তুমিহীনতাকে আমি বলি শূন্যতা
তুমিহীন এই আমার থাকা আর না থাকা
একই কথা,
তুমি হীনতাকে আমি বলি নিঃসঙ্গতা
যদিও থাকি অজস্র মানুষের ভীড়ে
আপন নীড়ে ;
তুমিহীনতাকে আমি বলি ব্যর্থতা
যদিও আর সব সফলতা বসত গড়ে আমায় ঘিরে।
তুমিহীন এই আমি মৃতের সমান কিংবা জড়
কেমন আছি কোথায় আছি হলফ করে বলতে পারো
আমি এখন কোমায় আছি বোমার ভয়ও ছিলো... বাকিটুকু পড়ুন




