তুমিহীন এই আমার থাকা আর না থাকা
একই কথা,
তুমি হীনতাকে আমি বলি নিঃসঙ্গতা
যদিও থাকি অজস্র মানুষের ভীড়ে
আপন নীড়ে ;
তুমিহীনতাকে আমি বলি ব্যর্থতা
যদিও আর সব সফলতা বসত গড়ে আমায় ঘিরে।
তুমিহীন এই আমি মৃতের সমান কিংবা জড়
কেমন আছি কোথায় আছি হলফ করে বলতে পারো
আমি এখন কোমায় আছি বোমার ভয়ও ছিলো না আমার
যদি তুমি থাকতে প্রিয়া আমার পাশে
নিরদ্বিধায় বলে দিতাম ভালো আছি বেশ ভালো
হৃদয় তোমার আমার বসতবাড়ি সেথায় আছি অপার স্বার্থকতায়
তুমি ছিলে আমার আশার আলো
তুমি ছাড়া যে সব আঁধার ব্যাথার পাহাড়
এই আমি ছন্নছাড়া দিশেহারা
কেমন বাঁচা বেছে আছি তুৃমি ছাড়া এই আমি
তুমিই ভালো বোঝার কথা অপসরা।
না বুঝলেও নেই যে ক্ষতি তুমিই যখন চিরো অধরা
ভালোবাসাহীন জীবনের কি দাম আছে!
আমি শুধু এটুকুই বলবো ভালো সুখে থেকো
এই আমাকে ছাড়া, তোমাকে দূরে ঠেলে দেইনি তো আমি
তুমি হয়ছো পর দারুণ স্বার্থপর চির অধরা
আমার এই তুমিহীন বেঁচে থাকা মৃতের সমান
পাহাড় সমান দুঃখ লয়ে প্রিয়তমা অন্তরতমা জানো তুমি!
ভালোবাসা যে হীরার চেয়ে দামী, নয় কোন রূপকথা
তুমিহীনতাকে আমি বলি শূন্যতা তুমিহীন আমি অপূর্ণতা
অসহনীয় ব্যথিত বিপর্যস্ত হে অপসরা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



