সামহোয়্যারইন ব্লগের নতুন ভার্সনে নিবন্ধন প্রক্রিয়াটি আগের চাইতে অনেক সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে। অল্প কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনিও সামহোয়্যারইন ব্লগের একজন নিবন্ধিত ব্লগার হতে পারেন। সরাসরি নিবন্ধন করার জন্য এই লিংকে ক্লিক করুন। অথবা http://www.somewhereinblog.net/ এই ঠিকানায় প্রবেশ করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরন করুন:
১।
ব্লগ সাইটে প্রবেশ করার পর ‘কমিউনিটিতে যোগ দিন’ বাটনে ক্লিক করুন।
২।
কি বোর্ড বেছে নিন অপশন থেকে আপনার সুবিধামত কি বোর্ড বেছে নিন। তারপর আপনার ব্লগটি যে নামে দেখতে চান সেই নামটি লিখুন। উদহারণ হিসেবে বলা যায়, আপনি যদি ছদ্মনামে ব্লগিং করতে চান, তাহলে এখানেই সেই ছদ্ম নামটি দিন। আর যদি নিজের আসল নামে ব্লগিং করতে চান, তাহলে আপনার আসল নামটি এখানে দিন। ব্লগ কমিউনিটিতে সবাই আপনাকে এই নামেই চিনবে।
৩।
লগে নিবন্ধনের জন্য ইমেইল একটি গুরুত্বপূর্ন ব্যাপার এবং অবশ্যই তা এক্টিভ থাকতে হবে। পরবর্তীতে ব্লগ সংক্রান্ত বিভিন্ন কাজে আপনার এই ইমেইল ঠিকানাটি প্রয়োজন হবে। ইমেইল নির্বাচন করার পর আপনার ব্লগ একাউন্টের নিরাপত্তা রক্ষার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করুন। এরপর আপনাকে একটি লগ ইন নাম দিতে হবে। প্রতিবার ব্লগে প্রবেশের সময় এই নামটি দিয়েই ব্লগে প্রবেশ করতে হবে। মনে রাখবেন, আপনার লগইন নাম ব্লগ ইউআরএলের মাধ্যমে অন্যদের কাছে দৃশ্যমান থাকবে। নিচের ছবিটি দেখুন:
এখানে kalponik নামটি হচ্ছে জনৈক ব্লগারের ইউজার/ লগইন নাম, যা দিয়ে তিনি লগইন করে ব্লগে প্রবেশ করবেন।
৪।
এরপর আপনার মনিটরে ভেসে উঠা সিকিউরিটি কোডটি সঠিক ভাবে দিলেই ব্লগার হিসেবে আপনার নিবন্ধন প্রক্রিয়াটি প্রায় শেষ ধাপে পৌঁছে যাবে।
৫। এর পর আপনাকে সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী পড়ে দেখতে হবে। যদি আপনি রাজি থাকেন, তাহলে সম্মতি প্রদান করলেই আপনার নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এরপর ব্লগ অ্যাকটিভেট করার জন্য আপনার নিবন্ধিত ইমেইল ঠিকানায় একটি অ্যাকটিভেশন লিংক পাঠানো হবে। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমে আপনার ব্লগটি চালু হবে। আপনি যদি আপনার ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইলও চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে আমাদেরকে [email protected] ঠিকানায় মেইল করুন।
বিজ্ঞাপন
ব্লগ ব্যাবহারের নিয়মাবলী
প্রবাঁধ ভাঙার আওয়াজ-এর ব্যবহারকারীদের সুবিধা ও জ্ঞাতার্থে সংকলন করা হয়েছে ব্লগ ব্যবহার সংক্রান্ত কতগুলো প্রশ্ন এবং সাথে বিস্তারিত উত্তর। আশা করি আপনার কোন প্রশ্ন থাকলে নিম্নে তার সঠিক উত্তর বা সমাধান পাবেন।
আমরা আশা করি ব্লগ সম্পর্কে আপনার আগ্রহ থেকেই আপনি আমাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছেন। তথাপি আপনার জানার সুবিধার্থে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যা ব্লগ ব্যবহারে আপনার হয়ত প্রয়োজন হতে পারে।
ক। ব্লগ কি? ব্লগের দ্বারা আমি কি করতে পারি?
ব্লগ হচ্ছে ওয়েবলগের (weblog) সংক্ষেপ। এটি একধরনের ওয়েবসাইট; একটি অনলাইন জার্নাল বা ডায়েরী। অনেকেই নিজস্ব ওয়েবসাইটের বদলে ব্লগ রাখতে পছন্দ করেন, কারণ এটি সহজেই আপডেট করা যায় ও কোন কারিগরী জ্ঞান দরকার হয় না।
ব্লগ একটি খুবই ফ্লেক্সিবল লেখার মাধ্যম যাতে লেখার পাশাপাশি ছবি আর ভিডিও সংযুক্ত করা সম্ভব। এতে আপনি ডায়রী লেখার মত নিজের ভাবনা, অভিজ্ঞতা অপরের সাথে শেয়ার করতে পারবেন। এমনকি অন্যের লেখা বা ছবির উপর আপনার নিজস্ব মতামত রেখে অনেকের সাথে কথোপকথন শুরু করতে পারেন।
খ। বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন... ব্লগ) কি?
বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন... ব্লগ), সামহোয়্যার ইন... নেট লিমিটেড পরিচালিত বাংলা ব্লগের সবচেয়ে বড় ও জনপ্রিয় মাধ্যম যেখানে কমিউনিটির সাথে শেয়ার করার সুবিধার্থে আপনার প্রতিটি লেখা হোমপেজে প্রকাশিত হবার অপশন রয়েছে। আপনি আপনার নিজের ব্লগ তৈরি করতে পারেন এবং অন্যের ব্লগে মন্তব্য করতে পারেন আপনার মাতৃভাষা বাংলাতে। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে বাংলা টাইপ করার কয়েকটি অভিনব পদ্ধতি যাতে করে সবাই সহজে বাংলা লিখতে পারেন।
কিভাবে নতুন ব্লগ লিখবেন?
নতুন ব্লগ লেখা বাটনে ক্লিক করুন। তারপর আপনার নির্ধারিত যেন কোন বিষয়ের উপর আপনার মতামত, পর্যবেক্ষন, অভিজ্ঞতা, অনুসন্ধানমূলক রিপোর্ট, আলোকচিত্র বা সৃজনশীল কোন বিষয় যেমন গল্প, কবিতা বা সাহিত্যের যে কোন ধারা নিয়ে আপনি লিখতে পারেন।
নতুন ব্লগ লিখুন বাটনে ক্লিক করার পর আপনার সামনে ‘রাইটিং প্যানেল’ উপস্থিত হবে যা দেখতে নিচের ছবিটির মত।
এখান থেকে আপনি আপনার পছন্দসই কিবোর্ড বেছে নিন। তারপর লেখা শুরু করার প্রথমেই একটি শিরোনাম দিয়ে নিন, যা চাইলে আপনিপোস্টের উপর ভিত্তি করে পরেও পরিবর্তন করতে পারেন।
এরপর আপনি মুল পোস্ট লিখতে শুরু করুন। যদি প্রয়োজন হয় তাহলে লেখার যে কোন অংশকে আপনি চাইলে কিছুটা সাজিয়ে নিতে পারেন। গুরুত্বপূর্ন অংশকে আপনি বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করেও পাঠকের সামনে উপস্থাপন করতে পারেন।
আপনার লেখা যদি ছবি সংযুক্ত করতে চান তাহলে ক্যামেরা চিহ্নিত বাটনে ক্লিক করুন। তারপর আপনার প্রয়োজনীয় ছবিগুলোকে (একসাথে সর্বোচ্চ ১০টি ছবি, প্রতিটি ছবির সাইজ সর্বোচ ১০ মেগাবাইট) ড্র্যাগ করে ছবি সংযুক্ত করার স্থানে নিয়ে আসুন।
আপনার লেখাকে যদি প্রথম পাতায় প্রকাশ করতে চান, তাহলে রাইটিং প্যানেলের বামপাশে অবস্থিত অপশন মেন্যূ থেকে প্রথম পাতা টিক দিয়ে দিন। যদি প্রথম পাতায় প্রকাশ করতে না চান, তাহলে টিক চিহ্নটি উঠিয়ে নিন।
আপনার লেখা স্বয়ংক্রিয় ভাবে অটোড্রাফট হিসেবে সেভ হতে থাকবে। যদি আপনি তা নিজেই করতে চান, তাহলে অনুগ্রহ করে অটোড্রাফট হবে অংশ থেকে টিক চিহ্ন তুলে নিন। আর লেখাকে যদি স্বয়ংক্রিয়ভাবে অটোড্রাফট হিসেবে সেভ করতে চান, তাহলে টিক চিহ্ন দিয়ে দিন।
আপনার পোস্টে যদি আপনি অন্যদের মন্তব্য সরাসরি পেতে চান বা মন্তব্য বন্ধ করতে চান তাহলে নিচের ছবি অনুসারে প্রয়োজনমত সেটিংস পরিবর্তন করে নিন।
পোস্টটি লেখা শেষ হলে যদি প্রকাশ করতে চান তাহলে ‘প্রিভিউ দেখুন এবং পোস্ট করুন’ বাটনে ক্লিক করুন।
আর যদি শুধু আপাতত সংরক্ষন করে রাখতে চান তাহলে ‘পোস্টটি ড্রাফট করুন’ বাটনে ক্লিক করুন।
কমেন্ট কি মোছা যায়?
হ্যাঁ, আপনার নিজের পোস্টে আপনার এবং অন্যদের মন্তব্যও চাইলে আপনি মুছতে পারবেন। তবে অন্যের ব্লগে আপনি কমেন্ট করলে আপনি সেটা মুছতে পারবেন না।
"ট্যাগ/কি-ওয়ার্ডস" বলতে কি বোঝানো হয়েছে?
ট্যাগ / কি-ওয়ার্ডস" বলতে যা বোঝানো হয়েছে তা হলো, আপনারা পোস্টটির মূল বিষয় কি? আপনি আপনার পোস্টের মূল বিষয়টি "ট্যাগ/কি-ওয়ার্ডস" হিসাবে দিতে পারেন, যাতে করে কোন পাঠক যদি কোন নির্দিষ্ট বিষয়ে লেখা পড়তে চায় তাহলে উনি "অনুসন্ধান" দিয়ে আপনার লেখাটি পড়তে পারবেন। অথবা ভবিষ্যৎ এ ট্যাগ ক্লাউড এর মাধ্যমে কোন একটি ট্যাগের অধীনে থাকা সমস্ত পোস্ট পাঠকরা আলাদা করে পড়তে পারবেন ।
মন্তব্য মডারেশন, প্রোফাইল এডিট, অনুসারিত ব্লগার এবং পাসওয়ার্ড পরিবর্তন:
এই সুবিধাগুলো ব্যবহার করতে চাইলে ব্লগের উপরের কোনায় প্রোফাইল ছবির পাশে ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করুন।
কমেন্ট মডারেশন:
কমেন্ট মডারেশন করার জন্য আপনার প্রোফাইল ছবির পাশের ড্রপডাউন এ্যারোতে ক্লিক করুন। তারপর মেন্যূ থেকে কমেন্ট মডারেশন অপশনে ক্লিক করুন।
নিষিদ্ধ তালিকা:
যদি কোন ব্লগারকে আপনার ব্লগে কমেন্ট করা থেকে বিরত রাখতে চান, তাহলে এখানে তার ব্লগ ইউআরএলটি সংযুক্ত করে তাকে নিষিদ্ধ করে দিতে পারেন। তবে মনে রাখবেন, ব্লগ একটি দ্বিপাক্ষিক আলোচনার স্থান। তাই একান্তই বাধ্য না হলে এই সুবিধাটি ব্যবহার না করাই ভালো।
সন্দেহ তালিকা:
যদি কোন নির্দিষ্ট ব্লগারের মন্তব্য আপনি যাচাই করার পর আপনার পোস্টে প্রকাশের অনুমুতি দিতে চান, তাহলে এই সুবিধাটি ব্যবহার করুন।
মুছে ফেলা মন্তব্য সমুহ:
আপনার মুছে ফেলা কমেন্টগুলোকে চাইলে এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন।
প্রোফাইল এডিট:
প্রোফাইল এডিট করার জন্য ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে প্রোফাইল এডিট অপশনে যান। সেখানে আপনার প্রোফাইল ছবি সংযোজন, নিজের ব্যাপারে অন্যদের ধারনা দেয়া, ফোন নাম্বার আপডেট করা সহ বেশ কিছু সুবিধা পাবেন। প্রোফাইল ছবি সংযোজনের ক্ষেত্রে ফাইল সাইজ সর্বোচ ১০ মেগাবাইট পর্যন্ত গ্রহন করা হবে।
অনুসারিত ব্লগার:
প্রএই সুবিধার মাধ্যমে আপনি আপনার অনুসারিত ব্লগারদের তালিকা দেখতে পাবেন এবং প্রয়োজনে কাউকে অনুসারিত তালিকা থেকেও বাদ দিতে পারবেন।
পাসওয়ার্ড পরিবর্তন:
যদি আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে তা পরিবর্তন করে নিন।
লগ আউট:
লগ ব্যবহার শেষ করে আপনার একাউন্ট থেকে লগ আউট করতে চাইলে এখান থেকে তা করে নিন।