রেজিস্ট্রেশন/ নিবন্ধন প্রক্রিয়া:

সামহোয়্যারইন ব্লগের নতুন ভার্সনে নিবন্ধন প্রক্রিয়াটি আগের চাইতে অনেক সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে। অল্প কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনিও সামহোয়্যারইন ব্লগের একজন নিবন্ধিত ব্লগার হতে পারেন। সরাসরি নিবন্ধন করার জন্য এই লিংকে ক্লিক করুন। অথবা http://www.somewhereinblog.net/ এই ঠিকানায় প্রবেশ করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরন করুন:

১।



ব্লগ সাইটে প্রবেশ করার পর ‘কমিউনিটিতে যোগ দিন’ বাটনে ক্লিক করুন।

২।



কি বোর্ড বেছে নিন অপশন থেকে আপনার সুবিধামত কি বোর্ড বেছে নিন। তারপর আপনার ব্লগটি যে নামে দেখতে চান সেই নামটি লিখুন। উদহারণ হিসেবে বলা যায়, আপনি যদি ছদ্মনামে ব্লগিং করতে চান, তাহলে এখানেই সেই ছদ্ম নামটি দিন। আর যদি নিজের আসল নামে ব্লগিং করতে চান, তাহলে আপনার আসল নামটি এখানে দিন। ব্লগ কমিউনিটিতে সবাই আপনাকে এই নামেই চিনবে।

৩।


লগে নিবন্ধনের জন্য ইমেইল একটি গুরুত্বপূর্ন ব্যাপার এবং অবশ্যই তা এক্টিভ থাকতে হবে। পরবর্তীতে ব্লগ সংক্রান্ত বিভিন্ন কাজে আপনার এই ইমেইল ঠিকানাটি প্রয়োজন হবে। ইমেইল নির্বাচন করার পর আপনার ব্লগ একাউন্টের নিরাপত্তা রক্ষার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করুন। এরপর আপনাকে একটি লগ ইন নাম দিতে হবে। প্রতিবার ব্লগে প্রবেশের সময় এই নামটি দিয়েই ব্লগে প্রবেশ করতে হবে। মনে রাখবেন, আপনার লগইন নাম ব্লগ ইউআরএলের মাধ্যমে অন্যদের কাছে দৃশ্যমান থাকবে। নিচের ছবিটি দেখুন:



এখানে kalponik নামটি হচ্ছে জনৈক ব্লগারের ইউজার/ লগইন নাম, যা দিয়ে তিনি লগইন করে ব্লগে প্রবেশ করবেন।

৪।


এরপর আপনার মনিটরে ভেসে উঠা সিকিউরিটি কোডটি সঠিক ভাবে দিলেই ব্লগার হিসেবে আপনার নিবন্ধন প্রক্রিয়াটি প্রায় শেষ ধাপে পৌঁছে যাবে।

৫। এর পর আপনাকে সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী পড়ে দেখতে হবে। যদি আপনি রাজি থাকেন, তাহলে সম্মতি প্রদান করলেই আপনার নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

এরপর ব্লগ অ্যাকটিভেট করার জন্য আপনার নিবন্ধিত ইমেইল ঠিকানায় একটি অ্যাকটিভেশন লিংক পাঠানো হবে। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমে আপনার ব্লগটি চালু হবে। আপনি যদি আপনার ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইলও চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে আমাদেরকে [email protected] ঠিকানায় মেইল করুন।