সংরক্ষিত নারী আসন: সংস্কারের নামে চাপিয়ে দেওয়া, না কি গোপন এজেন্ডার বাস্তবায়ন?
বাংলাদেশে সংস্কারের নামে আজ যে কাণ্ড চলছে, তা দেখে পুরনো প্রবাদটি মনে পড়ে—"অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।" একটি ইন্টেরিম সরকার, যাদের চেয়ারে বসা একটি জটিল ক্ষমতার সমীকরণের ফসল, সেই সরকার এখন পুরো সমাজকে রূপান্তরের আখড়ায় পরিণত করতে চায়। যেন জনগণ তাদেরকে সামাজিক পুনর্গঠনের চুক্তিপত্রে স্বাক্ষর দিয়েছে। এই... বাকিটুকু পড়ুন
