কাজ করবে।
দাদাভাই, বয়সের শেষের কালেও একই কথা বলতে চাই। বয়সও হয়েছে আশা করি বুঝার মতো, শুধু অভিজ্ঞতাটা দরকার। এটা যেনো পজিটিভ মানে যোগাত্মক হয় সেই প্রার্থনা করবেন। আপনার সাথে আরো বেশি যোগাযোগ করতে আগ্রহ প্রকাশ করছি, সুযোগ দিবেন আশা করি।


সামুর লোকজন, দোয়া, আশীর্বাদ, প্রার্থনা যে যা করেন, করবেন যেন বয়সকালে ভালো অভিজ্ঞতা ঝুলিতে জমা হয়।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ রাত ১০:২৩

রাকু হাসান বলেছেন:


দারুণ জবাব ! বাকিটা জবাবটা যেন সারা জীবন দিতে পারেন,সেই কামনা করি । অভিনন্দন আপনাকে।

২| ২১ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

কল্পদ্রুম বলেছেন: আপনার লিংকের লেখাটা পড়ে আসলাম।বিজন রয় দাদার মন্তব্য যে পজিটিভলি নিয়েছেন এজন্য আপনার প্রশংসা প্রাপ্য।আমার নিজের পেশাগত মতের কথা বলি।সম্মান পাওয়া এবং দেয়ার জন্য সবার আগে পরিমিতি জ্ঞান থাকা জরুরি।আর ব্যক্তিগতভাবে আমি যে কোন সরকারি পেশার এই সেবাদান কনসেপ্ট পছন্দ করি না।আপনি নিজেই লিখেছেন জনগণ আপনাকে বেতন দিচ্ছে।সুতরাং জনগণকে আপনি যেটা দিবেন সেটা হলো সার্ভিস।সারা মাস কাজ করে বেতন না নিলে সেটা হতো সেবা।সার্ভিস দেওয়ার জন্য আপনার দায়িত্বের ভিতরে যতটুকু এটিকেট মানা দরকার তা মানলেই যথেষ্ট।এর চুল বেশি না।এক চুল কমও না।

৩| ২১ শে জুন, ২০২০ রাত ১০:৪০

বেনামি মানুষ বলেছেন: ২১ শে জুন, ২০২০ রাত ১০:৩৪

রাকু হাসান বলেছেন:


দারুণ জবাব ! বাকিটা জবাবটা যেন সারা জীবন দিতে পারেন,সেই কামনা করি । অভিনন্দন আপনাকে।




পার্থনা করবেন।
বিজন রয় দাদা কি নিয়মিত না এখন

৪| ২১ শে জুন, ২০২০ রাত ১০:৫১

বেনামি মানুষ বলেছেন: কল্পদ্রুম বলেছেন:...সম্মান পাওয়া এবং দেয়ার জন্য সবার আগে পরিমিতি জ্ঞান থাকা জরুরি।...সার্ভিস দেওয়ার জন্য আপনার দায়িত্বের ভিতরে যতটুকু এটিকেট মানা দরকার তা মানলেই যথেষ্ট।এর চুল বেশি না।এক চুল কমও না।

ঠিক আছে। সার্ভিস দিলে দিলাম না দিলে মেপে দিলাম সমস্যা নাই। অনেক সময় কাঙ্ক্ষিত সার্ভিস না দিতে পারলেও শুধু ভালো আচরণ দিয়ে খুশি করা সম্ভব। এর জন্য আলাদা সময় বা অর্থ ব্যয়ের প্রয়োজন পড়ে না, বাজে ব্যবহার করার সময়টুকু শুধু ভালো ব্যবহার করার ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে।
আপনার কথার দ্বিমত করছি না।

৫| ২১ শে জুন, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৩২

বেনামি মানুষ বলেছেন: রাজীব নুর বলেছেন: কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?

আমরাই ভালোবাসি। :)

৬| ২১ শে জুন, ২০২০ রাত ১১:১৯

কল্পদ্রুম বলেছেন: পরিমিতি বোধ বলতে সার্ভিসের পরিমিতি বোধ বুঝাইনি।আচরণের পরিমিতি বোধকে বুঝিয়েছি।আপনি যে স্যার/জনাব ডাকার ব্যাপারে লিখেছেন ওটার প্রেক্ষিতে লিখেছি।উর্ধতন কারো কাছে স্যার ডাকতে ডাকতে হেঁচকি না তুলে ফেললেই হলো।আপনার অধঃতনরাও যেন আপনার ক্ষেত্রে তা না করে।বিনয় আর তেলামি,ভালো রসবোধ আর ভাঁড়ামোর ভিতরে পার্থক্য বুঝে চলতে পারলে হলো।আমার নিজের প্রফেশনে দেখেছি কিছু সিনিয়ররা এত মাই ডিয়ার ভাব দেখাতে যান যে শেষ পর্যন্ত তা ছ্যাবলামো পর্যায়ে চলে যায়।আবার কিছু সিনিয়র ব্যক্তিত্ব দেখাতে গিয়ে নিজের কলিগদের কথারও ঠিকমত জবাব দেন না।এই দুই দলের কোন মানুষই শেষ পর্যন্ত সম্মান পান না।এই জন্য বলেছি সব ক্ষেত্রে পরিমিতি জ্ঞান থাকা জরুরি।এটা তো বই পড়ে হবে না।কাজ করতে করতে আস্তে আস্তে তৈরি হয়ে যায়।আপনার জন্য শুভকামনা ভাই।অযাচিত জ্ঞান দিয়ে ফেলেছি অনেক।কিছু মনে করবেন না।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৪২

বেনামি মানুষ বলেছেন: কল্পদ্রুম বলেছেন: ...আপনার জন্য শুভকামনা ভাই।অযাচিত জ্ঞান দিয়ে ফেলেছি অনেক।কিছু মনে করবেন না।

না ভাই, কিছু মনে করবো কেন! বরং সমৃদ্ধ হলাম।

৭| ২২ শে জুন, ২০২০ রাত ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধা । আপনি উদার মনের মানুষ

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৭

বেনামি মানুষ বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধা । আপনি উদার মনের মানুষ

ভালোবাসা নিবেন।

৮| ২২ শে জুন, ২০২০ রাত ১২:৪৪

শের শায়রী বলেছেন: আজকে আপনাকে অভিনন্দন ভাই, ঠিক দু' বছর পর যদি আপনি আমি বেচে থাকি তবে এমন করে আর একটা পোষ্ট দেখতে চাই আপনার কাছ থেকে যে আপনি আপনার অবস্থান ধরে রেখেছেন। আপনি বয়সে আমার ছোটই হবেন। দোয়া রইল সারা জীবন যেন এমনই থাকেন। দোয়া রাখবেন ভাই। একজন দুই জন থেকে পরিবর্তন সুচিত হয়। ভালো থাকুন।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২

বেনামি মানুষ বলেছেন: শের শায়রী বলেছেন: আজকে আপনাকে অভিনন্দন ভাই, ঠিক দু' বছর পর যদি আপনি আমি বেচে থাকি তবে এমন করে আর একটা পোষ্ট দেখতে চাই আপনার কাছ থেকে যে আপনি আপনার অবস্থান ধরে রেখেছেন। আপনি বয়সে আমার ছোটই হবেন। দোয়া রইল সারা জীবন যেন এমনই থাকেন। দোয়া রাখবেন ভাই। একজন দুই জন থেকে পরিবর্তন সুচিত হয়। ভালো থাকুন।
জি, বেঁচে থাকলে হবে।
প্রার্থনা করবেন, আমিও করবো।

৯| ২২ শে জুন, ২০২০ রাত ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক অভিনন্দন রইল। যে পথে হাটতে যাচ্ছেন, সেটা খুব কঠিন, তবে পাড়ি দেয়া অসম্ভব কিছু নয়।
ইনশাল্লাহ! আপনি আপনার অবস্থান থেকে সামনে এগিয়ে যাবেন, এই প্রার্থনাই করি।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৩

বেনামি মানুষ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক অভিনন্দন রইল। যে পথে হাটতে যাচ্ছেন, সেটা খুব কঠিন, তবে পাড়ি দেয়া অসম্ভব কিছু নয়।
ইনশাল্লাহ! আপনি আপনার অবস্থান থেকে সামনে এগিয়ে যাবেন, এই প্রার্থনাই করি।


জি, অসম্ভব কিছুই নাই, প্রার্থনা করবেন।

১০| ২২ শে জুন, ২০২০ ভোর ৪:৪১

নিরীক্ষক৩২৭ বলেছেন: আশা করি বয়সের শেষ পর্যন্ত যেন এই মানসিকতা ধরে রাখতে পারেন।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৫

বেনামি মানুষ বলেছেন: নিরীক্ষক৩২৭ বলেছেন: আশা করি বয়সের শেষ পর্যন্ত যেন এই মানসিকতা ধরে রাখতে পারেন।

জি, ধরে রাখতে চেষ্টা করবো।

১১| ২২ শে জুন, ২০২০ সকাল ১১:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অভিনন্দন! সহব্লগারদের মধ্যে কতজন পুলিসে আছেন জানি না।

প্রতিটি দেশে পুলিস সদস্যরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে চাকরি করেন। গরীব, স্বল্পশিক্ষিত এবং জনবহুল দেশে এসব প্রতিবন্ধকতা আরও বেশি এবং বহুমাত্রিক।

আশা করছি, আপনি নিজের ব্যক্তিত্ব ও মূল্যবোধ রক্ষা করে বিশেষত ব্লগারদের জন্য গর্ব নিয়ে আসবেন।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৮

বেনামি মানুষ বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
...প্রতিটি দেশে পুলিস সদস্যরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে চাকরি করেন। গরীব, স্বল্পশিক্ষিত এবং জনবহুল দেশে এসব প্রতিবন্ধকতা আরও বেশি এবং বহুমাত্রিক।...


অনেক প্রতিবন্ধকতা, বাক্যের পরের অংশতো আরও সত্য। তবুও কাজ করতেই হবে।

১২| ২২ শে জুন, ২০২০ দুপুর ১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সরকারি চাকরির জন্য অভিনন্দন।

আসলে সবাই এক নয়। আমি সরকারি চাকরিজীবী হিসেবে অভিজ্ঞতার আলোকে বলতে চাই-আপনি যেমন চাইবেন ঠিক তেমনই পরিবেশ সৃষ্টি হবে আপনার কর্মে ক্ষেত্রে। আপ ভালতো জগৎ ভালর মত অবস্থা। এতে আপনার পিছনে কেউ কেউ লাগবে তবে সৎ ও সঠিক পথে থাকলে সব বাধাই পেরোনো যায়।

সবুজ বাটনে ক্লিক করে প্রতিউত্তর দিন তাহলে মন্তব্যকারী আপনার উত্তর দেখতে পাবে।

ধন্যবাদ।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০২

বেনামি মানুষ বলেছেন:
সবুজ বাটনে ক্লিক করে প্রতিউত্তর দিন তাহলে মন্তব্যকারী আপনার উত্তর দেখতে পাবে।

জি, সেগুলো ফোন হতে দিয়েছিলাম, তাই সুবিধা করতে পারিনি, ধন্যবাদ আপনাকে।

১৩| ২২ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি ঘুষ খাবেন না।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০৪

বেনামি মানুষ বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি ঘুষ খাবেন না। :)

ঘুস খাবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.