
আমি একশ টাকা কর দিলে তা থেকে ২০.৫০ টাকা বেতন হিসেবে দেয়া হবে সরকারি চাকুরিজীবীদের। ৯.১ টাকা দেওয়া হবে তাদের পেনশন হিসেবে।

সূত্র: প্রথম আলো, ০৮/০৫/২০১৮, পৃষ্ঠা- ৫।
প্রতি বছরই আমার টাকার নির্দিষ্ট একটা অংশ তাদের দিয়ে দেই, আমার টাকায় যদি তারা বেতন পায়, পেনশন পায় তবে সরকারি অফিস আদলতে গেলে পরে আমারই কেনো তাদের স্যার স্যার, হুজুর হুজুর করা লাগে?
কেনো আমি আমার জীবনের কোনোদিনও কোনো বাংলাদেশি সরকারি করমকরতা/কর্মচারীকে কখনো সেবা নিতে আসা লোকগুলোকে স্যার/ হুজুর/ জনাব/ মহাশয় বলতে শুনলাম না?
এসব সম্বোধন দূরে থাক, কাঙ্ক্ষিত সেবাটা পেতেই আমাদেরই কেনো তাদের এতো তোষামোদ করতে হয়?
কেনো বাংলাদেশে এরকম সমস্যা তৈরী হলো?
বাংলাদেশের এই চিত্র কি কভু পরিবর্তিত হবে?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




