কবিতাঃ সাঁঝ বেলার গান
সাঁঝবেলাতে দিগন্তরেখায়
অপার্থিব এক ছবি।
বেলা শেষের মুগ্ধতায়
কল্পলোকে কবি।
আকাশ পথে সারি সারি
বলাকারা যায় ছুটে
হাজার আলোর ঢেউ পিছু নেয়
মেঘ পাহাড় টুটে।
অলীক হতে স্বপ্নমায়া
জলস্পর্শে ভাসে
মোহমায়ায় ফুলকলি সব
খিলখিলিয়ে হাসে ।
ফুল সুবাসে আহ্লাদিত মেয়ে
দখিনা বাতাস।
চিরচেনা ছবি এঁকে যায়
প্রকৃতির ক্যানভাস।
গুন গুন গুন গুঞ্জরিছে
পথহারা অলি।
গোঠ ছাড়ছে ধেনু লয়ে
রাখালবালকগুলি।
আবির রাঙা মেঘপাহাড়
দেখতে সবিশেষ।
বাঁশবাগানে পাখির... বাকিটুকু পড়ুন