মেঘলা দিনে
আজ মেঘলা দিনের মলিন মনে
হবে কথা তোমার সনে
ভেজা পাতায় ভেজা ক্ষনে
চুপিচুপি আনমনে
আজ মেঘলা দিনে।।
আজ সময় গুলো অসময়ে
যাচ্ছে চলে কোথায়!
টুপুরটাপুড় ঝনঝনাঝন
বেঙের ডাকে বৃষ্টির ফোঁটায়
আজ মেঘলা দিনে।।
আজ জল গুলো সব দল বেধে
ওতপেতেছে বাধা হয়ে
সারাক্ষন'ই যেন বিষন্ন সন্ধ্যা!
গগন কাদে আর কে কোথায় কাদে?
আজ মেঘলা দিনে। বাকিটুকু পড়ুন
